দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপসে টাচ আইডি ( Fingerprint) অথবা ফেস আইডি(Face Login) সেটআপ করবেন

দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপসে টাচ আইডি ( Fingerprint) অথবা ফেস আইডি(Face Login) সেটআপ করবেন

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান bKash. সম্প্রতি তাদের অফিসিয়াল এপসে নতুন একটি ফিচার চালু করেছে। নতুন এই ফিচার যুক্ত করেছে ব্যবহারকারীর জন্য চমৎকার একটি সেবা।

বিকাশ তাদের ব্যবহারকারীর কথা বিবেচনায় তাদের ইপসে চালু করেছে নতুন Login সিস্টেম।

সকল ব্যবহারকারী এখন এই এপসটি আপডেট করে নিলেই তাদের এই সেবাটি উপভোগ করতে পারবে।

 

bkash face id touch id

নতুন এই আপডেটে সকল ব্যবহারকারী তাদের আঙ্গুলের ছাপ অথবা ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে বিকাশ এপ্সে login করতে পারবে।

তবে এই সেবাটি চালু করার কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে।

সুবিধাসমূহ:

১. ব্যবহারকারী বিকাশ এপসে খুব দ্রুত লগইন করতে পারবে।

২. ব্যবহারকারীর বিকাশ এপস এ লগইন করতে কোন প্রকার PIN CODE এর ঝামেলা পোহাতে হবেনা।

৩. ব্যবহারকারী ছাড়া অন্য কেউ অ্যাপসে লগইন করতে পারবেনা।

অসুবিধা সমুহ:

১. বর্তমান আপডেটে যেহেতু ফেস ভেরিফিকেশন সিস্টেম চালু করা যায়, সেক্ষেত্রে AI (আর্টিফিসিয়াল ইন্টেলিজন্স) ব্যাবহার করে সহজেই হুবহু ফেস তৈরি করে অন্য ব্যবহারকারী পিন ছাড়াই লগইন করতে পারবে।

২. আপনার অগোচরে (আপনি ঘুমিয়ে/অচেতন হয়ে পড়লে) যে কেউ আপনার বিকাশ অ্যাপসে লগইন করতে পারবে।

তো অনেক কিছুই জানলাম। এখন এই সেবাটি ব্যাবহার করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভরশীল।

আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক,

কিভাবে bKash অ্যাপসে  টাচ আইডি (Fingerprint) অথবা ফেস আইডি( Face Login) সেটআপ করবেন?

এই সুবিধাটি ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন বিকাশ এর Updated মোবাইল অ্যাপটি

Bkash এর Updated অ্যাপ লিঙ্ক:

 ✓ bKash App

* অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন, এবং অ্যাপটি ওপেন করুন।

* অ্যাপটি ওপেন করার পরে সাধারণ ভাবে যে স্ক্রীনটি আসে সেটি চলে এসেছে। 

* নিচে মার্ক করা ফিঙ্গারপ্রিন্ট আইকন এ ক্লিক করুন
* ফিঙ্গারপ্রিন্ট আইকন এ ক্লিক করার পরে এমন একটি স্ক্রীন চলে আসবে,এখান থেকে পরবর্তী অপশন এ চলে যান
 

পরবর্তী অপশন এ আশার পরে আপনার কাছে আপনার বিকাশ অ্যাকাউন্টটির পিন চাইবে,
এখানে আপনার পিন নাম্বার টা দিয়ে নিশ্চিত করুন অপশন এ ক্লিক করুন।

*  নিশ্চিত করুন এ ক্লিক করলে আপনার মোবাইল ফোন এ যে নিরাপত্তা বাবস্থাটি চালু আছে সেটি অটোমেটিক পপ-উপ আকারে চলে আসবে।

* এরপর আপনার আঙ্গুলটি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এ দিন। আপনার বিকাশ অ্যাকাউন্টটি তে টাচ আইডি অথবা ফেস আইডি যুক্ত হয়ে যাবে।

 এখন চাইলেই ফেস আইডি অথবা টাচ আইডি দিয়ে Bkash এ লগইন করে ফেলতে পারবেন যেকোনো সময়।  
 এরকম আরো তথ্য পেতে ভিজিট করুন।
আজকের পোস্ট এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোথাও কোন সমস্যা দেখলে দয়া করে comment করে জানাবেন। 
ধন্যবাদ সবাইকে

The post দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপসে টাচ আইডি ( Fingerprint) অথবা ফেস আইডি(Face Login) সেটআপ করবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/VI0nNbt
via IFTTT

Lie detector মেশিন যেভাবে অপরাধী শনাক্ত করে

Lie detector মেশিন যেভাবে অপরাধী শনাক্ত করে

Lie detector machine এর কথা টিভি,নেটফ্লিক্স এ হয়তো‌ দেখে থাকবেন। কখনো ভেবে দেখেছেন এটি কিভাবে কাজ করে?

আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই।আজকে আলোচনা করতে চলেছি অপরাধ দমনের একটি যুগান্তকারী প্রযুক্তি Lie detector machine নিয়ে।

বর্তমানে ক্রাইম সিরিজ,মুভি, নেটফ্লিক্স,কোর্ট ড্রামা এর বদৌলতে অনেকেই হয়তো lie detective machine এর ব্যবহার দেখেছেন।‌মূলত এটি কিভাবে কাজ করে এটি খুবই সহজভাবে কিভাবে আপনাদের বোঝানো যায় সেটি নিয়েই আজকের পোস্ট।


lie detective machine এর কাজ কি? এটি মূলত সাবজেক্ট বা যার উপর টেস্ট‌‌ করা হয় তার শারীরবৃত্তীয় যেসব পরিবর্তন মিথ্যা বলার ফলে তৈরি হয় তার মেজারমেন্ট বা পরিমাপ করে থাকে। এই মেশিন আবিস্কৃত হয় 1921 সালে। এই মেশিনের উদ্ভাবক William Moulton Marston

এই মেশিন একটি কম্বাইনড সিগন্যাল‌ নিয়ে সত্য মিথ্যা যাচাই করে থাকে।
এটি যদি সহজভাবে বলা হয় তাহলে ৮ টি মেইন জিনিস বা পার্ট নিয়ে একটি Lie detective machine হয়ে থাকে।

•Galvanograph
•pneumograph
•cardio seismograph
•Electrodermal sensor
•Activity sensor pad
•Thermal camera
•Polygraph machine

আমি খুব বেশি ডিটেইলস‌এ যাবো‌না। এইগুলার প্রাইমারি বা প্রধান কাজ কি সেগুলো নিয়েই আলোচনা করবো।


Galvanograph
এটি আঙ্গুলের ডগায় স্থাপন করা হয়। কারন আমাদের শরীরের যে ঘাম নির্গত হয় তা আঙুলর ডগা দিয়ে সবচেয়ে সহজভাবে নির্গত হতে পারে।‌যখন কেউ অপরাধ করে থাকে বা মিথ্যা বলে তার মধ্যে সাধারনত স্ট্রেসড বা দুশ্চিন্তা দেখা যায়। কারন এটি হিউম্যান সাইকোলজি। আর এই স্ট্রেস এর ফলে শরীরে‌ যে ঘাম নির্গত হয় তা শনাক্ত করাই এই মেশিনের প্রধান কাজ।এই মেশিন ঘামের সংস্পর্শে আসলে পলিগ্রাফ মেশিনে সংকেত পাঠায়।


Pneumograph
এটি বুকের সাথে লাগানো থাকে।এটি মূলত হৃদস্পন্দনের পরিমাপ করে। যখন‌ই কেউ মিথ্যা বলে তার হৃদস্পন্দন এর গতি হঠাৎ বৃদ্ধি পায় বা কমে যায়। এই হার্টবিটের উঠানামাই এই মেশিন রেকর্ড করে থাকে।


Electrodermal sensor
এটি একটি গুরুত্বপূর্ণ মেশিন। এটি সাধারনত বাম হাতের তালুতে লাগানো থাকে। এটি শরীরের Gsr পরিমাপ করে।এটি শরীরে খুবই নগন্য লো ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করে। মিথ্যা বলার ফলে স্ট্রেস তৈরী হয় এবং এর ফলে শরীরের ঘাম তৈরি হয়। এই ঘামের কারনে সাসপেক্টের শরীরে ইলেক্ট্রিক পরিবাহীতার কোন পরিবর্তন হয় কিনা সেটি‌ই এটা পরিমাপ করে থাকে।

cardio seismograph
শরীরের ব্লাড প্রেসার মাপার মেশিন যেমন এটিও ঠিক এমন‌ই।তবে‌ এটি মাপে রক্তের শীরার ভাইব্রেশন।‌ রক্ত যখন‌ শিরা দিয়ে চলাচল করে তখন ভাইব্রেশন তৈরী হয়।এটির মেজারমেন্ট বা‌ পরিমাপ করাই এই ডিভাইসের কাজ।এটি অনেকটা রক্তচাপ পরিমাপের মেশিনের মতো বাহুতে খুবই টাইটভাবে আটকে থাকে যাতে ভাইব্রেশন রেকর্ড করা যায়।


Activity sensor pad
এটির কাজ কি? এটি শরীরের মাসলের মুভমেন্ট এর রেকর্ড করে থাকে। সাধারনত চারটি সেন্সর প্যাড ব্যবহার করা হয় প্রতিটা Lie test এ।দুই পায়ে এবং হাতের কনুইয়ের কাছে এগুলো স্থাপন‌‌ করা হয়। শরীরের মাসলের পরিমাপ করে এটি সিগন্যাল‌ রেকর্ড করে। যখন‌ কেউ মিথ্যা বলে তার যধ্যে অস্থিরতা দেখা দিলে তা বডি ল্যাংগুয়েজে প্রকাশ‌ পায়। কারো হাত-পা কাঁপলে এই মেশিনে সিটি ধরা পড়ে।


Thermal Camera
এটি শরীরের তাপমাত্রা রেকর্ড‌‌ করে। খেয়াল‌‌ করে‌ দেখুন যখন আপনার স্ট্রেসড মনে‌ হয় তখন শরীরের তাপমাত্রার‌ও পরিবর্তন ঘটে।‌ থার্মাল ক্যামেরায় যখন‌‌ শরীরের তাপমাত্রা পরিবর্তন হয় তখন সেটি ডিটেক্ট‌ করতে পারে।এক‌ই সাথে পুরো ইন্টরভিউ‌ ও এটিতে‌‌ রেকর্ড করা হয়।


Polygraph machine
এটি মূলত উপরের উল্লিখিত ডিভাইস‌গুলো‌ থেকে যেসব সিগন্যাল গ্রহন‌ করে সেটি গ্রাফে প্রকাশ করে। এটি সাধারনত মনিটরের সাথে কানেক্ট করা লাগে। এটি মেশিন সিগন্যাল থেকে হিউম্যান‌ রিডেবল(human readable ) গ্রাফ তৈরি করে রেজাল্ট দেয়। সকল কিছুর রিডিং এই মেশিন দ্বারাই প্রসেসড হয়।

Lie detective test এর সময় সাধারনত ৩ প্রকার প্রশ্ন‌ করা হয় controlled, relevant, comparison. এগুলো কি?
প্রথমে সাধারনত মেশিনের অ্যাকুরেসির জন্য করা হয়। এখানে সাধারনত যেগুলোর উত্তর সত্যি সেগুলো মেশিন লাগানো অবস্থায় টেস্ট করা হয়। অতপর ধীরে ধীরে ক্রাইম রিলেটেড প্রশ্ন শুরু করা হয়‌। সাসপেক্ট যখন মিথ্যা কথা বলে তখন সেটি এই মেশিনের সাহায্যে ধরা পড়ে। এভাবে সত্যি উদঘাটন হয়।

Lie detector কতটুকু অ্যাকুরেট?


প্রথমত lie detector মেশিন কখনোই নির্দিষ্ট করে বলে দিতে পারে না সাসপেক্ট মিথা কথাই বলছে। কারন দুনিয়ার এমন কিছু আবিস্কার হয়নি‌ যেটা মানুষের মাইন্ড পড়তে পারে। এটি বরং ভিন্নভাবে কাজ করে।
মিথ্যা বলার ফলে শরীরের symptom দেখা দেয়। সেগুলো পরিমাপ করাই lie detector মেশিনের কাজ। এখন এই মেশিন সঠিকভাবে পরিমাপ করতে পারে কিনা এ নিয়ে দুনিয়াজুড়ে বিতর্ক আছে।
প্রথমত মানুষের নার্ভ সিস্টেম এক না। নির্দোষ কাউকে যদি সাসপেক্ট‌ করে এই টেস্ট‌ করা হয় তাহলে খুব স্বাভাবিক সে স্ট্রেসড থাকবে। এর ফলে শরীরেরর অভ্যন্তরীন‌ পরিবর্তন হয়। যেটি lie detective machine এর ফলাফল অন্যদিকে ডাইভার্ট করে‌ দিতে পারে। আবার এটিও সত্যি অনেক কেসেই lie detector machine দ্বারা অপরাধী শনাক্ত করা গেছে। কিন্তু যেহেতু এটি‌ একটি মেশিন‌‌ এবং শুধুমাত্র শারীরবৃত্তীয় পরিবর্তনের উপর lie test করে থাকে তাই এটি‌‌ নিয়ে ভিন্নমত আছে পৃথিবী জুড়েই …

আজ এই পর্যন্তই। আজকে খুবই সংক্ষেপে lie detector টেস্ট এর আলোচনা করলাম যাতে আপনারা অল্প সময়েই বিষয়টি বুঝতে পারেন। আজ এই পর্যন্ত‌ই।খোদা হাফেজ।

The post Lie detector মেশিন যেভাবে অপরাধী শনাক্ত করে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/CAZuYMO
via IFTTT

Text to video Ai- এবার যা লিখবেন তা ভিডিও আকারে প্রকাশ করুন ai দ্বারা!

Text to video Ai- এবার যা লিখবেন তা ভিডিও আকারে প্রকাশ করুন ai দ্বারা!

আপনি text আকারে যা লিখবেন সেটাই ভিডিও আকারে প্রকাশ‌ হবে। এমন একটি ai নিয়েই আজকের পোস্ট।


আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিকবিডির সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

বর্তমানে ai এর নাম শুনেছে কিন্তু Chatgpt এর নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।chatgpt একটি text to text Ai. কিন্তু ai এর ইদানিং যে উন্নতি ঘটছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনদিন এমনভাবে আগাচ্ছে যে মোশন‌ গ্রাফিক্সের জায়গা দখল করে নিচ্ছে।আজকে আলোচনা করছি এমন একটি Ai নিয়ে যেটির ফিচার হচ্ছে Text to Video আউটপুট। আপনি যা লিখবেন যেটির বর্ননা দিবেন সেটিই video আকারে প্রকাশ‌ করার ক্ষমতা রাখে এই ai।

এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নাম Runway

চলুন কথা না বাড়িয়ে এটির টিউটোরিয়াল দেখে নিই

প্রথমে এই লিংক এ ক্লিক করুন ai ওয়েবসাইট এর জন্য


এ ধরনের পেজ আপনারা দেখতে পাবেন।Try runway for free তে ক্লিক করবেন


Ai টির সুবিধা পেতে আপনার দরকার হবে একটি একাউন্ট। এটির জন্য সাইন‌আপ করা লাগবে। আপনারা গুগল একাউন্ট দিয়ে এটির রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।এজন্য sign up with google এ ক্লিক করূন


সফলভাবে সাইন‌আপ করার জন্য এ ধরনের পেজ আসবে। এগুলো হয় skip নয় ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন।

এখন এই হোমপেজের দেখা পাবেন।start with text এ ক্লিক করবেন।

তারপর Gen-2 এসব পেজ সামনে আসবে।চাইলে সার্ভেতে অংশ‌ নিয়ে আপগ্রেড করতে পারেন কিন্তু প্রাথমিকভাবে দেখার জন্য skip এ ক্লিক করূন


দেখুন Text লেখার অপশন চলে আসছে। এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান‌ তা লিখবেন। আমি যেমন‌ লিখলাম A dog riding on space এরপর generate 4s এ ক্লিক করবেন। এটি দিয়ে আপনারা 4 second এর একটি শর্ট ভিডিও জেনারেট করতে পারবেন।


দেখুন ভিডিও জেনারেট হতে শুরু করেছে। ১৫-২০ সেকেন্ড মতো অপেক্ষা করুন। এরপর দেখুন আমার ভিডিও চলে আসছে।

এভাবে আপনারা ৪ সেকেন্ডের একটি শর্ট ভিডিও ai দিয়ে তৈরী করতে পারবেন।
তবে ai টির এখনো লিমিটেশন আছে। আরো কয়টি ভিডিও দেখতে পারবেন সেটি উপরে লেখা থাকবে। আমার যেমন 101 সেকেন্ড বাকি আছে যেটি দিয়ে ২৫ টি ভিডিও তৈরি করতে পারব।

আজকে এ পর্যন্ত‌ই।আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

The post Text to video Ai- এবার যা লিখবেন তা ভিডিও আকারে প্রকাশ করুন ai দ্বারা! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/cp3IKhl
via IFTTT

Google Play তে ‘Best of 2023’ এ যে অ্যাপ এবং গেম বেস্ট হয়েছে তাদের লিস্ট !

Google Play তে  ‘Best of 2023’ এ যে অ্যাপ এবং গেম বেস্ট হয়েছে তাদের লিস্ট !

আসসালামু আলাইকুম trickbd বাসি।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। দেখতে দেখতেই আমাদের এই বছরটি চলে গেল। এখন এমন মনে হচ্ছে যে , কিছুদিন আগেই তো এই বছর শুরু হল। আমারও কিছুটা এরকম 😀 । তবে যাই হোক সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। আর এইদিকে গুগল প্লে স্টোরে ২৩ সালের সেরা গেম এবং অ্যাপস প্রকাশ করেছে। আগে আমরা এই বিষয়টি নিয়ে জানব। তারপর গেম এবং অ্যাপসগুলো দেখবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক :

Best of 2023 ! 

গুগল প্লে স্টোর প্রতিবছর তাদের পেস্ট অ্যাপস এবং গেম কে রিওয়ার্ড দিয়ে থাকে। যেহেতু এখন 23 সালের শেষ, তাই এবারও রিলিজ হয়েছে। আর এগুলো চয়েস করা হয় ভোটের মাধ্যমে। আপনারা সবাই এই ভোটের অংশগ্রহণ করতে পারবেন। এটি একটি নির্দিষ্ট সময় চালু এবং বন্ধ হয়। ওই সময়ের মধ্যে আপনাকে ভোট দিতে হবে। যদিও এটি বিভিন্ন এলাকাভিত্তিক আলাদা হয়ে থাকে, তাও আমি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সুপরিচিত রিওয়ার্ড লিস্ট দিচ্ছি। আমার প্লে স্টোরেও এই লিস্ট দেখাচ্ছিল। তাই ভাবলাম এটা নিয়ে একটা পোস্ট করে দেই। তাহলে আমি নিচে অ্যাপসগুলোর লিস্ট দিচ্ছি :

 

Main app and games

 

  • Best App: Imprint: Learn Visually
  • Best Game: Honkai: Star Rail
  • Best Multi-device App: Spotify
  • Best Multi-device Game: OUTERPLANE – Strategy Anime
  • Users’ Choice App: ChatGPT
  • Users’ Choice Game: MONOPOLY GO!

 

All app and games 

 

 

Best apps of 2023

 

➡ Best for Fun: Bumble For Friends: Meet IRL

 

• Honorable mention: Reelsy Reel Maker Video Editor

 

➡Best for Personal Growth: Voidpet Garden: Mental Health

 

• Honorable mention: Imprint: Learn Visually

 

➡Best Everyday Essential: Artifact: Feed Your Curiosity

 

• Honorable mention: ReciMe: Easy & Tasty Recipes

 

➡Best Hidden Gem: Aware: Mindfulness & Wellbeing

 

• Honorable mention: Stippl: Explore, Plan & Share

 

➡Best with Al: Character Al: Al-Powered Chat

 

• Honorable mention: ChatGPT

 

➡Best for Families: Paw Patrol Academy

 

Honorable mention: LEGO DUPLO DISNEY

 

➡Best App for Good: AWorld in support of ActNow

 

➡Best for Watches: WhatsApp Messenger

 

• Honorable mentions: AllTrails: Hike, Bike & Run, Audible: Audio Entertainment

 

➡Best for Tablets: Concepts: Sketch, Note, Draw

 

• Honorable mentions: Canva: Design, Photo & Video, Everand: Ebooks and audiobooks

 

➡Best for Chromebooks: FlipaClip: Create 2D Animation

 

Honorable mentions: Evernote – Note Organizer, Wideo

 

➡Best for Google TV: Max: Stream HBO, TV, & Movies

 

• Honorable mentions: Amazon Prime Video, Crunchyroll, Disney+, Tubi: Movies & Live TV

 

➡Best for Cars: Amazon Prime Video

 

• Honorable mentions: Beach Buggy Racing, Spotify

 

 

 

 

Best games of 2023

 

➡Best Multiplayer: Farlight 84

 

Honorable mentions: Arena Breakout, Call of Dragons, MARVEL SNAP, Undawn

 

➡Best Pick Up & Play: MONOPOLY GO!

 

Honorable mentions: Chrome Valley Customs, Mighty DOOM, Monster Hunter Now, Ninja Must Die

 

➡Best Indies: Vampire Survivors

 

• Honorable mentions: Roto Force, Song of Bloom, Super Meat Boy Forever, Underground Blossom

 

➡Best Story: Honkai: Star Rail

 

Honorable mentions: Down in Bermuda, FINAL FANTASY VII EVER CRISIS, Lost Words: Beyond the Page, Memento Mori: AFKRPG

 

➡Best Ongoing: Stumble Guys

 

Honorable mentions: Clash of Clans, EA SPORTS FCTM Mobile Soccer, Merge Gardens, Royal Match

 

➡Best Games for Good: Pokémon Sleep

 

Honorable mentions: Beecarbonize, Garden Joy – Design Game, Lingo Legend Language Learning, Longleaf Valley: Merge & Plant

 

➡Bes on Play Pass: Magic Rampage

 

Honorable mentions: ARIDA: Backland’s Awakening, Linea: An Innerlight Game, Machinarium, Silly Royale Devil Amongst Us

 

➡Best for Tablets: Honkai: Star Rail

 

Honorable mentions: MARVEL SNAP, MONOPOLY GO!, Roto Force, SOULS

 

➡Best for Chromebooks: Minecra

 

➡Best on Google Play Games on PC: Arknights

 

 

ওহ, আজকে প্রচুর খাটনি হলো। এগুলো ছাড়াও মুভি এবং বুক লিস্ট ছিল। কিন্তু ওইগুলো তো আর বাংলাদেশ এক্সেস নেই। তাই ওগুলো বাদ দিলাম। এই লিস্ট দেখতে গেলে অসুবিধা হচ্ছে, আমি নিচে লিঙ্ক দিলাম সরাসরি প্লে স্টোর থেকে দেখেন : click here

 

ওয়াইফাই স্পিড বাইপাস সহ বিভিন্ন ভিপিএন এবং যেকোন এপস mod রিকোয়েস্ট করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন : click here

 

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, trickbd এর সাথেই থাকুন। ধন্যবাদ।

The post Google Play তে ‘Best of 2023’ এ যে অ্যাপ এবং গেম বেস্ট হয়েছে তাদের লিস্ট ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2oFdfsH
via IFTTT