সিক্রেট টিপস!! জেনে নিন কিভাবে জিপি পোস্ট পেইড সিমে স্ক্র্যাচ কার্ড রিচার্জ করবেন!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা অনেকেই আছি যারা গ্রামীণফোন সিম ব্যাবহার করি। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সব চাইতে ভালো সার্ভিস প্রদান করে গ্রাহকদের।

এটি মূলত টেলিনর এর সহ প্রতিষ্ঠান প্রায় বহু বছর থেকে বাংলাদেশে তাদের সার্ভিস প্রদান করছে । এবং যথেষ্ট জনপ্রিয় একটি অপারেটর হিসেবে পরিচিত।

কিন্তু দুঃখজনক ব্যাপার হলো অন্যান্য অপারেটর এর চাইতে এর টাকা কাটা এর পরিমাণ বেশি।

এই জন্য অনেকেই গ্রামীণফোন এর পোস্টপেইড সিম এর ব্যাবহার বাড়িয়ে দিয়েছেন।

গ্রামীণফোন এর পোস্ট পেইড সিম এর সবচাইতে ভালো সুবিধা হলো প্রিপেইড সিম এর চাইতে সব চাইতে কম কল রেটে কথা বলা যায়।

এবং বলা যায় প্রায় সব দিক দিয়ে সুবিধা আছে,তবে সুবিধা এর পাশাপাশি অসুবিধা আছে ।

এই পোস্টপেইড সিমে সারসরি রিচার্জ করা যায় তবে কোনো স্ক্র্যাচ কার্ড রিচার্জ করা যায় না।এই জন্য ব্যাবহারকারীদের সমস্যাতে পড়তে হয়।

আজকে আমি এমন ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা সহজেই আপনার পোস্ট পেইড সিমে স্ক্র্যাচ কার্ড রিচার্জ করতে পারবেন।

আপনি আপনার স্ক্র্যাচ কার্ডটি প্রথমে স্ক্রাচিং করে তুলুন

এই জন্য আপনার প্রথমেই আপনার এসএমএস অপশনে যেতে হবে আপনি টাইপ অপশন এ গিয়ে লিখতে হবে

PAY তারপর স্পেস দিবেন মানে ফাঁকা দিবেন একটুএর পরে আপনার গোপন নম্বর টি দিতে হবে

তার পরে আপনি ২৫৬৬৬ এই নম্বর ম্যাসেজ করে রিচার্জ নিতে পারবেন।এসএমএস করতে আপনার কোনো চার্জ কাটবে না।

এই দেখুন আমার 10 টাকা এর রিচার্জ কার্ড এর টাকা একাউন্ট এ অ্যাড হয়ে গেছে। রিচার্জ সফল হলে এমন এসএমএস পাবেন আপনি আপনার ফোনে।

তো, এইভাবে সহজ কিছু নিয়ম অনুসরন করে আপনার গ্রামীণফোন পোস্টপেইড সিমে রিচার্জ করতে পারবেন ।

তবে শুধু মাত্র রিচার্জ কার্ড ইউজ করতে পারবেন এমবি কার্ড বা মিনিট কার্ড রিচার্জ করতে পারবেন না।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post সিক্রেট টিপস!! জেনে নিন কিভাবে জিপি পোস্ট পেইড সিমে স্ক্র্যাচ কার্ড রিচার্জ করবেন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ENP1miw
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট