আসসালামুয়ালাইকুম trickbd এর সকল সদস্যগণ কেমন আছেন সবাই,, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই,,,আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আজ আবার ও হাজির হলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।
আমাদের প্রায় সবারই মোবাইল ফোন রয়েছে আর প্রায় সকলেই এটার সাথে পরিচিত, আর যোগাযোগের বড় মাধ্যম এই মোবাইল ফোন যোগাযোগ সম্ভব হয় সিম কার্ডের মাধ্যমে। অনেক ক্ষেত্রেই আমরা সিম কার্ডের তথ্য ভুলে যাই। বিশেষ করে সিম কার্ড যাদের অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা থাকে বিশেষ করে পরিবারের কোনো সদস্যের নামে সিম কার্ড রেজিস্ট্রেশন থাকে।
তখন দরকারি সময়ে অনেক ক্ষেত্রে তথ্য পাওয়া যায় না, এই সমস্যার সমাধান করতে আজ আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচিত করে দিব যার ফলে আপনার রবি অথবা এয়ারটেল সিমের কার নামে রেজিস্ট্রেশন করা আছে মালিকানা সহ তথ্য দেখতে পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পোস্ট।
প্রথমে এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করুন,
এইখানে ক্লিক করুন
আমি রিকমেন্ড করব অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন অনেক এডের সম্মুখীন হতে পারেন সেই জন্য অ্যাড ফ্রি ব্রাউজার ব্যবহার করলে ভালো হয়।
I am not a robot লিখাতে ক্লিক করুন তারপর ক্যাপচা এন্ট্রি করে নিন।
ক্যাপচা এন্ট্রি হয়ে গেলে click here to continue লিখাতে ক্লিক করুন।
এইবার click to verify লিখাতে ক্লিক করুন।
এইবার প্রায় ১০ সেকেন্ড এর মত অপেক্ষা করতে হবে।
এইবার continue লিখা এর ওপর ক্লিক করুন।
এবার click here to continue লিখা এর ওপর ক্লিক করুন।
এইবার ১৫ সেকেন্ড এর মত অপেক্ষা করতে হবে।
১৫ সেকেন্ড হয়ে গেলে নিচে স্ক্রোল করে get link এ ক্লিক করুন।
এইবার এইখানে আপনার রবি অথবা এয়ারটেল সিম এর নাম্বার দিয়ে সাবমিট করুন।
এই দেখুন আমি করার পর আমার সিম এর সমস্ত তথ্য চলে এসেছে এইখানে।
তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য। এইসব নিত্যনতুন বিভিন্ন ট্রিক শেয়ার করা হয় এই টেলিগ্রাম গ্রুপ এ চাইলে join করতে পারেন। টেলিগ্রাম গ্রুপ
Trickbd এর সাথেই থাকুন।
The post রবি এবং এয়ারটেল সিম কার নামে রেজিষ্ট্রেশন করা আছে জেনে নিন কিছু নিয়ম ফলো করে!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/tE4NBal
via IFTTT