আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
জরুরি কিছু কথা:
আগেই বলে দিই এই বিষয়ে এর আগেও February 2022 এ পোস্ট করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পোস্টের দেখানো পদ্ধতি অনুযায়ী শুধুমাত্র Android Version 9 এর নিচের যতগুলো ভার্সন আছে সেসবেই কাজ করেছিলো, মানে Android Version 9 থেকে শুরু করে এর ওপরের যতগুলো ভার্সন ছিলো সেগুলোতে কাজ করেনি। অনেকে কমেন্ট করে বলেছিলো যে, আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৯, ১০, ১১, ১২ কিন্তু হচ্ছে না কেন? আবার কেউ বলেছিলো যে যেসব ফোনের নিজস্ব Custom UI নাই শুধু সেসব নাকি ফোনেই হবে। কিন্তু এখন আপনি সব এন্ড্রয়েড ভার্সনেই System UI Tunner চালু করে এর মজা নিতে পারবেন। Samsung, Xiaomi এসব ফোনের মতো যেসব ফোনে Custom UI আছে সেসব ফোনেও হবে
আপনি চাইলে ফোন রুট করা ছাড়াই আপনার ফোনের[ System UI Tunner নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং ইচ্ছে করলে সেগুলো অন / অফ করতে পারবেন। মনে করুন আপনি ওয়াইফাই ব্যবহার করছেন কিন্তু স্ট্যাটাস বারে ওয়াইফাই এর কোনো চিহ্ন নেই, আবার আপনার স্ট্যাটাস বারে টাইমের পাশে সেকেন্ড যোগ করলেন। অথবা Screen Record করার সময় ওপরে যে Cast এর আইকন দেখায় সেটা হাইড করলেন, ব্যাটারি আইকন, ইথারনেট, হেডসেট, রোটেশন, ওয়ার্ক প্রোফাইল, মোবাইল ডেটা ইত্যাদি হাইড/শো/কাস্টমাইজ করতে পারবেন। আরো সুবিধা উপভোগ করতে পারলেন, তখন কেমন হবে ?হ্যাঁ এটা ফোন রুট না করেও সম্ভব। ফোন রুট হলে তো কথাই নেই। তবে যাদের ফোন রুট করা না তারাও এখন থেকে এই সুবিধা পাবেন। এবং এই সুবিধা অনেক সময় প্রয়োজন হবেই।
নির্দেশনা !
এই সুবিধা পেতে আপনার ফোনে অবশ্যই Developer options চালু করে রাখতে হবে !!!
আপনি চাইলে আপনার ফোনের স্ট্যাটাস বারের সব UI Tunner লুকিয়ে রাখতে পারবেন! বলতে গেলে আরো অনেক সুবিধা আছে, তাই বেশি কথা না বলে কিভাবে এই সুবিধা পাবেন সেটা দেখুন।
তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে ৩ এমবির ছোট একটা অ্যাপস ইন্সটল করতে হবে। এর আগের পোস্ট ছিলো অ্যাপ ছাড়া, কিন্তু এখন অ্যাপের দরকার হবে। অ্যাপের নাম : Shortcut Maker এই কাজ চাইলে Activity Launcher এবং Nova Launcher দিয়েও করা যায়, কিন্তু আমার Shortcut Maker অ্যাপটাই বেশি ভালো এবং সহজ মনে হয়েছে। প্রথমে অ্যাপ ওপেন করে পারমিশন দিয়ে Activities অপশনে ক্লিক করুন। এখন System UI লেখা খুঁজে বের করুন। না ! ভুলেও সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন না কারণ ফলাফল শূন্য পাবেন, তাই নিজেই স্ক্রোল ডাউন করে খুঁজে নিন। তারপর System UI লেখায় ক্লিক করলে দেখতে পাবেন System UI demo mode নামে আরেকটা লেখা, ঐ লেখায় ক্লিক করবেন। এখন আপনি শর্টকাট তৈরির অপশন পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে শর্টকাটের নাম, আইকন, রং বদলাতে পারবেন এবং শর্টকাটে লক সেট করতেও পারবেন। তো শর্টকাট তৈরির জন্য Create shortcut লেখায় ক্লিক করবেন। তারপর Add to home screen? লেখা আসলে Add লেখায় ক্লিক করবেন। ব্যাস ! আপনার ফোনের হোমস্ক্রীনে এড হয়ে যাবে। এবার আপনার ফোনের হোমস্ক্রীনে চলে যাবেন, দেখবেন আপনার তৈরি করা শর্টকাট। সেখানে ক্লিক করবেন। এখন আপনার ইচ্ছা মতো ফোনের সিস্টেম ইউআই কাস্টমাইজ করুন। আশা করছি এই পোস্ট আপনার একটু হলেও কাজে লাগবে। নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করুন।এই বিষয় নিয়ে অ্যাপ ছাড়াই কিভাবে System UI Tunner অন করবেন ? তার লিঙ্ক:
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ফেসবুক আইডি
The post ফোন রুট ছাড়াই ফোনের System UI Tunner কাস্টমাইজ করুন। (Updated 2022) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/QwcfU1P
via IFTTT