price
Official ✭৳18,490 6/128 GB
এক নজরে স্পেসিফিকেশন
Tecno Pova Neo 2
এ থাকছে 6.82 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে punch hole middle camera ডিজাইন । পিছনের ক্যামেরাটি ট্রিপল 16+5 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 8 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 7000 এম্পিয়ার বিগ ব্যাটারী সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং ram হিসেবে থাকছে 6 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 128 জিবি, 2.0 GHz অক্টা-কোর CPU । চিপসেট থাকছে Mediatek Helio G85 (12nm) । আরো থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।
মোবাইলটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত
1, ফোনটার ডিজাইন 100 তে 90 গেমিং ফোন
2, 6.82 ইঞ্চি বড় ডিসপ্লে
3, 7000 আম্পায়ার ব্যাটারি যা খুব কম ই চোখে পড়ে
4, হেলিও g 85 এর সাথে পাবেন গেমিং এ স্মুথ পারফরমেন্স
5, camera ta joss
6, ফোনটি রান হবে অ্যান্ড্রয়েড 12 ভার্সনে
ফোনটির কমতি দিকগুলো
1, সামনের ক্যামেরাটা আরেকটু ভালো করলে বেটার হতো
2, ব্যাটারি এর কথা বিবেচনা করে চার্জার টা 25w দিলে ভালো হতো, কারণ 7000 mah ব্যাটারি এই চার্জার দিয়ে চার্জ করতে অনেক সময় লেগে যাবে ।
3, ফোনটিতে কোনো ডিসপ্লে প্রটেকশন নাই
তাছাড়া বাকি সব ঠিকঠাক আছে বলে মনে করি ।
Full Specifications
Colors
Uranolite Gray, Virtual Blue, Orange Magma
Connectivity
dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct
Body
Punch-hole design
Glass front, plastic body
Display
6.82 inchesResolutionHD+ 720 x 1640 pixels (263 ppi) 90Hz refresh rate
Back Camera
ResolutionDual 16+5 Megapixel + AI LensFeaturesPDAF, dual-LED flash, HDR & more
Video RecordingFull HD (1080p)
Front Camera
8 mp
BatteryType and Capacity
Lithium-polymer 7000 mAh (non-removable) with 18w fast charger
Performance, Ram & Processor
Operating System: Android 12 (HiOS 8.6)
Chipset: Mediatek Helio G85 (12 nm)
RAM: 6 GBProcessorOcta-core, 2 GHzGPUMali-G52 MC2
Storage
128 gb with micro sd slot upto 256gb
Security
pattern, pin, password,
fingerprint and face unlock etc
Other Features
USB Type-
Bluetooth v5.3
Radio
FM
USBv2.0OTG
USB Type-C
NFC
ব্যক্তিগত মতামত:
ফোনটি এখনো হতে পায়নি,হতে পেলে আরো বিস্তারিত রিভিউ দেবো । ফোনটি অক্টোবর এর 3 তারিখে বাংলাদেশে অনেক শপিং মলে পাওয়া যাচ্ছে । ফোনটিকে গেমিং এর জন্য তৈরি করা হয়েছে বলতে পারেন তবে ক্যামেরা টা আরেকটু ভালো করা যেতো। ফোনটিতে সবচেয়ে বড় চমক হচ্ছে এর ব্যাটারি তবে এতো খুশি হবার কিছু নেই 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে প্রায় 2 ঘণ্টা লেগে যাবে । যারা গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই information আরো বেশি কাজে দিবে :::
অনেক বছর যাবত ট্রিকবিডির সাথে আছি , হটাৎ ইউটিউব চ্যানেল খুলতে ইচ্ছে করলো, যেই কথা সেই কাজ , খুলে ফেললাম চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কই পাবো?? তাই যে ফ্রি নেট টা নিজে ব্যবহার করতাম সেটা চ্যানেলে আপলোড করে দিলাম । যদি সাবস্ক্রাইব করে পাশে থাকতেন তাহলে খুব উপকার হতো । বলাতো যায়না আপনাদের দোয়ায় ছোট খাটো ইউটিউবার হয়ে যেতেও পারি ।
The post ( free net personal link ) Neo 2 এখন বাংলাদেশে,G85 processore এর সাথে 7000 আম্পায়ার ব্যাটারির গেমিং ফোন । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/QG1P9yB
via IFTTT