ক্লাস রুম জিনিয়াস, দেশের সর্বপ্রথম বোর্ড সিলেবাস ভিত্তিক অনলাইন প্রতিযোগিতা ! সময় থাকতে অংশগ্রহণ করুন আর জিতে নিন শিক্ষাবৃত্তি।

Hello Dear Trickbd lovers.. I am back with a new post. Hope you will enjoy !

বাংলাদেশে 10 Minute School এর নাম শোনেনি এমন শিক্ষারথী হয়তো কমই আছে। বিশেষ করে করোনা ভাইরাস এর সময় যখন পুরো দেশের শিক্ষাব্যাবস্থা এক অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে ঠিক তখনই তারা আসার আলো হিসেবে ছাত্রছাত্রীদের মাঝে হাজির হয়। টেন মিনিট স্কুল এর মাধ্যমে ছাত্রছাত্রীরা করোনা মহামারির মধ্যেও তাদের পড়াশোনা ঠিক করে চালিয়ে যেতে সমর্থিত হয়। তাই নতুন করে টেন মিনিট স্কুল সম্পর্কে বলার কিছু নেই। তারা দেশের শিক্ষাব্যবস্থাকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানকারী শিক্ষার্থী ও বিনা বাধায় এগিয়ে যেতে পারছে। এখন একজন শিক্ষার্থী চাইলেই অনলাইনে তার পুরো পাঠ্যসূচি শেষ করতে পারে কোনো ঝামেলা ছাড়াই টেন মিনিট স্কুল এর মাধ্যমে। মূল আলোচনায় ফেরা যাক।

টেন মিনিট স্কুল এ শুরু হতে যাচ্ছে প্রথম বারের মত বোর্ড সিলেবাস ভিত্তিক ক্লাসরুম জিনিয়াস পরীক্ষা। যেই পরীক্ষায় অংশগ্রহণ করে আপনিও পেয়ে যেতে পারেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। 

এখনই রেজিষ্টার করুন ক্লাসরুম জিনিয়াস প্রতিযোগিতায়

 

ক্লাসরুম জিনিয়াস এর বিস্তারিত :

কারা অংশগ্রহণ করতে পারবে?

->> এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থী।

কোন কোন বিষয়ের পরীক্ষা হবে?

->> ৫ম-৮ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিজ্ঞান

 

৯ম-১০ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিভাগভিত্তিক ৩টি   বিষয়।

১. বিজ্ঞান বিভাগ: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান।

২. ব্যবসায় শিক্ষা বিভাগ: হিসাববিজ্ঞান,  ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ।

৩. মানবিক বিভাগ: অর্থনীতি,  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা।

 

কেমন হবে পরীক্ষা ও প্রশ্নের ধরন?

১. ৫ম-৮ম শ্রেণির ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর ১০টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।

 

২. ৯ম-১০ম শ্রেণির ক্ষেত্রে ইংরেজি, গণিত এর পাশাপাশি বিভাগভিত্তিক ৩টি বিষয়সহ মোট ৫টি বিষয়ের প্রতিটিতে ৬টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।

 

৩. প্রতিটি প্রশ্নের মান ০১।

 

৪. ১ম রাউন্ডে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে প্রতি ক্লাস থেকে সেরা ৫০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবে প্রতিযোগিতার ২য় রাউন্ডের পরীক্ষায়।

 

৫. ২য় রাউন্ডে একই বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে।

 

৬. ২য় রাউন্ডে নির্বাচিত সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড। দেশসেরা ৭ জন Classroom Genius পাবে মোট সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!

 

যা থাকছে পুরস্কারে:

১. ৫ম-৮ম শ্রেণি থেকে পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১ জন করে মোট ৪ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!

২. ৯ম-১০ম শ্রেণি অর্থাৎ এসএসসি লেভেলের ৩টি বিভাগ থেকে ১ জন করে ৩ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!

৩.দেশসেরা ৭ জন Classroom Genius পাবে মোট সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!

Register now!

পরীক্ষার রুটিন:-

 

তাই আর দেরি না করে এখনি রেজিষ্টার করে ফেলুন নিচে দেওয়া লিংক থেকে। নিজেকে যাচাই করুন। কে জানি আপনিই হয়তো সেই ক্লাসরুম জিনিয়াস।

Register for classroom genius Now!

 

পরিশেষে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী না হয়ে থাকেন তাহলে আপনার আসে পাশের ছোট ভাই বোনকে বিষয়টি সম্পর্কে জানান। হয়তো আপনার এই ক্ষুদ্র অবদানই পাল্টে দিতে পারে একজন দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ। তাই পারলে নিজেদের ছোট ভাই বোনদের কাছে পোস্টটির লিংক share করে দিবেন।

আপনার জন্যে শুভ কামনা রইলো। আজকে এইখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 

Trickbd এর সাথেই থাকবেন। ধন্যবাদ।

 

আরো দেখুন:

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক। (অফারটি সকলের জন্যে প্রযোজ্য )

খুঁজে বের করুন আপনার silent mode এ থাকা মোবাইল।

The post ক্লাস রুম জিনিয়াস, দেশের সর্বপ্রথম বোর্ড সিলেবাস ভিত্তিক অনলাইন প্রতিযোগিতা ! সময় থাকতে অংশগ্রহণ করুন আর জিতে নিন শিক্ষাবৃত্তি। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/UeZ5QcS
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট