https ssl redirect powerful সনাতন পদ্ধতিতে ssl https redirect করুন আনলিমিটেড উপায়ে 2023

হোস্টিং এ ssl certificate থাকার পরে ও https ssl redirect হচ্ছে না । তাহলে নিয়ে নিন powerful কিছু সনাতন code এবং কিছু ট্রিক ।

এই article এ আমরা দেখবো https ssl redirect powerful

  1. কিভাবে htaccess এর সাহায্যে https redirect করতে হয় ।
  2. কিভাবে JavaScript code এর সাহায্যে https redirect করতে হয় ।
  3. কিভাবে PHP code  এর সাহায্যে https redirect করতে হয় ।
  4. কিভাবে html meta tag এর সাহায্যে https redirect করতে হয় ।

কিভাবে htaccess এর সাহায্যে https redirect করতে হয়

আমাদের সবার hosting cpanel file manager এর রুট folder এ ডিফল্ট ভাবে htaccess file থাকে ।

পদ্ধতি

  1. প্রথমে আপনার সাইটে cpanel এ লগইন করুন।
  2. এবার file manager এ প্রবেশ করুন।
  3. এবার domain root folder এ প্রবেশ  করুন ।
  4. দেখুন একটি .htaccess file দেখা যাচ্ছে।
  5. যদি .htaccess file দেখা না যায় তাহলে ডান পাশের উপরের কোনায় settings option এ show hidden file টিক দিয়ে আপডেট করলেই দেখতে পাবেন।
  6. এবার .htaccess file টি এডিট option এ ক্লিক করে নোটপ্যাডে open করুন ।
  7. কোড টি past করে update দিন ।

.htaccess https redirect code 2024


RewriteEngine on

RewriteCond %{HTTPS} !=on [NC]

RewriteRule ^(.*)$ https://%{HTTP_HOST}/$1 [R=301,L]

এই code এ আপনার কোন পরিবর্তন করতে হবে না। শুধু copy করে past করে দিন .htaccess file এ তাহলেই হয়ে যাবে।

 https ssl redirect powerful JavaScript code

পদ্ধতি

  1. আপনার সাইটে header editor এ open করুন
  2. tag এর ভিতর code টি past করে update করুন ।

JavaScript https redirect code 

        

        if (window.location.protocol != "https:") {

           window.location.protocol = "https";

        }

    

 

https ssl redirect powerful PHP code

এই কোড এর মাধ্যমে অনেক সহজেই ssl https redirect করতে পারবেন।

পদ্ধতি

  1. আপনার সাইটে header.php  ফাইল টি editor এ open করুন।
  2. কোটি past করুন।
  3. এবার ফাইল টা update দিন ।

Https redirect PHP code

 

কিভাবে html code  এর সাহায্যে https redirect করতে হয় ।

আসলে html code এর মাধ্যমে https ssl redirect করা সম্ভব নয়।

কিন্তু আমরা browser কে বলে দিতে পারি যে আমাদের সাইটে ssl certificate install করা আছে।

পদ্ধতি

  1. আপনার সিটের tag এর ভিতর meta code টি past করে দিন।
  2. এবার আপডেট করুন।

Ssl html meta head code 

তাহলে চলুন জেনে নিই কেনো https ssl redirect প্রয়োজন

সাইবার সিকিউরিটি এর জন্য আপনার সাইট সুরক্ষিত করার জন্য আপনার https ssl certificate ইনস্টল করা অত্যন্ত জরুরি।

Ssl ইউজার কে বলে দেয় মে আপনার সাইট কতটা নিরাপদ।

তাছাড়া বিভিন্ন সময় হ্যাকররা সাইটে আক্রমনের মাধ্যমে আপনার সাইটে থাকা ইউজার এর সকল ডাটা চুরি করার চেস্টা করে ।

এবং আপনার ইউজার এর সব সময় ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তাছাড়া আপনি যদি আপনার সাইট সার্চ ইঞ্জিন এ ভালোভাবে রাংক করাতে চান তাহলে আপনার‌ সাইটে  অবশ্যই একটি ssl certificate এবং ইউআরএল https redirect ব্যবহার করা উচিত।

ওয়েব নিরাপত্তা 

ওয়েবসাইট হ্যাক হওয়া একটি সাধারণ বিষয়, এবং ব্যক্তিগত, সংবেদনশীল ডেটা প্রায়শই সর্বজনীন ডোমেইনে তার পথ খুঁজে পায়, ধন্যবাদ অননুমোদিত পক্ষগুলিকে যারা ব্যক্তিগত সার্ভার ডেটা অ্যাক্সেস করে, বা ব্যবহারকারী, ওয়েবসাইট এবং হোস্টিং সার্ভারগুলির মধ্যে স্থানান্তরিত ডেটা। আপনার সার্ভার এবং আপনার দর্শকদের মধ্যে সম্পাদিত লেনদেনগুলি থেকে বহিরাগত দলগুলিকে শুনতে বা ক্যাপচার করা থেকে বিরত রাখতে আপনার সাইটটিকে SSL দিয়ে সুরক্ষিত করা উচিত৷

বিশ্বাস স্থাপন করা

আপনার ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটের সাথে interact করে এবং আপনার সাথে তথ্য শেয়ার করে তখন তারা নিরাপদ বোধ করতে সাহায্য করে আপনি আপনার ট্রাফিক নম্বর উন্নত করতে পারেন। যখন তারা দেখবে যে আপনার সাইট SSL-সুরক্ষিত, তখন তারা অনলাইনে আপনার সাথে যুক্ত হতে আরও ইচ্ছুক হবে।

উদাহরণস্বরূপ, যদি আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট থাকে, কোন সময়ে, তারা একটি ক্রয় করার আগে তাদের ক্রেডিট কার্ডের বিবরণের মতো তথ্য পূরণ করতে হবে। যদি আপনার গ্রাহকরা দেখতে পান যে আপনার সাইটটি SSL সুরক্ষিত নয় , তাহলে লেনদেনের বাইরের কেউ যারা ওয়েব সার্ভারের কার্যকলাপে ‘শ্রবণ করছে’ এই বিবরণগুলি অ্যাক্সেস করতে পারে৷ তারপর তারা প্রতারণামূলক কার্যকলাপের জন্য আপনার লেনদেন থেকে সংগ্রহ করা ডেটা ব্যবহার করতে পারে। বিশ্বাস স্থাপন এবং বজায় রাখা আপনার ট্রাফিক এবং বিক্রয়কে ততটা প্রভাবিত করতে পারে ।

SSL এর সুবিধা

একজন ওয়েবসাইটের মালিক হিসেবে, আপনার সাইটকে SSL বা সিকিউর সকেট লেয়ার দিয়ে সুরক্ষিত করা নিশ্চিত করে যে আপনার সাইটে কোন কিছুই হারাবে না , এই প্রযুক্তি যা HTTPS ওয়েবসাইটের নিরাপত্তাকে শক্তিশালী করে (এর মানে সুরক্ষিত )।

The post https ssl redirect powerful সনাতন পদ্ধতিতে ssl https redirect করুন আনলিমিটেড উপায়ে 2023 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/5LPRvG1
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট