CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game

CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game

 CarX Street – এটাই প্রথম Open-World Online Mobile Car Racing Game.

Online Mobile Car Racing এর Game এর কথা শুনতেই আমাদের প্রথমে মাথায় আসে Asphalt 9 এর কথা। কিন্তু এই Game টি Asphalt 9 এর মতো নয়।

Asphalt 9 শুধুমাত্র একটি Futuristic Car Racing Game, কিন্তু CarX Street Open-World Realistic Car Racing Game. Open-World মানে হচ্ছে আপনি একটি বড় Map এ নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন, অনেকটা Vice City Game এর মতো। অন্যান্য Real Players দের সাথে Racing করতে পারবেন। এই Game আপনাকে অনেকটা Need for Speed Most Wanted এর feel দিবে।

এই Game এর control gyroscope এর মাধ্যমেও সহজে করতে পারবেন।

 

Game টির আসল মজা নিতে চাইলে, আপনাকে game টি খেলে খেলে টাকা আয় করতে হবে, যা দিয়ে অসাধারণ গাড়ি কিনতে পারবেন।

 

Club এ join করে Racing করে অনেকটাই Need for Speed Most Wanted Blacklist এর মতো feel পাবেনঃ

 

Game এর physics, control আর graphics আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে।

যেহেতু আজকেই game টি Android device এর জন্যে release হয়েছে, তাই low এবং mid range mobile device এ ঠিকমতো হয়তো support করবে না। তবে iOS device এবং high-end device এ ভালোই চলবে। আর ধীরে ধীরে হয়তো game developers রা বেশকিছু mid-end mobile device এর জন্যে game টি optimize করতে সক্ষব হবেন।

আর Playstore থেকে Download করার জন্যে Russia এর VPN connect করে Playstore App এর Data clear করতে হবে। এক্ষেত্রে Power VPN app টি ব্যবহার করতে পারেন। Playstore এ যখন 1% download হয়ে যাবে, তখন VPN disconnect করে দিবেন ভালো internet speed পাবার জন্যে।

Game open করতে বা খেলতে কোনো VPN connect করা লাগবে না।

Game এর Map open করে Online status করে নিয়ে পরিচিত Friends দের সাথেও Racing করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আর আপনার Friend কে Map এর একই জায়াগায় দেখা করতে হবে। এই game এ Friends add করার কোনো option নেই। প্রথমে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে Game টির option গুলো বুঝতে, তবে খেলতে থাকলে, শিখে যাবেন আর YouTube এ search করেও বিভিন্ন tutorials পেয়ে যাবেন।

নিচের CarX Street এর এই video টি দেখলে, আপনি মুদ্ধ হয়ে অবশ্যই game টি খেলতে আগ্রহী হবেনঃ

Join করতে পারেন আমাদের CarX Street এর Facebook Group এবং Messenger Group Chat এঃ https://linktr.ee/carx.street

The post CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/yO4m1SU
via IFTTT

চলুন জেনে নেয়া যাক ২০২২সালের আলোচিত ঘটনাগুলো!!

চলুন জেনে নেয়া যাক ২০২২সালের আলোচিত ঘটনাগুলো!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

দেখতে দেখতে ২০২২ সালের শেষ পর্যায় চলে আসলো ।আজকে ২০২২ সালের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর ২০২২।

বছর বছর বিভিন্ন আলোচিত ঘটনা গুলো ঘটে থাকে ২০২২ সালে এর ব্যতিক্রম ঘটেনি। তো চলুন দেখে নেয়া যাক এই বিদায়ী বছরে কি কি আলোচিত ঘটনা ঘটেছে।

প্রথমেই বলতে হয় 2022 সালের শুরুর দিকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন কে আক্রমণ করে।

এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলে আসছে এখনো এটি চলমান এই জন্য বিশ্বব্যাপী সবকিছুর মূল্যস্ফীতি ঘটেছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবং রাজা তৃতীয় চার্লস সিংহাসন আরোহণ করেন।

বলা হয়ে থাকে ব্রিটিশদের মধ্যে সর্বোচ্চ বেশি শাসনকারী ব্যক্তি হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি প্রায় ৭০ বছরের মতো শাসন করেছেন।

জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবে ২০২২ সালের ৮ই জুলাই জাপানে রাজনৈতিক সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে অনেক সাহায্য সহযোগিতা করে। মূলত বাংলাদেশ তার কাছে ঋণী।

এতক্ষণ তো আন্তর্জাতিক সংবাদ গুলো শোনা হলো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে কি কি ঘটেছে ২০২২ সালে।

বাংলাদেশ বিশেষ করে ২০২২ সালে উন্নয়নশীল বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল। ২০২২ সালের ২৫ শে জুন বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়।

যা নির্মাণে বাংলাদেশের খরচ হয়েছে৩০হাজার কোটি টাকার মতো। যার সুফল এখন বাংলাদেশ পাচ্ছে। কোন বৈদেশিক সহায়তা না ছাড়াই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ সেতুটি নির্মাণ করা হয়েছে।

২০২২ সালের ২৮শে ডিসেম্বর বাংলাদেশে স্বপ্নের মেট্রোরেল চালু হয়। পৃথিবীতে ৫৭ তম দেশের তালিকায় চলে যায় বাংলাদেশ মেট্রোরেল তৈরি করে।

বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আগামী ২০২৩ সালের মার্চ মাসের পরে থেকে মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি ভাবে চালু হবে।

২০২২ সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের নারী খেলোয়াররা প্রথমবারের মতো নারী সাফ দলের শিরোপা জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে।

তাদেরকে ছাদখোলা গাড়িতে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর থেকে।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জয় করে।

সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক উদযাপনের মাধ্যমে বিশ্বকাপ উদযাপন করে আর্জেন্টিনা ভক্তরা

২০২২ সালে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে আবার বাংলাদেশের অনেক ক্ষতিকর বিভিন্ন দিক ২০২২ সালে ফুটে উঠেছে।

১১ ই মে ২০২২ থেকে বাংলাদেশের সিলেট বিভাগে প্রচন্ড ঝড় বৃষ্টি হয় চারিদিকে পানি উঠে যায়। এবং তীব্র বন্যার সৃষ্টি হয়। যা মানুষকে অনেক ভোগান্তির মধ্যে ফেলেছিল। অনেক মানুষের মৃত্যু ঘটেছিল।

২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন এর সূত্রপাত ঘটে। এই ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে। এবং অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও ২০২২ সালে আরও বিভিন্ন ঘটনা ঘটেছে তবে এগুলোই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা ছিল ২০২২ সালে।

২০২২ সাল শেষ আজকে রাত পোহালেই আগামীকাল ২০২৩ সালের শুরু। আশা করি নতুন বছর আমাদের সকলের ভালোভাবে যেন শুরু হয়।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। Happy new year 2023

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য এবং নিত্য নতুন সকল আপডেট পেতে trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post চলুন জেনে নেয়া যাক ২০২২সালের আলোচিত ঘটনাগুলো!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/iJeSq2b
via IFTTT

একাদশ শ্রেণির ভর্তি ফলাফল প্রকাশ, দেখবেন যেভাবে বিস্তারিত

একাদশ শ্রেণির ভর্তি ফলাফল প্রকাশ, দেখবেন যেভাবে বিস্তারিত

এই মাত্র প্রকাশিত হয়েছে একাদশ শ্রেণির কলেজ ভর্তির ফলাফল।

যদিও ফলাফল ৮টায় প্রকাশ হওয়ার কথা, তবে তার আগেই প্রকাশিত হয়েছে।

ফলাফল দেখার নিয়ম :

প্রথমে এই লিংকে ক্লিক করুন।

অথবা Official Website এর View Results এ ক্লিক করুন।

এবার রোল নাম্বার, বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে View Result এ ক্লিক করুন।

দেখুন ফলাফল দেখা যাচ্ছে :

প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়েছে তাদের পেমেন্ট সংক্রান্ত তথ্য :

১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০১/০১/২০১৩ তারিখ হতে ০৮/০১/২০২৩ তারিখ সন্ধ্যা ৮ টার মধ্যে | মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে | ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির | তারিখ ২২/০১/২০১৩ হতে ২৬/০১/২০২৩ পর্যন্ত।

আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে।
কোন সমস্যা হলে কমেন্ট করুন
অথবা
যেকোনো প্রয়োজনে জয়েন করুন

Author : T@HER

আমার ওয়েবসাইট লিংক :



The post একাদশ শ্রেণির ভর্তি ফলাফল প্রকাশ, দেখবেন যেভাবে বিস্তারিত appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Bpf2MqZ
via IFTTT

একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট প্রকাশ হয়েছে

একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট প্রকাশ হয়েছে

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট বের হয়েছে আছকে.! ভর্তির রেজাল্ট ফোনে এসএমএস দিয়ে যানিয়ে দেওয়া হয় কিন্তু রেজাল প্রকাশ হওয়ার অনেকক্ষণ পরে কিন্তু অনলাইন খুব দ্রুত রেজাল্ট দেখতে পারবেন ফলাফল প্রকাশ হয়া মাত্রই

ভর্তির রেজাল্ট দেখতে প্রথমে এখানে ক্লিক করুন.!

তার পর আপনার Ssc রোল, শিক্ষা বোর্ড, পরিক্ষা সাল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং Verification কোড সিলেষ্ট করে দিয়ে View Result এ ক্লিক করুন

তার পর আপনার নাম সহ এবং কোন কলেজে এবং কোম বিভাগে একাদশ শ্রেণীতে চাঞ্জ পেয়েছে তা দেখতে পাবেন। আর এখানে যদি কোনো ধরনের ফলাফল না আসে তো তা হলে ১ম পর্যায়ের ভর্তির জন্য কোন কলেজে মনোহিত হননি। আবার ২য় পর্যায়ের ভর্তির জন্য আবেদন করতে হবে.!

আপনি যে কলেজে চাঞ্জ পেয়েছেন সে কলেজে এখন ভর্তি হতে চান তো আগামি ০১/০১/২০২৩ তারিখ হতে ০৮/০১/২০২২ তারিখ এর মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা জমা দিতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

আর যদি আপনি যে কলেজে চাঞ্জ পেয়েছেন সে কলেজে ভর্তি হতে না চান তো ২য় বার আবার আবেদন করবেন তা হলে নিশ্চায়ন ফি জমা দিতে হবে ১ম পর্যায়ের যে কলেজে চাঞ্জ পেয়েছেন তা বাতিল হয়ে যাবে এবং নতুন করে ২য় বার আবার আবেদন করতে পারবেন।

আর একবার নিশ্চায়ন ফি দিয়ে দিলে তার পরে ২য় বার আর কোনো কলেজে ভর্তি জন্য অনলাইন এ আবেদন করতে পারবেন না।

নিশ্চায়ন ফি জমা দিয়ার পর আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। এই নির্দৃষ্ট সময়ের মধ্যে নির্বাচিত কলেজে গিয়ে কাগজ পত্র জমা দিয়ে ভর্তি হতে হবে.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট প্রকাশ হয়েছে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/vAnSt4I
via IFTTT

এবার টেলিগ্রামের মাধ্যমে আপনার বন্ধুদের ছবি , লোকেশন বের করুন তাদের অজান্তেই 😛(99.99% working)

এবার টেলিগ্রামের মাধ্যমে আপনার বন্ধুদের ছবি , লোকেশন বের করুন তাদের অজান্তেই 😛(99.99% working)

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন নতুন আরও একটি পোস্টে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখে নিব কিভাবে টেলিগ্রামের মাধ্যমে আপনি যে কারো লোকেশন এবং তার বর্তমান একটি ছবি এছাড়াও তার মোবাইল ফোনের চার্জিং সম্পর্কে কিভাবে আপনি জানতে পারবেন একদম সহজে আমার মনে হয় অনেকেই হয়তোবা এই বিষয়টি জানেন না।

এ আর্টিকেলটি শুধুমাত্র বন্ধুদের সাথে মজা করার জন্য ব্যবহার করবেন দেখানো পদ্ধতিগুলি। দয়া করে কেউ সিরিয়াস বা কাউকে হয়রানি করার ক্ষেত্রে অবলম্বন করবেন না আপনার নিজ দায়িত্বে এই কাজটি করে নিবেন। আমাদের আজকে আর্টিকেলে সম্পন্ন বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব যদি আপনার কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনার একটি সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান দেওয়ার।

টেলিগ্রামের মাধ্যমে লোকেশন, ছবি বের করার উপায়।

সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে টেলিগ্রাম অ্যাপ আশা করি অনেকেই এই অ্যাপটি ব্যবহার করেন যদি আপনার মোবাইল ফোনে এক্সট্রা ইন্টারনেট থাকে তাহলে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন এবং শুধুমাত্র বিনোদন বা মজা করার জন্য আপনি এটি অবলম্বন করবেন প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোন ইন্সটল করুন এবং এরপর আমাদের যে কাজগুলি আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি যদি সমস্যা হয় তাহলে কমেন্টে আপনার সমস্যাটি তুলে ধরার চেষ্টা করবেন।

ট্রিকবিডিতে পূর্বে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছিল যেখানে একটি অ্যাপ ডাউনলোড করতে হয় এবং সেখান থেকে বিভিন্ন উপায়ে লোকেশন ট্র্যাক করা যায় বা তার লোকেশন দেখা যায় কিন্তু এখানে আপনি টেলিগ্রামের মাধ্যমে তার লোকেশন সহ তার মোবাইল ফোনের বর্তমান সময় কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং তার একটি ছবি সরাসরি আপনি দেখতে পারবেন আপনার ভিকটিম বুঝতেই পারবে না যে আপনি তার এই সমস্ত বিষয়ে দেখতেছেন।

টেলিগ্রামে প্রবেশ করার পর দেখতে পারবেন একটি সার্চ মেনু রয়েছে যেখানে আমাদেরকে Track Down লিখে সার্চ করতে হবে। স্ক্রিনশট ফলো করুন।

স্ক্রিনশটে যে সকল জায়গায় আমি চিহ্নিত করে দেবো এখানে ক্লিক করবেন এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে লিঙ্ক তৈরি করতে হবে তো আপনি যখন উপরে থাকা স্ক্রিনশট চিহ্নিত করা অপশনে ক্লিক করবেন তারপরে আপনার সামনে একটি বট চলে আসবে অর্থাৎ টেলিগ্রাম বট চলে আসবে এখান থেকে স্টার্ট অপশন পাবেন সেখানে ক্লিক করে দিবেন এরপর আপনাকে হয়তো বা একটি গ্রুপে জয়েন হতে বলবে সেটি হচ্ছে তাদের সাপোর্ট গ্রুপ এখান থেকে আপনি কোন সমস্যা হলে তার সমাধান পেয়ে যাবেন তো গুরুপে জয়েন হবেন এবং এরপর একটি মিনু দেখতে পারবেন সেই মিনু থেকে Create নামের বাটনটিতে ক্লিক করে দেবেন।

উপরে থাকা স্কিনশট দে ক্লিক দেওয়ার পর আপনার কাছে একটি লিঙ্ক চাইবে তো যেকোনো একটি লিংক অর্থাৎ লিংকের শুরুতে অবশ্যই HTTPS রকম থাকতে হবে যেন সেটিকে একটি লিঙ্ক মনে হয় আমি এখান থেকে ট্রিক বিডি লিংকটি দিয়ে দিচ্ছি।

দেওয়ার পর সেন্ড করে দেবেন এরপর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন আপনার জন্য কিছু লিংক তারা তৈরি করে দিবে এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাকে আট থেকে দশটি লিংক তৈরি করে দিয়েছে টেলিগ্রাম বট।

এখন দেখুন আমাদেরকে এখানে বেশ কিছু লিংক দেওয়া হয়েছে (আমি নতুন এবং পুরাতন কিছু স্ক্রিনশট ব্যবহার করেছি যার জন্য লিংক গুলো ভিন্ন ভিন্ন মনে হচ্ছে এবং নিয়মিত লিংক গুলি আপডেট হতে থাকে)

আরো পড়ুন:

অনলাইন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম।

তো আমাদেরকে কি করতে হবে এই লিংক গুলি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে এর জন্য আপনি যেকোন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন লিংক শেয়ার করার জন্য।

আপনার বন্ধুদের মাঝে যেকোনোভাবে এই লিংকটি শেয়ার করবেন এবং যেকোন ভাবেই হোক আপনি এই লিংকে মধ্যে তাকে ক্লিক করতে বলবেন তো এরপর কাজ হচ্ছে সে যখন লিংকে ক্লিক করবে সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে সেই পেজটি নিচে থাকা স্ক্রিনশটের মত হবে।

এটি লিংকে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আপনার সামনে চলে আসবে এরপর হচ্ছে ছবি এবং লোকেশন লিংকে ক্লিক করার পর তার কাছে কিছু একসেস পাবেন যেমন ক্যামেরা এক্সেস এবং লোকেশন এক্সেস সে যদি দুটো অন করে দেয় তাহলে তার লোকেশন এবং ক্যামেরা চালু হয়ে যাবে সাথে সাথে আপনাকে তারা ছবি পাঠাবে টেলিগ্রাম বট এর মাধ্যমে অবশ্যই তাকে এক্সেস প্রদান করতে হবে এবং তাকে এমন ভাবে বলবেন যেন সে এখানে এক্সেস প্রদান করে।

এরপর দেখতে পারবেন তার ছবি এবং লোকেশন চলে এসেছে 😛😁 অবশ্যই তা ক্যামেরা এক্সেস এবং লোকেশন চালু থাকতে হবে তাহলে কিন্তু আপনি এ দুটি দেখতে পারবেন এছাড়াও উপরে স্ক্রিনশটে যখন সে ক্লিক করবে দেখতে পারবেন তার মোবাইল ফোনে কত পারসেন্ট চার্জ রয়েছে।

এইভাবে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন অনেকেই হয়তো বা এই লিংকগুলোতে ক্লিক করতেছেন না কেননা লিংক গুলো তাদের কাছে সন্দেহজনক মনে হয়। তো এর জন্য আমি একটি টিপস আপনাদের সাথে বলতেছি আমার পার্সোনালি আপনি তাকে এইভাবে এসএমএসটি দিবেন এবং লিংকটি দেবেন।

( dst ei dekh tor r Ekta mayyar pic ekhane dekhlam tui je prem koris seta amake eto din bolis nai 🙂 vabchilam tui Amar sathe sob kichu share koris, jaihok meye ta kintoo onek sondor ache 🐸)

উপরে থাকলে লেখাটি কপি করে আপনার বন্ধুকে দিবেন এবং সাথে লিংক দিবেন তাহলে আশা করি সে অবশ্যই এ লিংক এর মধ্যে ক্লিক করবে এবং আপনি তার সমস্ত বিষয়গুলি দেখতে পারবেন অর্থাৎ লোকেশন তার মোবাইল ফোনের চার্জ এবং তার ফটো যে অবস্থায় রয়েছে অটোমেটিক ভাবে ক্যামেরা থেকে ছবি উঠে যাবে সে বুঝতেও পারবে না।

আশাকরি আপনার কাছে আর্টিকেলটি ভালো লেগেছে যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যাটি আমাদের সাথে শেয়ার করুন চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং এটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে করার চেষ্টা করবেন তা ছাড়া কারো হ্যারাসমেন্ট করার জন্য ব্যবহার করবেন না তাহলে আপনি দায়ী থাকবেন আমি শুধুমাত্র মজা করার জন্য এটি ট্রিকবিডি তে শেয়ার করলাম।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন কিছু জানতে নতুন কিছু শিখতে প্রতিনিয়ত ট্রিকবিডি ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।

The post এবার টেলিগ্রামের মাধ্যমে আপনার বন্ধুদের ছবি , লোকেশন বের করুন তাদের অজান্তেই 😛(99.99% working) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/dWgYtuL
via IFTTT

বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ইউজারদের জন্য দুঃসংবাদ!! বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন

বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ইউজারদের জন্য দুঃসংবাদ!! বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে বিকাশ ব্যবহার করে থাকি এটি আমাদের জীবনকে করেছে সহজ এবং সাশ্রয়ী। বর্তমানে বিকাশের মতো আরও বিভিন্ন ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বাংলাদেশ চালু হয়েছে।

২০২১ সাল থেকে বিকাশ আমাদেরকে বিকাশ পয়েন্ট রিওয়ার্ড প্রদান করছে। মূলত আমাদের বিভিন্ন সময় বিকাশ ব্যবহার করে বিকাশ আমাদেরকে পয়েন্ট দিত সেটাই হচ্ছে বিকাশ পয়েন্ট রিওয়ার্ড।

যা ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করে মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক পাওয়া যেত। অনেকেই আছেন বিকাশের পয়েন্ট গুলো সংগ্রহ করে রেখে দিয়েছেন।

তাদের জন্য দুঃসংবাদ কারণ এই পয়েন্টটি ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখে শেষ হয়ে যাবে। আমি লাইভ চ্যাটে কথা বললাম এই যে স্ক্রিনশট।

সুতরাং এই সময়ের মধ্যে যার যতগুলো পয়েন্ট রয়েছে ব্যবহার করে ফেলুন নয়তো অটোমেটিক সেই পয়েন্টগুলো কেটে নিবে বিকাশ। এবং আপনি চাইলেও সেগুলো আর ব্যবহার করতে পারবেন না।

তাই সময় থাকতে এখনই ব্যবহার করে ফেলুন আপনার সংগ্রহ করা বিকাশ রিওয়ার্ড পয়েন্টগুলো।

তো বন্ধুরা এটাই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। নিত্য নতুন প্রযুক্তির সকল খবর পেতে trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ইউজারদের জন্য দুঃসংবাদ!! বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/4WJkFhn
via IFTTT

Get Access To Someone WhatsApp In Just 2 minute – কিভাবে যে কারো Whatsapp অ্যাক্সেস নিবেন মাত্র ২ মিনিটে!

Get Access To Someone WhatsApp In Just 2 minute – কিভাবে যে কারো Whatsapp অ্যাক্সেস নিবেন মাত্র ২ মিনিটে!

Get Access To Someone WhatsApp In Just 2 minute – কিভাবে যে কারো Whatsapp অ্যাক্সেস নিবেন মাত্র ২ মিনিটে!

 

যে কারো WhatsApp এ অ্যাক্সেস নেওয়া কি সম্ভব?

– হ্যাঁ WhatsApp এ অ্যাক্সেস নেওয়া যায়, তবে  এর জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন কিন্তু প্রথমেই আপনাকে বলতে চাই এখানে যা কিছু শেখানো তা আপনি নিজ দায়িত্বে ব্যাবহার করবেন।
 

কি কি প্রয়োজন কারো WhatsApp অ্যাক্সেস নিতে?

– কারো WhatApp a অ্যাক্সেস নিতে হলে প্রথমেই আপনাকে নিজের ফোনে একটি অ্যাপ ইন্সটল করতে হবে এবং যার WhatsApp অ্যাক্সেস নিতে চাচ্ছেন তাঁর ফোন ২ মিনিটের জন্য হাতে নিতে হবে যাতে সে দেখতে না পারে এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হবে।  

কিভাবে WhatApp এ অ্যাক্সেস নিবো?

১/ প্রথমেই আপনাকে নিজের ফোনে Whats web scan অ্যাপটি ইন্সটল করে নিতে হবে এবং অ্যাপটি ওপেন করতে হবে।

 

২/  এরন Whats Scan এ ক্লিক করতে হবে ।
 

৩/  এরপর একটি QR Code আসবে এবং এটি এভাবেই রাখতে হবে ।

 

 

৪/ এখন আপনাকে যার WhatsApp অ্যাক্সেস নিতে চাচ্ছেন তাঁর ফোন হাতে নিতে হবে এবং WhatsApp ওপেন করতে হবে, তারপর 3 ডট এ ক্লিক করতে হবে ।
 

৫/ এরপরে Linked devices এ ক্লিক করতে হবে।

 

৬/  এরপর আপনাকে Link a device এ ক্লিক করতে হবে।

৭/  Scan QR code আসলে আপনার ফোনে থাকা QR code টি Scan করুন।

 

Boom! আপনি পেয়ে গিয়েছেন ফুল WhatsApp অ্যাক্সেস।

 

শেখানোর উদ্দেশে ব্লগটি লেখা তাই এখানে দেখানো সকল কিছু নিজ দায়িত্বে ব্যাবহার করুন। 

 

এরকম আরো Tricks দেখতে চাইলে Join করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। 

Telegram – @publiczone7

 

The post Get Access To Someone WhatsApp In Just 2 minute – কিভাবে যে কারো Whatsapp অ্যাক্সেস নিবেন মাত্র ২ মিনিটে! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/rszJo9N
via IFTTT

এসএমএস বোম্বিং করুন Termux দিয়ে আর মজা নিন বন্ধুদের সাথে,

এসএমএস বোম্বিং করুন Termux দিয়ে আর মজা নিন বন্ধুদের সাথে,

আসসালামু আলাইকুম । আশা করি সকলেই ভালো আছেন , আজকে আমি যে বিষয় টি নিয়ে আলোচনা করবো টা হলো Termux দিয়ে SMS BOMBING করা ।
তো আর কথা না বাড়িয়ে মূল টপিক এ চলে যাই ।

SMS BOMBING কি :-

SMS BOMBING হলো কারো নাম্বার এ অল্প সময়ের মধ্যে অনেক গুলো এসএমএস পাঠিয়ে কাউকে বিরক্ত করা , এটা কে স্প্যামিং ও বলা হয় ।

SMS BOMBING কেন করা হয় :-

SMS BOMBING করা হয় কাউকে বিরক্ত করার জন্য , বা করো সাথে মজা করার জন্য । আজকাল দেখা যায় অনেকেই এমনি ফোন দিয়ে বা মেসেজ দিয়ে আপনাকে জ্বালাতন করে , তাকে আপনি এসএমএস বোম্বিং করতে পারেন ।

IMPORTANT NOTICE:-

এসএমএস বোম্বিং api ব্যাবহার করতে হয়, অনলাইন এ এসএমএস বোম্বিং করার বিভিন্ন টুলস রয়েছে, এক এক টুলস এক এক api দিয়ে তৈরি করা হয়ে থেকে, কিছু কিছু টুলস অনেক গুলো api দিয়ে বানানো হয় যার কারণে বেশি পাওয়ারফুল হয়ে থাকে , আজকে আমি যে টুলস টা শেয়ার করবো টা ১ টি api দিয়ে তৈরি করা , কিন্তু তাও চলার মতো। আমি পরবর্তী সময় এ অনেক গুলো api দিয়ে তৈরি করা টুলস শেয়ার করবো । আর এই api গুলো সব সময় আপডেট রাখতে হয় । Api গুলো এক্সপায়ার হয়ে গেলে এসএমএস বোম্বিং ঠিক মত আর কাজ করেনা । তাই যারা এই পোস্ট টা বেশি দেরিতে দেখবেন , তাদের এসএমএস বোম্বিং ঠিক মত কাজ না করলে , অযথা কমেন্ট এ গালা গালি করবেন না ।এসএমএস বোম্বিং করা নিয়ে ট্রিকবিডি তে আরো অনেক পোস্ট রয়েছে, আপনি চাইলে সেগুলো ও ব্যাবহার করতে পারেন , কিন্তু অনেক আগের পোস্ট হলে ঠিক মত কাজ নাও করতে পারে । 

কিভাবে SMS BOMBING করতে হয় :-

  • এসএমএস বোম্বিং করার জন্য প্রথমেই Play Store থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে , যার নাম Termux .
  • ডাউনলোড করার পর অ্যাপ টি ওপেন করুন ।
  • তারপর কিছু কমান্ড দিতে হবে । যদি কোনো Error আসে তবে আমার সাথে যোগাযোগ করুন , আমার লিংক :- TUNTUN1H4X0R

1. pkg update -y

2. pkg upgrade -y

3. pkg install python -y

4. pkg install git -y

5. git clone https://ift.tt/Fr9q4Sv

  • এবার টুলস রান করতে তার জন্য কমান্ড দিন ,

6. cd bxbom

7. python bxbomb.py

এবার প্রথমে এমনিই একটা নাম দিন , তারপর যার নাম্বার এ এসএমএস বোম্বিং করবেন তার নাম্বার । তারপর কত গুলো দিবেন ।

Prove :-

 

 

পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী তে অনেক গুলো api নিয়ে পোস্ট করবো যার কারণে যদি কেউ একটি নাম্বার ব্লক করে তবে অন্য api থেকে যাবে । এবং খুব শীঘ্রই কিভাবে নিজে api বের করবেন আর টুলস তৈরি করবেন তার টিউটোরিয়াল দিবো।

বি:দ্রঃ- ট্রিকবিডি তে এটা আমার প্রথম পোস্ট তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন ।

আমার সাথে যোগাযোগ করতে :- TUNTUN1H4X0R

The post এসএমএস বোম্বিং করুন Termux দিয়ে আর মজা নিন বন্ধুদের সাথে, appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/O5vJ3D1
via IFTTT