আসসালামু আলাইকুম !
Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
•••
•••
দয়া করে শুরুতেই কেউ ভুল বুঝবেন না। আগে পুরো পোস্ট পড়ুন।
আমরা অনেকেই আছি যারা Anime, Animated Movies দেখতে পছন্দ করি। আমরা যারা হিন্দি ভাষা বুঝি তারা এনিমে দেখার সময় হিন্দি ডাবিং খুঁজি। অথবা বাংলা সাবটাইটেল খুঁজি। অনেক সময় দেখা যায় যে এনিমে আপনি দেখতে আগ্ৰহী সেটার না তো বেশি বাংলা সাবটাইটেল আছে আর না বেশি হিন্দি ডাবিং আছে। বলতে গেলে বাংলা সাবটাইটেল আর হিন্দি ডাবিং অর্ধেক করে আর করা হয়নি।
এরকম অবস্থায় আপনি ইংলিশ ডাবিং হয়তো পেতে পারেন।
zoro.to9anime
gogoanime
bilibili
ইত্যাদি ওয়েবসাইটে আপনি চাইলেই English Dubbing দেখতে পারেন। কিন্তু অনেকেই ইংলিশ ভালো বুঝিনা। আবার অনেকে ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখি, কিন্তু ট্রান্সলেট করার পর দেখার সময় খাপছাড়া লাগে, মজা পাওয়া যায় না। কোথায় তুই, তুমি, আপনি বলা হলো তা বোঝা যায়না।
তাহলে এখন করণীয় কি ? আপনি হয়তো অবশ্যই বাংলিশ জানেন। বাংলিশ বলতে ইংরেজি অক্ষরে বাংলা কথা। ( Amar naam holo Md Sohag Islam. Ami Trickbd website er ekjon author. )
যদি আপনি বাংলিশ জানেন আর আপনি যদি হিন্দি ভাষাও বোঝেন তাহলে আপনি অবশ্যই হিন্দিশ ভাষা বুঝতে পারবেন।
( Mera naam hai Naruto Uzumaki. Aur main ek din hokage banunga.)
তো এভাবে তো অবশ্যই বুঝতে পারবেন। তো এই হিন্দিশ ভাষায় দেখলে আপনার অনেকটা বুঝতে সুবিধা হবে এবং আপনি মজাও পাবেন। আমি এভাবেই হিন্দিশ সাবটাইটেলস দিয়ে আমি নারুতো – ২২০ শেষ করেছি। এখন নারুতো সিপ্পুডেন – ১৩৪+ এ আছি।
আপনার বাড়তি করে হিন্দিশ সাবটাইটেল ডাউনলোড করার দরকার হবে না ভিডিওর সাথেই দেওয়া থাকবে।
ডাউনলোড করতে হলে hindisub.com এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
আরেকটা ওয়েবসাইট আছে যেটাতে এনিমে হিন্দি ডাবিং ও পাওয়া যায় বেশ কিছু এনিমে। ওয়েবসাইট : deadtoonsindia.com
আজকে এই দুইটা ওয়েবসাইটের বিষয়েই বলবো, কিভাবে দেখবেন আর ডাউনলোড করবেন।
প্রথমে হিন্দিশ সাবটাইটেল এ Naruto Shippuden, Jujutsu Kaisen, Death Note, My Hero Academia এনিমে গুলোর কিছু Screenshot দেখে নিন।
Naruto Shippuden Jujutsu Kaisen My Hero Academia Death Noteযেভাবে ডাউনলোড করবেন।
প্রথমে বলি hindisub.com ওয়েবসাইটের বিষয়ে। এখানে আপনি সব এনিমে এবং এনিমেটেড মুভি হিন্দিশ সাবটাইটেল এ পাবেন। এনিমে সার্চ করে দেখতে পারেন অথবা ম্যানুয়ালিও দেখতে পারেন।
এনিমের জন্য LIST OF ANIMES এবং এনিমেটেড মুভির জন্য LIST OF MOVIES এই দুই অপশন পেয়ে যাবেন।
0-9 থেকে শুরু করে A-Z এনিমে নামের তালিকা পেয়ে যাবেন।
আপনি যে এনিমে দেখতে চান সেটা খুঁজে, ডাউনলোড করতে গেলে হয়তো ৩ টা অপশন পেতে পারেন।
Single Links
Zip Folder
Folder View
আপনার যেটা ইচ্ছা সেটা থেকে ডাউনলোড করতে পারবেন। তবে আমার পরামর্শ হলো আপনি Folder View থেকে ডাউনলোড করুন এতে আপনি একবার স্টেপ পার করেই একসাথে ৪-৫ টা পর্ব ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ZIP file ছাড়া।
Download করতে Folder View এ ক্লিক করুন।
আরেকটা কথা বলে রাখি, ফিলার এপিসোড গুলো হিন্দিশ সাবটাইটেল এ পাবেন না। ফিলার বলতে যেসব এপিসোড এনিমের মূল গল্পের সাথে মিল নাই, শুধু বিনোদন এর জন্য তৈরি সেসব আপনি এই ওয়েবসাইটগুলোতে হিন্দিশ সাবটাইটেল এ পাবেন না। আপনি এগুলো দেখতে চাইলে এমনিই দেখতে পারবেন অথবা অন্য ওয়েবসাইট থেকে ইংলিশ ডাবিং অথবা ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে পারেন।
ফোল্ডার ভিউ করার পর যে এপিসোড গুলো ডাউনলোড করতে চান সেটায় ক্লিক করুন।
এরপর যদি আমার মতো আপনার Yoshare থেকে ডাউনলোড অপশন আসে তাহলে নিচের দেখানো অনুযায়ী ডাউনলোড করুন। মাঝে মধ্যে Yoshare এর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থেকেও ডাউনলোডের অপশন আসতে পারে। কিন্তু সবগুলোতেই ডাউনলোড করা সহজ।
Click here to continue
অপশন এ ক্লিক করুন।
এরপর Continue এ ক্লিক করুন।
তারপর Get Link এ ক্লিক করুন।
আবার Get Link এ ক্লিক করুন।
ফোল্ডার ভিউ তে ২ টা লিস্ট পাবেন। প্রথম লিস্ট কাজ না করলে দ্বিতীয় লিস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে শুরু ডাউনলোড আইকনে ক্লিক করুন, অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে।
এবারে অন্য আরেকটা ওয়েবসাইট এর কথা বলি।
এটাতে আপনি এনিমে হিন্দিশ সাবটাইটেল এর পাশাপাশি বেশ কিছু এনিমে হিন্দি ডাবিং ও পাবেন। এই ওয়েবসাইটের নাম হলো deadtoonsindia.com
এখানেও আপনি এনিমে সার্চ করে দেখতে পারেন অথবা ম্যানুয়ালিও দেখতে পারেন।
আপনি যে এনিমে দেখতে চান সেটা খুঁজে ডাউনলোড করুন।
এটাতেও ফিলার এপিসোড গুলো হিন্দিশ সাবটাইটেল এ পাবেন না।
এরপর আপনি কত নাম্বার এপিসোড, কত নাম্বার সিজন, কোন সার্ভার থেকে ডাউনলোড করবেন সেটা নিজেই ঠিক করে নিন। তবে আমি Recommend করবো DoodStream সার্ভার থেকে ডাউনলোড করতে। এখান থেকে আপনি সহজে ডাউনলোড করতে অথবা অনলাইনে দেখতে পারবেন।
এরপর কত নাম্বার এপিসোড দেখতে চান সেটা তে ক্লিক করুন।
এরপর যদি আমার মতো আপনার Link1s থেকে ডাউনলোড অপশন আসে তাহলে নিচের দেখানো অনুযায়ী ডাউনলোড করুন। মাঝে মধ্যে Link1s এর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থেকেও ডাউনলোডের অপশন আসতে পারে। কিন্তু সবগুলোতেই ডাউনলোড করা সহজ।
Click here to continue (1/2)
অপশন এ ক্লিক করুন।
আবার Click here to continue (2/2) অপশনে ক্লিক করুন।
এরপর Get Link এ ক্লিক করুন।
এরপর আপনার ইচ্ছা মত অনলাইনেও দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড করতে হলে DOWNLOAD এ ক্লিক করে নিচের দেখানো ধাপগুলো অনুসরণ করুন।
এভাবেই চাইলে আপনি এই দুই ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতো এনিমে দেখতে পারেন।
°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
The post হিন্দি তে দেখুন যেকোনো Anime, Animated Movies (বিস্তারিত পোষ্টে) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/yL8Ajvp
via IFTTT