আমরা অনেকেই আছি যারা একটি ওয়েবসাইট তৈরির স্বপ্ন দেখে থাকি। নিজের নামেও একটি ওয়েবসাইট থাকবে, যেখানে নিজের সম্পর্কে কিংবা কোন কাজ / এস্যাইনমেন্ট ও রেখে দেখাতে পারি যে কাউকে।এছাড়া বর্তমানে যারা ডিজিটাল মার্কেটিং কিংবা এস.ই.ও নিয়ে কাজ শিখছেন তাদের কাজ অনুশীলন এর জন্য একটি ওয়েবসাইট তো খুব-ই প্রয়োজনীয়।
কিন্তু আমাদের দেশে, সকলের কাছে এমন সুযোগ থাকে না অন্য দেশের মূদ্রা কিংবা ডলার ব্যাবহার করে একটি ডোমেইন ও হোষ্টিং প্ল্যান কেনার। আবার কিছু ক্ষেত্রে শুধু অনুশীলন কিংবা শখের বশে কেউ কেউ একটি ওয়েবসাইট এর প্রয়োজন অনুভব করেন তাদের কথা মাথায় রেখে আজ আপনাদের সাথে আজকের এই আলোচনা;
উল্লেখ্যঃ আপনাদের কোন প্রশ্ন – মতামত – কিংবা অন্য কোন টপিক এ লেখা পেতে চান জানাতে ভুলবেন না।
চলুন শুরু করিঃ
সম্পূর্ন ফ্রিতে তৈরি করুন আপনার স্বপ্নের ওয়েবসাইট [ ফ্রী ডোমেইন + হোষ্টিং ]
সর্বপ্রথম আমাদের যেতে হবে সাইট লিংক এই সাইট এ
এরপর স্ক্রিনশর্ট ফলো করে কাজ শুরু করুনঃ
লিংক এ ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম এমন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে [ START FOR FREE ] তে ক্লিক করুন
এখান থেকে আপনি আপনার নামঃ 1. FIRST NAME 2. LAST NAME 3. COMPANY NAME [ আপনি আপনার নাম কিংবা কোম্পানীর নাম ব্যাবহার করতে পারেন ] 4. WORK MAIL [ আপনি আপনার জিঃমেইল – আউটলুক মেইল কিংবা টেম্পোরারি মেইল ব্যাবহার করতে পারেন ] 5. INTER YOUR PASSWORD [ র্যান্ডম পাসওয়ার্ড যেমন ছোট – বড় – নম্বর – ক্যারেক্টার মিলিয়ে সর্বনিম্ন ১৬ ডিজিট এর ] পাসওয়ার্ড এখানে দিন। 6. COUNTRY [ ড্রপডাউন মেনু থেকে কান্ট্রি সিলেক্ট করুন ] এরপর চেকবক্স এ I AGREE TO PANTHEON’S Terms of use. ক্লিক করে SIGN UP বাটন এ ক্লিক করুন।
এরপর এপনি এমন লগিন ড্যাশবোর্ড দেখতে পাবেন। যেখান থেকে আপনি একাউন্ট সেটাপ এর মূহুর্তে ব্যাবহৃত ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে LOG IN বাটন এ ক্লিক করুন।
ফাইনালি আপনি আপনার ফ্রি ডোমেইন + হোষ্টিং একাউন্ট তৈরি করে ফেলেছেন। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটাপ করার জন্য ছবিতে মার্ক করা [ + CREATE NEW SITE ] এখানে ক্লিক করুন।
এখান থেকে আপনি আপনার কাঙ্খিত CMS [ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ] টি সিলেক্ট করুন। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করছি।
এখান থেকে আপনার ওয়েবসাইট এর একটি নাম দিন ওপরের প্রথম ঘরে [ আপনার ইচ্ছেমতো যে কোন নাম – যদি উপলব্ধ নাম থেকে থাকে ] দ্বিতীয় ঘরে আপনি আপনার ডোমেইন নাম টি দেখতে পাবেন।
নিচের মার্ক করা অংশে থেকে আপনি আপনার ওয়েবসাইট এর হোষ্টিং লোকেশন সিলেক্ট করুন কিংবা ডিফল্ট ভাবেও রাখতে পারেন [ ডিফল্ট ভাবে UNITED STATES সিলেক্ট থাকবে ] এরপর CONTINUE বাটন এ ক্লিক করুন।
ক্লিক করার পরে আপনার ওয়ার্ডপ্রেস CMS টি অটোমেটিক ডিপ্লয় হয়ে যাবে [ স্কিনশর্ট এ দেখানো হলো ]।
ফাইনালি আপনি আপনার কাঙ্খিত ওয়ার্ডপ্রেস CMS টি ডিপ্লয় করতে সক্ষম হয়েছেন। [ CONGRATULATION ]
এখান থেকে SITE ADMIN এ ক্লিক করুন।
আপনি আপনার ইচ্ছেমতো একটি ভাষা পছন্দ করুন [ ডিফল্ট ভাবে Eglishi ( United States ) সিলেক্ট থাকবে ] এরপর CONTINUE বাটন এ ক্লিক করুন।
এখান থেকে আপনি আপনার সাইট এর টাইটেল লিখুন [ SITE TITLE ] বক্স এ; এরপর আপনার লগিন ইউজারনেম দিন [ USERNAME ] এর ঘরে; একটি শক্ত পাসওয়ার্ড দিন [ PASSWORD ] এই ঘরে; আপনার ব্যাবহৃত একটি ই-মেইল দিন [ YOUR EMAIL ] এখানে এরপর Search engine visibility এই ঘরে [ ] ক্লিক করে রাখতে পারেন; [ ওয়েবসাইট তৈরি সম্পূর্ন হলে ওয়েবসাইট ড্যাশবোর্ড থেকে এই [ ] তুলে দিতে হবে গুগল এ সার্চ ইন্ডেক্স হবার জন্য। এরপর [ INSTALL WORDPRESS ] বাটন এ ক্লিক করুন।
উল্লেখ্যঃ এখানে ব্যাবহৃত ইউজার নেম ও পাসওয়ারর টি নোটপ্যাড এ সংগ্রহ করে রাখবেন পরবর্তিতে ওয়েবসাইট এর ড্যাশবোর্ড এ লগিন এর জন্য।
সাকসেস ম্যাসেজ চলে আসার পর [ LOG IN ] বাটন এ ক্লিক করুন।
ইউজার নেম যা আপনি ইতোপূর্বে দিয়ে এসেছেন ও পাসওয়ার্ড দিয়ে [ ] চেক বক্স এ ক্লিক করে রাখতে পারেন পরবর্তীতে নতুন করে পাসওয়ার্ড না দিতে চাইলে; এই লগিন ডেটা আপনার কম্পিউটার ব্রাউজার এ সেভ হয়ে থাকবে। পরবর্তি ব্যাবহার এর সুবিধার জন্য। এরপর [ LOG IN ] বাটনে ক্লিক করুন।
আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ড্যাশবোর্ড এ লগিন করতে সফল হয়েছেন। [ CONGRATULATION AGAIN ]
ফাইনালি আমাদের ওয়েবসাইট এখন কাজ করবার জন্য প্রস্তুত। এখন আপনি আপনার ইচ্ছেমতো থিম – প্লাগিন ব্যাবহার করে তৈরি করে নিন সম্পূর্ন বিনামূল্যে আপনার কাঙ্খিত স্বপ্নের ওয়েবসাইট। ওয়েবসাইট নিয়ে আর যে কোন প্রশ্ন থাকলে কিংবা আপনার কাছে ভালো কোন আইডিয়া থেকে থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন।
আবেদনঃ
ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।
এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।
পরিশেষে একটি কথা বলতে চাই _ আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।
আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ
ধন্যবাদ সকলকে।
The post সম্পূর্ন ফ্রিতে তৈরি করুন আপনার স্বপ্নের ওয়েবসাইট [ ফ্রী ডোমেইন + হোষ্টিং ] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/gs42MH8
via IFTTT