পাওয়ার ইউজারদের জন্য ক্রোমের ৫ টি চমৎকার Google Drive Extension ⚡

ভূমিকা

সবারই google drive আছে।

১৫ জিবি ফ্রি স্টোরেজ খুব কম প্রভাইডারই দেয়।

যারা নিয়মিত ড্রাইভে ফাইল নিয়ে কাজ করেন আজকের এক্সটেনশনগুলো তাদের কোনো না কোনো কাজে লাগবেই। এগুলো ড্রাইভের ইউজার এক্সপেরিয়েন্স আরো সুন্দর করে। তাই চলুন কথা না বাড়িয়ে ডাউনলোডে লেগে পড়ি।

আরেকটা কথা, এক্সটেনশনগুলো ক্রোমের জন্য বানানো হলেও ক্রোমিয়াম ইঞ্জিনে তৈরী যেকোনো ব্রাউজারেই এগুলো চলবে, যেমন opera, brave, edge.

 

#1 OmniDrive Google Drive Extension 

google drive extension omnidrive

যদিও ড্রাইভে সার্চ ফাংশন আছে, কিন্তু OmniDrive দিয়ে সরাসরি ক্রোমের সার্চবার থেকেই ড্রাইভের ফাইল খোজা যায়।

সার্চবারে drive লিখে স্পেস চাপলে OmniDrive অ্যাকটিভ হয়ে যাবে, তারপর কিছু সার্চ দিলে তা সরাসরি ড্রাইভে নিয়ে যাবে। একটু সময় আর পরিশ্রম বাচানোর ক্ষুদ্র প্রচেষ্টা…

সবচেয়ে সুন্দর ব্যাপার হল এক্সটেনশনটা ওপেন সোর্স!

 

#2 Google Docs Quick Create

নরমালি docs.google.com এ গিয়ে নতুন ডকুমেন্ট বানাতে হয়। কিন্তু চাইলে এই কাজটাও আরেকটু দ্রুত করা এক্সটেনশন দিয়ে।

Google Docs Quick Create ইনস্টলের পর টুলবার থেকে এক্সটেনশনে ক্লিক করলে কোন টাইপের ডকুমেন্ট ক্রিয়েট করতে চান অপশন আসবে। যেকোনোটায় ক্লিক করলেই কেল্লা ফতে!

Pro Tip: সার্চবারে doc.new লিখে এন্টার করলেও সরাসরি নতুন একটা ডকুমেন্টে নিয়ে যাবে। এরূপ আরো কিছু কুইক লিংক নিম্নরূপঃ

  • keep.new
  • form.new
  • sheet.new

 

#3 Save to Google Drive

আরেকটা দরকারী Google drive extension হল Save to Google Drive. কোনো ওয়েবপেজের কন্টেন্ট যেমন ছবি, ভিডিও সরাসরি ড্রাইভে সেভ করতে এটা কাজে লাগে।

save to google drive extension

উদাহরনস্বরূপঃ কোনো ছবি সেভ করতে তার উপর মাউসের রাইট ক্লিক করে Save to Google Drive সিলেক্ট করুন, ব্যাস! ছবিটা আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে।

আগে ডাউনলোড দিয়ে তারপর ড্রাইভ খুলে পিসি থেকে ছবিটা ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে না, দুই ক্লিকেই কাজ হাসিল!

Note: YouTube video এটা দিয়ে সেভ করা যায় না। সেভ করতে গেলে error দেখায়।

 

#4 AwesomeDrive

Microsoft Office ইউজারদের এটা কাজে লাগবে, যদি আপনি অফিস ডকুমেন্টসগুলো ড্রাইভে সেভ করেন।

AwesomeDrive দিয়ে আপনি কোনো ফাইল সরাসরি Word/PowerPoint/Excel’এ খুলতে পারবেন। প্লাস সেভ করার পর ওটা আবার ড্রাইভেই সেভ হবে।

একবার ডাউনলোড, পরে সেভ, আবার আপলোড এসব ঝামেলা পোহাতে হবে না।

 

#5 Checker Plus Google Drive Extension

checker plus google drive extension

Google drive ওপেন ছাড়াই Checker Plus দিয়ে ড্রাইভের সব ফাইল পাবেন এক্সটেনশন থেকেই। জাস্ট এক্সটেনশনের উপর ক্লিক করলেই ড্রাইভের ওয়েবপেজে গেলে যেমন দেখায় তেমনই একটা পেজ পাবেন। রিনেম, ডিলিট, সার্চ, লিংক শেয়ারিং – সব ওখান থেকেই করতে পারবেন।

 

বোনাস

Drive Anywhere সেইম টাইপেরই আরেকটা google drive extension. এটা দিয়ে টুলবার প্যানেল থেকেই ড্রাইভের ফাইল ডাউনলোড করা যায় যা Checker Plus দিয়ে করা যায় না।

 

Use them Smartly

হয়তো উপরের সব এক্সটেনশন আপনার দরকার নেই। কিন্তু দরকার মনে হলে একবার ট্রাই করবেন, কাজকর্ম আরেকটু সহজ হবে। জানেনই তো –

Don’t just work hard, work smart 😉

The post পাওয়ার ইউজারদের জন্য ক্রোমের ৫ টি চমৎকার Google Drive Extension ⚡ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/e8Wbw3g
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট