VPN lat Mod Tutorial – যেভাবে VPN lat মুড করবেন
আসসালামু আলাইকুম।
আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছে।
আজকে আমরা দেখবো কীভাবে VPN lat App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। শুধু 0 এর পরিবর্তে 1 লিখলেই Mod হয়ে যাবে। চলুন শুরু করি৷
মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে।
প্রথমেই প্লেস্টোর থেকে VPN lat Install করে নিবো। তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করে তারপর Extract APK বাটনে ক্লিক করবো।
এখন VPN lat App টি সিলেক্ট করবো।
তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো।
কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।
VPN lat ফাইলটি apk ফরমেটে পাবো। এখন ফাইলটির উপর ক্লিক করবো।
এখন Resources.arsc আপশানে ক্লিক করবো।
এখন arsc editor অপশনে ক্লিক করবো।
তারপর com.vpn.lat অপশনে ক্লিক করবো।
এখানে id লিখাটি খুজে বের করে ক্লিক করবো।
উপরের ডান কোনার মেনু বাটনে ক্লিক করবো।
মেনু থেকে ফিল্টার অপশনটি সিলেক্ট করবো।
সার্চ বক্সে remove লিখে ok বাটনে ক্লিক করবো।
এখানে action_removeads অপশনে চাপ দিয়ে ধরে রাখবো।
তারপর Copy ID তে ক্লিক করে ID কপি করে নিবো। তারপর ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।
এখন classes.dex ফাইলে ক্লিক করবো।
তারপর Dex Editor Plus বাটনে ক্লিক করবো।
এখানে সার্চ বক্সে কপি করা আইডিটি পেস্ট করে, নিচে smali সিলেক্ট করে OK বাটনে ক্লিক করবো।
এখানেই যেই অপশনটি পাবো এটাতে ক্লিক করবো।
এই পেজটি আসার পর একেবারে উপরে চলে আসবো। উপরের Register এর নিচে const/4 v0, 0x0 এই লাইনটি খুজে বের করবো।
এই লাইনের (const/4 v0, 0x0) লাস্টের 0 পরিবর্তন করে 1 লিখবো।
তারপর Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।
তারপর উপরের ডান কোনার মেনু বাটনে ক্লিক করবো।
তারপর Save & Exit বাটনে ক্লিক করবো।
এখানে Auto Sign অপশনটিতে টিক মার্ক দিয়ে OK বাটনে ক্লিক করবো।
আমরা সাকসেসফুলি App টা মুড করে ফেলেছি। এখন App টি ইন্সটল করবো।
যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন।
The post VPN lat Mod Tutorial – যেভাবে VPN lat মুড করবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/0dfbI7q
via IFTTT