খুব সহজেই আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে ফেলুন Eextra Volume Booster Equalizer MOD App এর মাধ্যমে।

খুব সহজেই আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে ফেলুন Eextra Volume Booster Equalizer MOD App এর মাধ্যমে।
আসসালামু ওয়ালাইকুম।
আশাকরি সকলেই ভালো আছেন।

মাঝে মাঝে আমরা এমন অনেক ছবি বা গান দেখি যেগুলো আমাদের ফোনে চালু করার পর শব্দ খুব কম শোনা যায়।

এছাড়া এমন অনেক হেডফোন আছে যেগুলো কিছু মোবাইলে ব্যবহার করার সময় আমাদের মন মতো শব্দ দিতে পারে না।

আজকের পোষ্টে আপনাদের জন্য মাত্র 11MB এর এমন একটি App নিয়ে হাজির হয়েছি যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের শব্দকে ২০০% বাড়িয়ে নিতে পারবেন।


App Neme: Eextra Volume Booster Equalizer

Download Link: Eextra Volume Booster Equalizer mod apk

আপনি যদি Mod Version চালাতে না চান, তা হলে এখানে ক্লিক করে Play Store থেকে ডাউনলোড করুন।


MOD Version এ কোন AD আসবে না এবং থিম পরিবর্তন এর মতো আরো কিছু Extra Menu পাবেন।


App টি ব্যবহার করা খুবই সহজ।

Eextra Volume Booster Equalizer app টি Download করার পর Open করুন।

এখন এখানে আপনি আপনার ফোনের শব্দ কতটুকু বাড়াতে চান তা সিলেক্ট করে দিন।

১০০ এর উপরে সিলেক্ট করলে সব্দ বাড়বে এবং ১০০ এর কম সিলেক্ট করলে শব্দ কমে যাবে।

এছাড়াও এ App এ আপনি পাবেন Equalizer সিস্টেম, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সব্দের সেটিং করতে পারবেন।

আপনি যদি MOD Version ব্যবহার করেন তা হলে থিম মেনু থেকে আপনার ইচ্ছা মতো থিম ব্যবহার করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: দয়া করে, হেডফোন, ইয়ারফোন, ব্লুটুত ছাড়া এই App এর মাধ্যমে Sound Boost করে ফোনের মাইকের মাধ্যমে ব্যবহার করবেন না।


যদি আপনি পরবর্তীতে এই পোষ্টটি Trickbd বা Google থেকে খুজে পেতে চান, তা হলে নিচে দেওয়া Keywords গুলো সাহায্য করতে পারে:

Download Eextra Volume Booster Equalizer app,
Download Eextra Volume Booster Equalizer apk,
Download Eextra Volume Booster Equalizer apk mod,
Mobile Sound Booster App,
Andriod Sound Booster App,
Boost Your Mobile Sound

এই টপিক নিয়ে ট্রিকবিডিতে ৫ বছর আগের অন্য একটি পোষ্ট ছিলো যেটিতে কোন App Link ছিলো না।

আমার পোষ্ট এ আমি চেষ্টা করেছি আপনাদের সেরাটা দেওয়ার। আশা করি পোষ্ট টি আপনার কাছে ভালো লেগেছে।

ধন্যবাদ।

The post খুব সহজেই আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে ফেলুন Eextra Volume Booster Equalizer MOD App এর মাধ্যমে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/5xiy20X
via IFTTT

বিকাশে আপনার মৃত্যুর পর একাউন্ট এর টাকার জন্য নমিনি করবেন যেভাবে জেনে নিন!!

বিকাশে আপনার  মৃত্যুর পর একাউন্ট এর টাকার জন্য নমিনি করবেন যেভাবে জেনে নিন!!

আসসালমুআলাইকুম প্রিয় trickbd এর সকল ভিজিটর,, কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বলেই শুরু করছি আজকের পোস্ট আপনাদের সাথে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। ভুল ত্রুটি ক্ষমা করবেন।

বিকাশ মূলত ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। যা মূলত ২০১০ সাল এর মাঝামাঝি থেকে বাংলাদেশের মানুষদের আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বিকাশ একটি আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে,বেশ পরিচিত এটি সবার কাছেই।

বিকাশ যেমন করেছে মানুষ এর জীবন যাত্রা এর মধ্যে পরিবর্তন, অর্থনীতিকে গড়ে তুলেছে নতুন দিক হিসেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ব্যাক্তি মারা গেলো যার বিকাশ অ্যাকাউন্ট আছে, টাকাও আছে কিন্তু পরিবার সেই টাকা এর দাবি করতে পারে না। সেই সমস্যা সমাধানে বিকাশ নিয়ে আসলো নমিনি সুবিধা।

বিকাশ অ্যাপে নমিনি সেট করে দেয়ার নতুন অপশন এসেছে।এখন থেকে বিকাশ অ্যাপ দিয়ে খুব সহজেই নমিনি সেট করে দেয়া যায়।
নমিনির NID কার্ড অনুযায়ী ইংরেজি ক্যাপিটাল লেটারে নমিনির পূর্ণাঙ্গ নাম, NID নাম্বার, পূর্ণাঙ্গ জন্মতারিখ ও নমিনির স্থায়ী ফোন নাম্বার ইনপুট করে দিয়ে বিকাশ অ্যাপে নমিনি সেট করে দিতে হয়।

কোন পুরুষ যদি তার নিজের বিকাশ একাউন্টে স্ত্রীকে নমিনি হিসাবে মনোনীত করেন তাহলে সম্পর্কের ঘরে “স্ত্রী” সিলেক্ট করে দিবেন।
ঠিক একইভাবে কোন পিতা যদি তার নিজের বিকাশ অ্যাপে নিজের ছেলে সন্তানকে নমিনি হিসাবে মনোনীত করে দিতে চান তাহলে সম্পর্কের ঘরে “ছেলে” সিলেক্ট করে দিবেন।
নমিনি হিসাবে সর্বোচ্চ দুইজন ব্যক্তিকে মনোনীত করে দেয়া যায়, তবে সেটা ঐচ্ছিক। চাইলে আপনি শুধুমাত্র একজন ব্যক্তিকেও নমিনি হিসাবে মনোনিত করে দিতে পারেন। সেইক্ষেত্রে মনোনীত নমিনি অর্থের ১০০% দাবিদার হিসাবে মনোনীত হবেন।

প্রতি ১ মাস পর পরে বিকাশ অ্যাপস দিয়ে একই প্রক্রিয়ায় নমিনি পরিবর্তন করা যাবে।কারোর মৃত্যু পরবর্তী ঝামেলা এড়িয়ে বিকাশে থাকা অর্থের দাবিদার খুব সহজেই নির্ধারণের ব্যাপারে বিকাশ এর এই অপশন বিশেষ অগ্রণী ভূমিকা রাখতে খুবই সহায়ক হবে।

পরিশেষে জানাইঃ বিকাশ এর মত অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর দের এই সুবিধা চালু করা উচিত যার ফলে , গ্রাহকের মৃত্যুর পর তার প্রাপ্য টাকা গুলো পরিবার এর লোকজন খুব সহজে পেতে পারেন। এবং অনেক উপকার হবে সবার জন্য।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন, লিখার মধ্যে বানান জাতীয় কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো।

The post বিকাশে আপনার মৃত্যুর পর একাউন্ট এর টাকার জন্য নমিনি করবেন যেভাবে জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/y1aZgs6
via IFTTT

Artificial Intelligence এর মাধ্যমে তৈরি করুন ফেসবুক মিমস, সাথে মিমস / হাস্যকর ইমেজ।

Artificial Intelligence এর মাধ্যমে তৈরি করুন ফেসবুক মিমস, সাথে মিমস / হাস্যকর ইমেজ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন অনেকদিন পর আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম।

আজকের পোস্টের বিষয় হচ্ছে আমরা যারা ফেসবুকে পেজের এডমিন আছি বা যাদের ফেসবুকে   পোস্ট করতে হয় অর্থাৎ মিমস পোস্ট।

তারা অনেকে মিমস খুঁজে পান না অথবা যদি আপনাদের মাথায়? memes সম্বন্ধে কোন আইডিয়া আছে কিন্তু সেটা সামঞ্জস্যপূর্ণ ছবি খুঁজে পান না!

কিন্তু আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো এবং আপনার মাথায় meme সম্বন্ধে যে চিন্তায় আসুক না কেন সেটা সম্বন্ধে জাস্ট লিখে দিবেন এবং এক  ক্লিক  মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সকল প্রকার মিমস জেনারেট করে দেবে।

মিমস কি?

মিমস হচ্ছে একটি হাস্যরত ছবি যেটার মাধ্যমে কিছু টেক্সট আকারে কথা লেখা থাকে এবং সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি থাকে যেটা দেখে অনেকেই হাসাহাসি করে যেমন আমার সাধারণত ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখি।

প্রথমে আপনারা পোষ্টের নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে ওপেন করে নেবেন

এরপর এটা হচ্ছে ওয়েব সাইটে ইন্টারফেস এখন হচ্ছে আমি উপরে দিয়ে স্ক্রিনশটে লাল চিহ্ন দ্বারা দেখিয়েছি আপনারা এই অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

 

এখানে প্রথম এর অপশনটি লেখা আছে সাইন ইন গুগল আপনারা এটাতে ক্লিক করবেন তারপর আপনার সামনে আপনার ব্রাউজারে লগইন করা সবগুলো জিমেইল শো করবে এখান থেকে আপনি আপনার যে জিমেইল আইডি দিয়ে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই gmail আইডিতে ক্লিক করবেন তারপর আপনাকে ওয়েবসাইটের ভিতর নিয়ে যাওয়া হবে।

এরপর আপনারা ওয়েবসাইটের ভেতরে আসার পর নিচে স্ক্রল ডাউন করলে অনেক কিছু অপশন দেখতে পারবেন অর্থাৎ মিমস তৈরি করার জন্য! আমি যেহেতু টেক্সট থেকে দেখাবো সে যেন হচ্ছে আমি প্রথমটাতে ক্লিক করলাম বাকিটা আপনারা দেখে নেবেন।

 

 

ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে আপনারা এখানে বাংলা করে নেবেন।

 

 

তো আমি এখানে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজটা সেটা কেটে দিলাম এবং বাঙালি সিলেক্ট করে নিলাম।

 

 

বাংলা ভাষা সিলেক্ট করা হলো ওখানে একটি লেখার অপশন পাবেন সেখানে আপনি যে বিষয়ে লিখতে যাচ্ছেন বা যে বিষয়ে হাস্য রজ্জলের ছবি চাচ্ছেন সেটি লিখে দিবেন।

তো মনে করেন আমি নিচের কিছু স্ক্রিনশট এর মধ্যে একটি লেখা লিখলাম।

আমার মাথায় যেহেতু কিছু আসতেছে না এখন যে আমি কি মিমস তৈরি করব! তো আমি মনে করেন, এটা লিখলাম কেউ সিরিয়াসলি নেবেন না আমি জাস্ট মজা করার উদ্দেশ্যে লিখলাম।

এখন জেনারেটে ক্লিক করা দেখবেন যে আপনার সামনে অনেকগুলো মিমস তৈরি হয়ে গেছে আপনাদের কাছে হয়তো বা এখানকার টেক্সট গুলো যেগুলো থাকবে এগুলো হাস্যকর মনে হবে না।

আপনারা ওখানে হাস্যকর মনে না হলেও সমস্যা নাই  সেখানকার কিছু ইমেজ পাবেন যে ইমেজ গুলো আপনারা আপনাদের লেখায় এড করে সেখানে মিমস তৈরি করতে পারবেন।

 

জানিনা পোস্টটা কার কতটুকু উপকার হলো বা ভালো লাগলো কোথাও কিছু বুঝতে সমস্যা আমাকে জানাবেন আমি ঠিক করে দেব।

কিছু উল্টাপাল্টা কমেন্ট করে দের উদ্দেশ্যে উল্টাপাল্টা কমেন্ট করে, প্রতিটা কমেন্টে রিপিট করা হবে! So be কেয়ারফুল! 

Website Link: https://www.supermeme.ai/

Hacking  বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

আজকের পোস্টটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ!

The post Artificial Intelligence এর মাধ্যমে তৈরি করুন ফেসবুক মিমস, সাথে মিমস / হাস্যকর ইমেজ। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/WeAorsa
via IFTTT

ডাউনলোড করে নিন MS Office এর কয়েকটি ক্যাশ মেমো ডুকুমেন্টস

ডাউনলোড করে নিন MS Office এর কয়েকটি ক্যাশ মেমো ডুকুমেন্টস

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তা‘আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো MS Office এর কয়েকটি ক্যাশ মেমো ডুকুমেন্টস নিয়ে ।

পূর্বে আমি আপনাদের মাঝে অনেক গুলো MS Office -এর ডুকুমেন্টস আলোচনা করেছি আমার আগের পোস্ট দেখার জন্য এই লিংকে ক্লিক করুন documents 1documents 2documents 3documents 4documents 5– & – documents 6

আজকের ক্যাশ মেমো গুলো  আমি নিজে বানিয়েছি এবং দুই একটি ইংরেজি ক্যাশমেমো আমি  ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। আমার লেখা ক্যাশমেমো গুলো যদি আপনাদের পিসিতে ফন্ট সার্পোট না করে তাহলে নিচের ফন্টটি আপনাদের পিসিতে ইন্স্টল করে নিবেন Nirmala UI Font

চলুন তাহলে আমার বানানো কয়েকটি ক্যাশমেমো দেখে নেওয়া যাক:

ক্যাশমেমো গুলো ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন Download For Google Drive

পাসওয়ার্ড:4374

এই ফাইল গুলো আমি Winrar সফটওয়্যার দিয়ে rar ফাইল বানিয়েছি তাই আপনাদের পিসিতে অব্যশই উইনর‌্যার সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে । যদি সফটওয়্যারটি ইন্সটল করা না থাকে তাহলে এই লিংক হতে ডাউনলোড করে নিন Download For Official Winrar

আর এই ডুকুমেন্টস গুলো শুধুমাত্র পিসিতে / ল্যাপটপে সার্পোট করবে ।

তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে FacebookInstagram& Telegram

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post ডাউনলোড করে নিন MS Office এর কয়েকটি ক্যাশ মেমো ডুকুমেন্টস appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/cD1zlLU
via IFTTT

যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!!

যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!!

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসি সবাইকে স্বাগতম,,আমার নতুন পোস্টে। যদি পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে নিজ গুনে ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট।

বলা হয়ে থাকে মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী বলা এটি ছাড়া আমাদের চলায় মুশকিল, কিন্তু আমরা অনেকেই আছি স্মার্টফোনের অনেক কিছু আমরা এড়িয়ে যাই যার ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

আমাদের প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে উঠেছে এ স্মার্টফোন। এ স্মার্টফোন সারাদিন আমাদের নানা কাজ চলে। অনেক সময় লম্বা সময় চার্জে দিয়ে রাখা ,অন্য কেবল দিয়ে চার্জ করা, এছাড়াও আরো বিভিন্ন রকম ভুল ত্রুটি আমরা করে থাকি আমাদের স্মার্টফোনগুলোর সাথে।

ফোনের সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া:

আমরা সাধারণত মোবাইল ফোন কিনার পর থেকেই আমাদের মোবাইল ফোনে বিভিন্ন রকম সফটওয়্যার আপডেট আসে যেমন android ভার্সন যদি ১১ থাকে তাহলে সেটিকে এন্ড্রয়েড ভার্সন ১২ করে নিতে হয়। কিন্তু আমরা অলসতার কারণে অনেকেই এটি করি না,, যার ফলে মোবাইল ফোন স্মার্ট ভাবে চলতে পারে না এবং অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। কারণ প্রতিবার সফটওয়্যার আপডেটের ফলে ভাইরাস সিস্টেম কে রুখে দেয়ার ক্ষমতা বৃদ্ধি পায় মোবাইল ফোনের। সুতরাং কখনোই নিজের অলসতার কারণে সফটওয়্যার আপডেট কে ফেলে রাখা যাবে না।

অ্যাপকে ফোনের সব পারমিশন দেয়া:

অনেক সময় আমরা মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে থাকি অথবা বিভিন্ন জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করে থাকি,, অনেক ক্ষেত্রে মোবাইল ফোন গ্যালারি নিজের পার্সোনাল তথ্য সবকিছুর জন্য এক্সেস দিয়ে দেওয়া হয় কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে। মনে রাখতে হবে এগুলোর জন্য নিজের পার্সোনাল ডাটা অন্য জায়গার পেয়ে যেতে পারে সুতরাং এই বিষয়টি সাবধান থাকতে হবে।

অন্য চার্জার/কেবল ব্যবহার

অনেক সময় দেখা যায় আমাদের নিজস্ব চার্জার ছাড়াও অন্যান্য ফোনের কেবল এর চার্জার দিয়ে আমরা আমাদের মোবাইল ফোন গুলো চার্জ করে থাকি।অন্য চার্জারে নিজের স্মার্টফোন চার্জ দিলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজস্ব চার্জার ব্যতীত অন্যের চার্জার দিয়ে ব্যবহার করলে চার্জিং থেকে অনেক সময় বেশি মেগাওয়াট ফোনে চলে যায় যার ফলে ব্যাটারির সমস্যার সৃষ্টি হয় সুতরাং এই জিনিসটি থেকে বিরত থাকতে হবে।

সারারাত চার্জিং:

আমাদের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ এর একটি প্রবণতা রয়েছে যে ফোন চার্জে দিয়ে সারারাত ঘুমানো,, যার ফলে মোবাইল ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও মোবাইল ফোনের চার্জার মোবাইলের সাথে থেকে যায়,, যার ফলে মোবাইলের ব্যাটারির উপর চাপ পড়ে এবং মোবাইল ফোন গরম হয়ে যায় অনেক ক্ষেত্রে (তবে সব ক্ষেত্রে না) যার ফলে মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই জিনিসটিকে সবসময় এড়িয়ে চলবেন।

ব্যাকআপ এড়িয়ে যাওয়া:

অনেক ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল ফোনের বিভিন্ন রকম ছবি ভিডিও ইত্যাদি রেখে দেই,, যেগুলো আজীবন আমাদের ফোনে সেভ থাকে না অনেক ক্ষেত্রে মোবাইল ফোন আপডেট দেওয়া অথবা মোবাইল ফোন এর ডাটা ক্লিয়ার করে ফেললে সব কিছু হারিয়ে যায়। মোবাইল ফোনের ফাইল ব্যাকআপ দেয়ার মত সিস্টেম রয়েছে সুতরাং এটিকে আপনারা কখনো এড়িয়ে যাবেন না আপনাদের বিভিন্ন পার্সোনাল তথ্যগুলো ব্যাকআপ করে রেখে দিবেন সব সময়।

সুতরাং নিজের স্মার্টফোন থাকলে সব সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনার স্মার্টফোনের আয়ু অনেকদিন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরকম আরো বিভিন্ন রকম পোস্ট পেতে ট্রিক বিডি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

The post যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QdXcFPt
via IFTTT

যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!!

যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!!

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসি সবাইকে স্বাগতম,,আমার নতুন পোস্টে। যদি পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে নিজ গুনে ক্ষমা করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট।

বলা হয়ে থাকে মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী বলা এটি ছাড়া আমাদের চলায় মুশকিল, কিন্তু আমরা অনেকেই আছি স্মার্টফোনের অনেক কিছু আমরা এড়িয়ে যাই যার ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

আমাদের প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে উঠেছে এ স্মার্টফোন। এ স্মার্টফোন সারাদিন আমাদের নানা কাজ চলে। অনেক সময় লম্বা সময় চার্জে দিয়ে রাখা ,অন্য কেবল দিয়ে চার্জ করা, এছাড়াও আরো বিভিন্ন রকম ভুল ত্রুটি আমরা করে থাকি আমাদের স্মার্টফোনগুলোর সাথে।

ফোনের সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া:

আমরা সাধারণত মোবাইল ফোন কিনার পর থেকেই আমাদের মোবাইল ফোনে বিভিন্ন রকম সফটওয়্যার আপডেট আসে যেমন android ভার্সন যদি ১১ থাকে তাহলে সেটিকে এন্ড্রয়েড ভার্সন ১২ করে নিতে হয়। কিন্তু আমরা অলসতার কারণে অনেকেই এটি করি না,, যার ফলে মোবাইল ফোন স্মার্ট ভাবে চলতে পারে না এবং অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। কারণ প্রতিবার সফটওয়্যার আপডেটের ফলে ভাইরাস সিস্টেম কে রুখে দেয়ার ক্ষমতা বৃদ্ধি পায় মোবাইল ফোনের। সুতরাং কখনোই নিজের অলসতার কারণে সফটওয়্যার আপডেট কে ফেলে রাখা যাবে না।

অ্যাপকে ফোনের সব পারমিশন দেয়া:

অনেক সময় আমরা মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করে থাকি অথবা বিভিন্ন জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করে থাকি,, অনেক ক্ষেত্রে মোবাইল ফোন গ্যালারি নিজের পার্সোনাল তথ্য সবকিছুর জন্য এক্সেস দিয়ে দেওয়া হয় কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে। মনে রাখতে হবে এগুলোর জন্য নিজের পার্সোনাল ডাটা অন্য জায়গার পেয়ে যেতে পারে সুতরাং এই বিষয়টি সাবধান থাকতে হবে।

অন্য চার্জার/কেবল ব্যবহার

অনেক সময় দেখা যায় আমাদের নিজস্ব চার্জার ছাড়াও অন্যান্য ফোনের কেবল এর চার্জার দিয়ে আমরা আমাদের মোবাইল ফোন গুলো চার্জ করে থাকি।অন্য চার্জারে নিজের স্মার্টফোন চার্জ দিলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজস্ব চার্জার ব্যতীত অন্যের চার্জার দিয়ে ব্যবহার করলে চার্জিং থেকে অনেক সময় বেশি মেগাওয়াট ফোনে চলে যায় যার ফলে ব্যাটারির সমস্যার সৃষ্টি হয় সুতরাং এই জিনিসটি থেকে বিরত থাকতে হবে।

সারারাত চার্জিং:

আমাদের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ এর একটি প্রবণতা রয়েছে যে ফোন চার্জে দিয়ে সারারাত ঘুমানো,, যার ফলে মোবাইল ফোন ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও মোবাইল ফোনের চার্জার মোবাইলের সাথে থেকে যায়,, যার ফলে মোবাইলের ব্যাটারির উপর চাপ পড়ে এবং মোবাইল ফোন গরম হয়ে যায় অনেক ক্ষেত্রে (তবে সব ক্ষেত্রে না) যার ফলে মোবাইল ফোন ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই জিনিসটিকে সবসময় এড়িয়ে চলবেন।

ব্যাকআপ এড়িয়ে যাওয়া:

অনেক ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল ফোনের বিভিন্ন রকম ছবি ভিডিও ইত্যাদি রেখে দেই,, যেগুলো আজীবন আমাদের ফোনে সেভ থাকে না অনেক ক্ষেত্রে মোবাইল ফোন আপডেট দেওয়া অথবা মোবাইল ফোন এর ডাটা ক্লিয়ার করে ফেললে সব কিছু হারিয়ে যায়। মোবাইল ফোনের ফাইল ব্যাকআপ দেয়ার মত সিস্টেম রয়েছে সুতরাং এটিকে আপনারা কখনো এড়িয়ে যাবেন না আপনাদের বিভিন্ন পার্সোনাল তথ্যগুলো ব্যাকআপ করে রেখে দিবেন সব সময়।

সুতরাং নিজের স্মার্টফোন থাকলে সব সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনার স্মার্টফোনের আয়ু অনেকদিন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরকম আরো বিভিন্ন রকম পোস্ট পেতে ট্রিক বিডি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

The post যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে যে সব ভুলগুলো করবেন না জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QdXcFPt
via IFTTT

Redmi K50i – বাংলা রিভিউ

Redmi K50i – বাংলা রিভিউ

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা Redmi এর K সিরিজের একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো Redmi K50i।  আমরা Redmi K50i এর স্পেসিফিকেশন দেখে আসি – 

  • প্রসেসর – MediaTek Dimensity 8100 (5 nm)
  • ডিসপ্লে – FFS IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • র‌্যাম – ৬/৮ জিবি
  • রম- ১২৮/২৫৬ জিবি
  • প্রাইমারী ক্যামেরা – ৬৪+৮+২ মেগাপিক্সেল
  • সেকেন্ডারি ক্যামেরা – ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারি – ৫০৮০ এম্পিয়ার (৬৭ ওয়াট চার্জিং )

ডিসপ্লে-

এই মোবাইলটিতে রয়েছে ৬.৬  ইঞ্চি সাইজের FFS IPS LCD ডিসপ্লে। যার মধ্যে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে আছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট । ৬৫০ নিটস HBM ব্রাইটনেস থাকার কারনে সরাসরি সূর্যের আলোর নিচে চালাতেও কোন সমস্যা হয় না। প্রোটেকশন হিসেবে রয়েছে করনিং গরিলা গ্লাস ৫ 

ক্যামেরা-

এই মোবাইলের পিছনে ৩টি ক্যামেরা রয়েছে । ৬৪ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল এর আলট্রাওাইড ও ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা । মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কোন কিছু খুব সহজেই ফোকাস করে এবং খুব সুন্দর কালার দিয়ে থাকে। পোট্রেইট মোড দিয়েও খুব ভালো ছবি দিতে পারে । মাঝে মাঝে অতিরিক্ত লাল কালার দিয়ে থাকে । 

মোবাইল টিতে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে । সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি দিতে পারে । তবে ফেস অনেক সাদা করে দেয় । আবার মাজে মাজে কিছুটা অতিরিক্ত কালার দিয়ে থাকে । 

ব্যাটারি-

মোবাইলটিতে ৫০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে । সাথে ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে । ৩৫ মিনিটের মধ্যে মোবাইলটি সম্পূর্ণ চার্জ হয়ে যায় । বেসিক ইউজ করলে ১ দিন এর বেশি ব্যাকআপ পাওয়া যায় । আর রাফ ইউজে ৫ ঘণ্টা স্ক্রীন অন টাইম পাওয়া যায় । 

পারফরম্যান্স-

মোবাইল টিতে MediaTek Dimensity 8100 (5 nm) প্রসেসর হিসেবে রয়েছে ।  আর জিপিইউ হিসাবে রয়েছে Mali-G610 । Pubg গেমস খুব ভালোভাবেই খেলা যায় । অতিরিক্ত সময় খেলার পর মোবাইলটি যখন হালকা গরম  হয় শুধু তখনই একটু লেগ  করে । এছাড়া COD এর মতো গেম গুলো কোন প্রকার লেগ ছাড়াই খেলা যায় । Freefire গেম টিও কোন সমস্যা ছাড়াই অতিরিক্ত সময় খেলা যায় । 

 

এই মোবাইল টি ২০২২ সালে লঞ্চ করা হয় । ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম এর ভেরিয়েন্ট টি ৩০ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । সত্যি বলতে এখন এই মোবাইল এর দাম এই স্পেসিফিকেশন হিসেবে বেশিই হয়ে যায় অনেকটা ।ফিঙ্গারপ্রিন্ট এ একটু সমস্যা রয়েছে। মাঝে মাঝে আনলক করতে একটু দেরি হয় ।  আর ওএস থাকলে আরও ভালো ভাবে ভিডিও করা যেতো ।  মোবাইলটির ডিসপ্লে খুব ভালো । গেম খেলে ও মুভি দেখে ভালো অভিজ্ঞতা হয় ।   আশা করি আপনারা মোবাইলটি সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে গিয়েছেন । যদি অন্য কোন ফোনের রিভিউ দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করতে পারেন । 

The post Redmi K50i – বাংলা রিভিউ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Fm4tZqB
via IFTTT

OnePlus Nord CE 3 lite রিভিউ

OnePlus Nord CE 3 lite রিভিউ

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম । আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা oneplus এর একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো oneplus nord CE 3 lite।

Oneplus এর মোবাইল গুলো ভালো ছবি তোলা ও ক্যামেরার জন্য ব্যাপক জনপ্রিয়। চলুন এখন আমরা oneplus nord CE 3 lite  এর স্পেসিফিকেশন দেখে আসি।

ডিসপ্লে:

ফোনটিতে পেয়ে যাবেন ৬.৭২ ইঞ্চি  মাপের  আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। ppi ডেন্সিটি ৩৯৩। ফোনের ব্যাক সাইডটি প্লাস্টিকের তৈরি কিন্তু দেখে মনে হবে গ্লাসের। ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। ব্রাইটনেস অনেক ভালো। টাচ রেসপন্স ও যথেষ্ট ভালো।

পারফরম্যান্স:

এর পাওয়ার এর জন্য দেওয়া হয়েছে স্ন্যাপ ড্রগনের ৬৯৫ ৫জি চিপসেট  (৬ nm)। এই ফোনের আউট ওফ দা বক্র রয়েছে অ্যানড্রয়েড ১৩ OxygenOS 13.1। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রন্ট সেন্সর। স্টোরেজ টাইপ UFS2.2। এটির একটি ভেরিয়েন্টই পাওয়া যায়। ৮ জিবি ROM ১২৮ জিবি RAM ভেরিয়েন্ট। সাথে রয়েছে ডেডিকেটেড সিমকার্ড স্লট। দুটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে।

ক্যামেরা:

ক্যামেরা হিসেবে এই ফোনে তিনটি শ্যুটার থাকছে। মেইন শ্যুটারটি ১০৮ মেগাপিক্সেলের। এর সাথে ২  মেগাপিক্সেলের দুটি শ্যুটার রয়েছে। একটি depth অন্যটি microscope। ফ্রন্ট ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেলের শ্যুটার। মেইন ক্যামেরায় সর্বোচ্চ ১০০০ atp তে ভিডিও রেকর্ড করা যায়।

ব্যাটারি:

এর ব্যাটারি ছিল ৫০০০ mAh এর। সাথে থাকছে ৬৭ w এর একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো।

কালার:

কালো ও অলিভ এই দুই কালারে পাওয়া যাচ্ছে ফোনটি।

ফোনটির ক্রুটির দিকগুলো:

ফোনটির ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেল না দিয়ে প্রাইজ হিসেবে সুপার এমুলেটেড ডিসপ্লে দিতে পারতো। ক্যামেরা সেকশন এর ব্যাক এ ২ মেগাপিক্সেলের depth ও মাইক্রস্কোপ না দিয়ে একটি আলট্রা ওয়াইড শ্যুটার দিতে পারতো। ফোনটির প্রাইজ হিসেবে এই ক্রুটি গুলো মেনে নেওয়া একটু দুঃখজনক। তবে বাকি দিক দিয়ে ফোনটি অনেক ভালো।

প্রাইজ:

মার্কেটে এই ফোনটির একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৪, ১২৮ জিবি। প্রাইজ থাকছে ৪৭,০০০ টাকা। তবে কিছুদিন পরে দাম আরও কিছুটা কমবে। oneplus এর শোরুম থেকে বা অনলাইনে স্মার্টফোন এর পেজ থেকে আপনারা সহজেই ফোনটি কিনতে পারবেন। এই স্মার্টফোন এই বাজেটে মোটামুুটি সুন্দর কনফিগার দিয়েছে। এখন আপনি কিনবেন নাকি কিনবেন না এটি আপনি দেখে ডিসিশন নিবেন।

আজকে এপর্যন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। নতুন নতুন ফোনের আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

The post OnePlus Nord CE 3 lite রিভিউ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/xScKAiN
via IFTTT

নিজের ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলবেন যেভাবে সবার কাছে জেনে নিন!!

নিজের ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলবেন যেভাবে সবার কাছে জেনে নিন!!

আসসালামুয়ালাইকুম প্রিয় trickbd এর সকল সদস্যগণ সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট, অনকে ক্ষেত্রেই লিখার ক্ষেত্রে না চাইতেও কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যায়,অনুগ্রহ পূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।

আমাদের সবার জীবনেই অনেক গুরুত্তপূর্ণ দিক হলো নিজের ব্যাক্তিত্ব, কারণ মানুষ এর গুন ব্যাবহার সমস্ত কিছু প্রকাশ পায় তার আচার ব্যবহার সব কিছুর মাধ্যমে। কিন্তু অনেক ক্ষেত্রে চেষ্টা করেও সঠিক ব্যাক্তিত্ব অর্জন সম্ভব হয়ে ওঠে না।

আজকে কিছু বাস্তবিক টিপস দিবো যার মাধ্যমে বাইরের সবার কাছে আপনার আত্নসম্মান এর দিক গুলো ফুটে উঠে, এবং সব ক্ষেত্রে মর্যাদা শ্রদ্ধা ইত্যাদি দিক গুলো কে পাওয়া যায়।এবং প্রভাবিত হয় যায় সবার কাছে।

সবার সাথে প্রথমত হাসি মুখে কথা বলতে হবে, সে যায় হোক না কেনো সবার সাথে যদি হাসি মুখে কথা বলা যায়, তাহলে সবার কাছে নিজেকে মেলে ধরতে সুবিধা হয়। সবাই চাই হাসি খুশি মুখে সবার সাথে কথা বলা হোক, কেউ গোমড়া মুখে কথা বলা সহ অবহেলা জাতীয় দিক গুলো পছন্দ করে না।

দ্বিতীয়ত আপনার মধ্যে মানুষ এর কথা শোনার প্রবণতা কে বাড়াতে হবে, একজন ভালো শ্রোতা হতে হবে, কারণ যদি আপনি একজন এর কথা এর গুরুত্ত প্রদান করেন, অন্য ক্ষেত্রে ওপর প্রান্তে এর ব্যাক্তি ও আপনার কথা এর সাথে একমত হতে সহজেই পারে,এবং আপনাকেও গুরুত্ত দেই সব ক্ষেত্রে।

তৃতীয়ত মিথ্যা কথা কে পরিহার করতে হবে, কারণ একটা মিথ্যা বললে সেটা কে ঢাকতে হাজার টা মিথ্যে বলতে হয়। আর মিথ্যা কথা বলা মানুষ সমাজ এবং ব্যাক্তি পর্যায়ে কোথাও সে নিজের মর্যাদা পায় না, সব ক্ষেত্রেই লাঞ্ছনা এর শিকার হয় মিথ্যা বলা লোকজন।

যদি কখনো কোনো ক্ষেত্রে ভুল বা কোনো ক্ষেত্রে যদি আপনার গাফিলতি থেকে থাকে তাহলে সেটি কে শিকার করে নিবেন, কখনোই সেটা কে ঢাকার চেষ্টা করবেন না, যার ফলে ওপর পাশের ব্যাক্তি টি আপনার ব্যাবহার দেখে আপনার মধ্যে খুত জিনিস টা বের করতে না পারে।

যদি কখনো কোনো কিছু তে ভাষণ দেন বা সংলাপ বলতে থাকেন সব সময় গুছিয়ে কথা বলার চেষ্টা করুন, অগোছালো করে কোনো কথা বলতে যাবেন না, নয়তো সবার কাছে সম্মান না পেয়ে হয়ে যেতে পারেন হাসির পাত্র, সুতরাং এই দিকে একটু সতর্ক হতে হবে।

কোনো বিষয় কে নিয়ে কখনোই তর্ক বিতর্ক থেকে বিরত থাকার চেষ্টা করবেন । কারণ এর ফলে বাইরের মানুষ এর চোখে আপনার সম্পর্কে খারাপ ধারণা লাগতে পারে, সুতরাং সব সময় ঠান্ডা মস্তিষ্কে ভেবে সব কিছুর সমাধান করতে হবে।

যদি কখনো কাউকে কোনো কথা দেন ওয়াদা করেছেন বা আমানত রাখেন কিছু তাহলে আমানত এর খিয়ানত করবেন না, এর ফলে মানুষ এর চোখে ও হয়ে যেতে পারেন খারাপ প্রকৃতি এর লোক এবং মহান সৃষ্টি কর্তা এর কাছেও হয়ে যেতে পারেন দোষী, তাই সব সময় কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, যেটা কখনো পারবেন না সেটা কখনোই কাউকে বলবেন না।

সব সময় নিজের ব্যাবহার এর মধ্যে নম্রতা এবং ভদ্রতা জিনিসটা কে বজায় রাখুন, কখনোই কারো সাথে উচু গলা তে কথা বলবেন না, সব সময় নিজের মধ্যে সততা জিনিস টা কে বজায় রাখবেন,

এইসব বিষয় গুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি বাইরের দুনিয়া সহ সব ক্ষেত্রেই নিজের ব্যাক্তিত্ব সম্মান বোধ সব কিছু কে নিজের আয়ত্বে আনতে পারবেন, সব ক্ষেত্রেই নিজেকে সবার কাছে এগিয়ে রাখতে পারবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকি অনুগ্রহূর্বক ক্ষমা এর দৃষ্টি তে দেখবেন, এবং আরো সব তথ্য এর জন্য trickbd এর সাথেই থাকুন।

The post নিজের ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলবেন যেভাবে সবার কাছে জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/VLljMKz
via IFTTT

এখন থেকে পিসির সকল ড্রাইভার আপডেট রাখুন Driver Booster সফটওয়্যার এর মাধ্যেমে আর সাথে থাকছে ১বছরের একটিভ লাইসেন্স কি

এখন থেকে পিসির সকল ড্রাইভার আপডেট রাখুন Driver Booster সফটওয়্যার এর মাধ্যেমে আর সাথে থাকছে ১বছরের একটিভ লাইসেন্স কি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন।

আজকে আলোচনা করবো IObit Driver Booster পিসির সফটওয়্যারটি নিয়ে এবং সেই সাথে থাকছে ১বছরের জন্য একটিব লাইসেন্স কি ।

Driver Booster সফটওয়্যারটি পিসির সকল প্রকার ড্রাইবার আপডেট রাখার জন্য সেরা একটি সফটওয়্যার । আমরা যারা পিসি ব্যাবহার করে থাকি অনেকেই পিসিতে/ল্যাপটপে নতুন উইন্ডোজ দেওয়ার পর দেখা যায় পিসিতে শব্দ আসেনা / ডিসপ্লে প্রবলেম / ইউএসবি সাপোর্ট করে না আরো নানা রকম সমস্যা দেখা যায় ।এই রকম সাধারন সমস্যার জন্য আমাদের প্রয়োজন হয় পিসিতে ড্রাইভার আপডেট করার সফটওয়্যার। তাই আমি আজকে আপনাদের মাঝে এই সফটওয়্যারটি উল্লেখ করছি।

তাহলে চলুন শুরু করা যাক

প্রথমে এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন Download For Official WebsiteDownload From Uptodown Website

এইখানে Free Download থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন

এরপর সফটওয়্যারটি ইনস্টলে ক্লিক করুন

তারপর নিচে দেখুন ছোট করে লেখাগুলো আনমার্ক করে Install এ ক্লিক করুন

এরপর No,Thanks এ ক্লিক করে Next এ ক্লিক করুন

তারপর আবার No,Thanks এ ক্লিক করুন

ব্যাস আমাদের ইনস্টল করা শেষ।এখন আমরা এই সফটওয়্যারটি ১ বছরের জন্য একটিভ করে নিবো

সফটওয়্যারটি অপেন করার পর নিচে ছোট করে লেখা দেখতে পারবেন Ative Licence /Enter Licence ঐখানে ক্লিক করার পর আমার দেওয়া লাইসেন্স কোড গুলো কপি করে পেস্ট করে দিন।

অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন চালু রাখবেন।

Key 1: 07CB7-C38C6-5B122-05440

Key 2 : 4A833-0FF38-A2F7E-42840 

Key 3: 344F3-D086F-EF7AD-8FA40

Key 4: 4A833-0FF38-A2F7E-42840

Key 5: 7A4A7-27FA2-BBDDB-CBE40

দেখুন আমার লাসেন্সটি একটিভ হয়ে গেছে ।

Iobit Driver booster নিয়ে ট্রিকবিডিতে অনেক পোস্ট রয়েছে কিন্তু ঐ পোস্টগুলোর বেশির ভাগ লাইসেন্স কি গুলো মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ পর্যায়ে চলে এসেছে। তাই আপনাদের সুবিধার জন্য আমি আবার নতুন করে পোস্ট করলাম।

তাহলে আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে FacebookInstagram& Telegram

পোস্টের কোন অংশে ভূলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন

সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post এখন থেকে পিসির সকল ড্রাইভার আপডেট রাখুন Driver Booster সফটওয়্যার এর মাধ্যেমে আর সাথে থাকছে ১বছরের একটিভ লাইসেন্স কি appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3KpCYOD
via IFTTT

দেখে নিন কোন ডিভাইস গুলো অফিসিয়াল MIUI 15 এর আপডেট পাবে না

দেখে নিন কোন ডিভাইস গুলো অফিসিয়াল MIUI 15 এর আপডেট পাবে না

আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

 

Xiaomi কিছু ডিভাইসের জন্য তাদের  সফ্টওয়্যার আপডেট শেষ করেছে যা আমরা এই পোস্টে বিস্তারিত আলোচনা করব, তাই এই Xiaomi ফোনগুলি ভবিষ্যতে কোনও অফিসিয়াল MIUI 15 আপডেট পাবে না।

আমরা ইতিমধ্যেই জানি যে Xiaomi প্রতি বছর কিছু ডিভাইসের জন্য সফ্টওয়্যার আপডেট শেষ করে এবং যে ডিভাইসগুলি এই বছর কোনও MIUI 15 আপডেট পাবে না তাদের তালিকা এখন প্রকাশ পেয়েছে । Xiaomi এই ডিভাইসগুলির জন্য সফ্টওয়্যার আপডেট এর প্রতিশ্রুতি পূরণ করেছে। এখানে নীচে দেওয়া সেই সমস্ত ডিভাইসের তালিকা রয়েছে এবং এই সপ্তাহে চীনে এই ডিভাইসগুলির জন্য সর্বশেষ MIUI 14 সাপ্তাহিক চায়না বিটা 23.4.17 প্রকাশিত হয়েছে এবং এখন এই বছরের শেষের দিকে এই ডিভাইসগুলির জন্য শুধুমাত্র 2-3 টি MIUI 14 স্টেবল আপডেট আসবে যার মধ্যে থাকবে শুধু সিকিউরিটি প্যাচ আপডেট ।

Redmi K40 / POCO F3 / Mi 11X: 


Xiaomi এই ডিভাইসটি 2021 সালে MIUI 12 Android 11 সংস্করণের সাথে লঞ্চ করেছিল এবং তারা 2টি প্রধান অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ এর প্রতিশ্রুতি দিয়েছে তাই অবশেষে এই ডিভাইসটি এখন Xiaomi থেকে EOL এবং ভবিষ্যতে MIUI 15 এর মতো কোনো বড় MIUI আপডেট পাবে না। Mi 11X এর শেষ ভার্শন MIUI 14 যা Android 13  এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

Redmi K40 Pro / Mi 11i:


এটি Redmi K40 ডিভাইসের PRO ভেরিয়েন্ট এবং এই ডিভাইসটি ভারতে Redmi K40 সিরিজের সাথে লঞ্চ করা হয়েছে এবং এই ডিভাইসটি Mi 11X Pro India নামেও পরিচিত। আবার এই ডিভাইসটি ইতিমধ্যেই ভারত সহ প্রতিটি অঞ্চলে সর্বশেষ MIUI 14 Android 13 স্টেবল আপডেট পেয়েছে তাই এই ডিভাইসের জন্য Xiaomi থেকে অন্য কোনও আপডেট আশা করবেন না।

Mi 10S & Mi 11 lite 5G:


Xiaomi Mi 10S এবং Mi 11 Lite 5G ডিভাইসের জন্য সফ্টওয়্যার আপডেট শেষ করেছে কারণ সেগুলি 2021 সালে চালু হয়েছিল এবং Xiaomi ভবিষ্যতে এই ডিভাইসগুলির জন্য আর কোনও আপডেট দেবে না।

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

The post দেখে নিন কোন ডিভাইস গুলো অফিসিয়াল MIUI 15 এর আপডেট পাবে না appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/i8PJL5y
via IFTTT

অপারেটিং সিস্টেম কি? কিভাবে কাজ করে? জনপ্রিয় কয়েকটি অপারেটিং সম্পর্কে জানুন ।

অপারেটিং সিস্টেম কি? কিভাবে কাজ করে? জনপ্রিয় কয়েকটি অপারেটিং সম্পর্কে জানুন ।

আসসালামুআলাইকুম

হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন । আর ভালো না থাকলে তো , ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই ।
তো যাই হোক, আপনাদের মাঝে একটি পোষ্ট নিয়ে হাজির হলাম । পোষ্টটা কি হতে পারে তা আপনারা অনুমান করে ফেলেছেন টাইটেল দেখেই । হ্যঁ, বন্ধুরা আজকের এই পোষ্টে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করবো ।
প্রথমে আমরা জানবো অপারেটিং সিস্টেম কি? এবং কিভাবে কাজ করে?

উইকিপিডিয়ার মতে, অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার যা কমপিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স সমূহকে ম্যানেজ করে । অর্থাত ,অপারেটিং সিস্টেম কমপিউটার হার্ডওয়্যার এর সাথে কাজ করে । এবং কমপিউটারের যাবতীয় প্রোগ্রাম সমূহকে নিয়ন্তন করে । কমপিউটারের জন্যো বিভিন্ন ধরনের কমপিউটার ভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে ।যেমন, উয়িন্ডোজ, আই ও এস, ম্যাক, লিনাক্স, আ্যাপল ইত্যাদি । কমপিউটার প্রযুক্তিতে সবচেয় বহুল ব্যাবহিত অপারেটিং সিস্টেম হলো উয়িন্ডোজ । নিচে আমরা উয়িন্ডোজ নিয়ে আলোচনা করবো । স্মার্টফোনের জন্য রয়ছে ফেন ভিত্তিক অপারেটিং সিস্টেম । যেমন, আ্যানড্রয়েড ফোনের জন্য অপারেটিং সিস্টেম হলো আ্যানড্রয়েড । আ্যাপল এর জন্যো আই ও এস ।এছাড়া সিম্বিয়ান ফোনের জন্য অপারেটিং সিস্টেম ছিল সিম্বিয়ান ।যা বর্তমান প্রযুক্তিতে একদমি বিরল ।কেনোনা নকিয়া 2011 সালে অফিসিয়ালি সিম্বিয়ান ফোন উতপাদন বন্ধ করে দেয় । তবে 2010 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল সিম্বিয়ান ।
অপারেটিং সিস্টেমের কছু গুরুত্বপূর্ণ কাজ হলো ফাইল ম্যানেজম্যান্ট,মেমোরি ম্যানেজম্যান্ট,প্রসেসর ম্যানেজম্যান্ট, ডিভাইস ম্যানেজম্যান্ট, নেটওয়ার্ক ম্যানেজম্যান্ট, সিকিউরিটি, কন্ট্রোল সিস্টেম ইত্যাদি ।
চলুন জেনে নেই বিশ্বের জনপ্রিয় কয়েকটি অপারেটিং সিস্টেম সম্পর্কে ।

উয়িন্ডোজ অপারেটিং সিস্টেম

উয়িন্ডোজ একটি গ্রাফিকেল অপারেটিং সিস্টেম ।যা মাইক্রোসফ্ট কর্পরেশন ডেভলপ করে থাকে । আমরা সকলেই কমবেশি উয়িন্ডোজ এর সাথে পরিচিত । এটি বিশ্বব্যাপী বহুল ব্যাবহারকৃত অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে অন্যতম একটি । সমগ্র বিশ্বেই এটি খুবি জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম ।
এটি ব্যাবহারকারীদের বিভিন্ন সেবা প্রদান করে থাকে । যেমন ফাইল সংরক্ষণ করা,গেমস খেলা, ভিডিও দেখা, ইন্টারন্ট সংযুক্ত করা ,সফটওয়্যার রান করা ইত্যাদি ।
মাইক্রোসফ্ট উয়িন্ডোজ সর্বপ্রথম ঘোষণা করা হয় 10 নভেম্বর 1983 সালে । উয়িন্ডোজ 1.0 রিলিজ করা হয় 20 নভেম্বর 1985 সালে ।
বর্তমানে উয়িন্ডোজ এর সর্বশেষ ভার্সন হলো “মাইক্রোসফ্ট উয়িন্ডোজ 11″।
মাইক্রোসফ্ট উয়িন্ডোজ রিলিজ হওয়ার পূর্বে মাইক্রোসফ্ট এর ইউজার রা সিঙ্গেল লাইন কমান্ড টাস্ক অপারেটিং সিস্টেম এম এস-ডস ব্যাবহার করতো । মাইক্রোসফ্ট উয়িন্ডোজ সি, সি++ এবং আ্যাসেম্বেলি ল্যাংগুয়েজ দ্বারা ডেভলপ করা হয়েছে ।

লিনাক্স অপারেটিং সিস্টেম

লিনাক্ষ হলো একটি ইউনিক্স অপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নাল ভিত্তিক । কর্নাল অপারেটিং সিস্টেমটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 17 সেপ্টেম্বর 1991 সালে লিনাস টরভালডস এর মাধ্যমে ।সাধারণত লিনাক্স ডেভলপ করা হয়েছিল পারসনাল কমপিউটার এর জন্য যা ইনটেল x86 আর্কিটেকচার ভিত্তিক ছিল ।লিনাক্স বানিজ্যিক ভাবে অথবা বানিজ্যিক ছাড়া উভয় ক্ষেত্রেই ব্যাবহার করা যাবে ।লিনাক্স একটি অপেন সোর্স অপারেটিং সিস্টেম । নভেম্বর 2022 এর হিসাব অনুযায়ি লিনাক্স ডেস্কটপ কমপিউটারে ব্যাবহার করা হয় 2.6% ।অনেক ইমবেডেড সিস্টেম ও লিনাক্সে ইক্সকিউট হয় । লিনাক্স অপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার এর একটি অসাধারণ উদাহারণ । GPL (General Public License) এর শর্ত মেনে যে কেঊ চাইলেই এর সোর্স কোড ব্যাবহার করতে পারে । লিনাক্স কার্নাল GPLv2 এর লাইসেন্সের আওতায় । লিনাক্স অপারেটিং সিস্টেম এর প্রত্যেক ভার্সন এই হার্ডওয়ার রিসোর্স, আ্যাপ্লিকেশন লঞ্চ এবং নিয়ন্তন করা ইত্যাদি ম্যানেজ করে ।এবং কিছু ইউজার ইন্টারফেস প্রদান করে ।

ম্যাক ওএস অপারেটিং সিস্টেম

কমপিউটার ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে ম্যাক উএস একটি । এটিউ বেশ জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম । জনপ্রিয়তার দিক দিয়ে ম্যাক উএস এর অবস্থান মাইক্রোসফ্ট উয়িন্ডোজ এর পরেই । এটি একটি গ্রাফিকেল অপারেটিং সিস্টেম । যা আ্যাপল আই এন সি দ্বারা ডেভলপ এবং বাজারজাত করা হয়ে আসছে । ম্যাক উএস 1984 সালে পরিচিতি লাভ করে । ম্যাক উএস অপারেটিং সিস্টেম শুধুমাত্র আ্যাপল কমপিউটার এর জন্যো ডিজাইন করা হয়েছে ।তাই এটা শুধুমাত্র আ্যাপল কমপিউটারেই চলবে । আপনি উয়িন্ডোজ এ ম্যাক উএস চালাতে পারবেন না । এটা ইনটেল x86 আর্কিটেকচার সাপোর্ট করে না ।ম্যাক উএস সি, সি++, অবজেক্টিভ সি, সুইফট এবং আ্যাসেম্বেলি ভাষা দ্বারা ডেভলপ করা হয়েছে ।

আই ও এস অপারেটিং সিস্টেম

আই ও এস হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম । যা আ্যাপল কম্পানি ডেভলপ এবং নিয়ন্তন করে থাকে । এই অপারেটিং সিস্টেমটি 2007 সালে প্রাথমিক ভাবে মুক্তি লাভ করে ।এই অপারেটিং সিস্টেম টি আই ফোনের জন্য তঔরি করা হয় । শুরুতে আই ফোনের জন্য তঔরি করা হলেউ পরবর্তীতে অনেক ডিভাইসে এটি ব্যাবহার করা হয় । আ্যাপল এর বেশিরভাগ যন্তই এ অপারেটিং সিস্টেমে চলে । যেমন আই ফোন, আই প্যাড, আই পড টাচ । আই উ এস বহুল ব্যাবহ্ৃত একটি অপারেটিং সিস্টেম । মোবাইল অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে আ্যানড্রয়েড এর পরেই আই উ এস বিশ্বের জনপ্রিয় অপারেটিং সিস্টেম ।
আই উ এস সি, সি++, অবজেক্টিভ সি, আ্যাসেম্বেলি ভাষা দ্বারা ডেভলপ করা হয়েছে ।

আ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম

আ্যানড্রয়েড একটি মোবাইল ভিত্তিক অপারেটিং সিস্টচ ।এটি আমাদের খুব পরিচিত অপারেটিং সিস্টেমআমরা সবাই কম বেশি এর সাথে পরিচিত । আ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম মডিফাইড লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে বানানো হয়েছে ।
এই অপারেটিং সিস্টেম টি গুগল ডেভলপ করে থাকে । 2005 সালে গুগল প্রাথমিক ডেভলপারদের কাছ থেকে আ্যানড্রয়েড কিনে নেয় ।
আ্যানড্রয়েড এর সর্বশেষ ভার্সন আ্যানড্রয়েড 13।
আ্যানড্রয়েড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম । 2007 সালে সর্বপ্রথম আ্যানড্রয়েড প্রকাশিত হয় । সেপ্টেম্বর 2008 সালে প্রথম আ্যানড্রয়েড ডিভাইস রিলিজ হয় ।
গুগলের সব ধরনের সার্ভিস এতে সাপোর্ট করবে । আ্যানড্রয়েড ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যাবহার করে । আই উ এস ডিফল্ট ব্রাউজার হিসেবে সাফারি ব্রাউজার ব্যাবহার করে । আ্যানড্রয়েড জাভা, কটলিন, সি, সি++ ভাষা দ্বারা ডেভলপ করা হয়েছে ।






The post অপারেটিং সিস্টেম কি? কিভাবে কাজ করে? জনপ্রিয় কয়েকটি অপারেটিং সম্পর্কে জানুন । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/gPmocus
via IFTTT