সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরির জন্য প্রফেশনাল ভাবে ভয়েস এডিটিং করুন।

আসসালামু আলাইকুম,
সুপ্রিয় trickbd এর ভিজিটর ও লেখক বন্ধুগণ।
নতুন পোস্টে আপনাদের স্বাগতম।

আপনি যদি একজন ভিডিও কনটেন্ট ক্রিকেটার হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন, আপনার নিজের ভয়েস দ্বারা একটা ভিডিও তৈরি করেছেন। কিন্তু আপনার কন্ঠে আউট সাউন্ড থাকার কারণে ঠিকমতো বুঝা যাচ্ছে না। অথবা আপনার করা কনটেন্ট এর সাউন্ড ঝিরঝির করে। তাইতো আপনার ভিডিও ভিউ পাবেনা। ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই সুন্দর করে করতে হবে। এখন ভিডিওর ভয়েস যদি ভালো না হয় তাহলে ভিডিওটাই ভালো হবে না। তাই ভিডিও ভাইরাল করার অন্যতম ভিডিও র ভয়েস এডিটিং করা। কিন্তু ভয়েস করতে গেলে ফ্যানের আওয়াজ ,বাচ্চাদের আওয়াজ ,মাইক্রোফোনের সমস্যা ইত্যাদি কারণে ভয়েস সুন্দর হয়না। ফলে দর্শক ভিডিও দেখবেন না। আপনি ও ভিউ পাবেননা।

কিভাবে ভয়েস এডিটিং করবেন

প্রথমে এই ভিডিওটি তৈরি করবেন তার অডিও ভয়েস টি একটা ভয়েস রেকর্ডার এর মাধ্যমে রেকর্ড করুন।
তারপর ভয়েস এডিটিং এর সাইটে যান। গুগলে Adobe Podcast লিখে সার্চ করে সাইট লিঙ্ক পেয়ে যাবেন। অথবাFollow করুন।
Go to anhance আসনে ক্লিক করুন start 30 day free trial অপসনএ ক্লিক করুন। আপনি চাইলে ডেমো দেখতে পাবেন। এবার আপনাকে একটা একাউন্ট তৈরি করতে হবে। ইমেইল দিয়ে কন্টিনিউ করতে পারেন। অথবা gmail দিয়ে করতে চাইলে continue with Gmail ক্লিক করুন। ফেসবুক আইডি দিয়েও করতে পারবেন। জন্ম তারিখ দিয়ে, Privacy and Policy এ ✅ দিয়ে continue অপসনএ ক্লিক করুন তৈরি করা হলে choose file অপশন এ ক্লিক করে ভয়েস রেকর্ড সিলেক্ট করুন এবার ভয়েসটা কিরকম এডিট হয়েছে দেখে ডাউনলোড অপশন এ ক্লিক করে ডাউনলোড করুন।

বিঃদ্রঃ না বুঝলে কমেন্ট করবেন।

The post সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরির জন্য প্রফেশনাল ভাবে ভয়েস এডিটিং করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/4UE6iM7
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট