[ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See)

হ্যালো ট্রিকবিডিবাসী । শুরুতেই সবার প্রতি আমার সালাম “আস্সালামু আলাইকুম”, সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি ভালোই আছেন । আমিও আল্লাহর রহমতে ভালোই আছি । আজকে আমি একটি আপডেট ট্রিক আপনাদের মাঝে শেয়ার করবো । আশা করি এই ট্রিকটা অনেক জাভা ইউজার ভাইদের কাজে আসবে । আর বন্ধুরা প্রিয়ো ট্রিকবিডিতে এটাই আমার ১ম পোষ্ট ।
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দূষ্টিতে দেখবেন ।
তো বেশি বকবক না করে মূল কাজে আসিঃ-

Main Topic

আজ আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে, “জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে কিভাবে পোষ্ট ( Only Text )করবেন . (একদম নতুন পদ্ধতিতে)

SOMEONE :অনেকেই হয়তো বলতে পারেন যে, ফেসবুক পেজে পোষ্ট করা কি ! এমন কঠিন ব্যাপার । আমি তাদের উদ্দেশ্যে বলছি , বেশ কিছুদিন ধরে আমরা যারা জাভা মোবাইল ইউজার ভাইয়েরা রয়েছি । আপনারা হয়তো খেয়াল করেছেন যে. বর্তমানে জাভা দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করা তো দূরের কথা , পেজ অপেন করায় যাচ্ছেনা । অনেক জাভা ইউজার’রা আছেন যারা পেজে পোষ্ট করতে আগ্রহী কিন্তু পাচ্ছেন না । আর কোনো চিন্তা নেই । আমার দেওয়া ট্রিকটা ফলো করতে পারেন । আশা করি , সক্ষম হবেন ।
তো অনেক ঘাটাঘাটির পর আমি জাভা দিয়ে পেজে পোষ্ট করতে সক্ষম হলাম । তাই আজকে আপনাদের সাথে ট্রিকটা শেয়ার করার জন্য লিখতে বসলাম ।

[Warning : Mobile View অন করুন]

Let’s Start :
তো প্রথমেই আপনাকে যেকোনো একটি অপেরা মিনিতে ঢূকতে হবে । যে অপেরা মিনি দিয়ে আপনি পেজে পোষ্ট করতে চাঁন , সেটাতে আগে থেকেই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখুন । আর যদি লগ ইন করা না থাকে তাহলে নাম্বার/জিমেইল, পাসোয়ার্ডের মাধ্যমে আইডিটি লগ ইন করে নিন ।
এরপর অপেরার হোম পেজে যান এবং “Enter Address এ চাপ দিন । (নিচের মতো)

এরপর সেখানে লিখুন

“mtouch.facebook.com/(এখানে আপনার পেজের ইউজার নেইম দিন)

এখানে আমি আমার পেজের ইউজারনেইম টা দিলাম অর্থ্যাৎ উদাহরণস্বরূপ এই ভাবে লিখুনঃ ( mtouch.facebook.com/bgmhs.bd )
নিচের মতো

তারপর কল বাটনের উপরের বাটন চাপুন + “go to” এ চাপুন ।
নিচের মতো

তারপর আপনাদের সামনে নিচের মতো ১টি ইন্টারফেইস শো করবে ।

এখন আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকুন । একটু যাওয়ার পর “Write Something” নামে ১টি অপশনের মতো দেখতে পারবেন । যেটাতে ক্লিক করার মতো পজিশন শো করবে ।
নিচের মতো

ঐটার উপর ক্লিক করুন ।
এইবার নিচের মতো দেখতে পারবেন ।

এখানে আপনার পোষ্ট লেখালেখির জন্য ১টি বক্স পাবেন এবং বক্সটির উপরে + নিচে “Post” লেখা দেখতে পারবেন । ভুলেও বক্সের নিচে থাকা “Post” লেখায় চাপ দিবেন না কারন বক্সের নিচে থাকা “Post” লেখাতে চাপ দিলে আপনার পোষ্ট পাবলিশ হবেনা । সো বক্সের উপরে থাকা “Post” লেখাটিতে চাপ দিতে হবে । তবেই আপনার পোষ্ট পাবলিশ হবে ।
এখন বক্সটিতে আপনি আপনার পোষ্টের বিস্তারিত লিখুন । আমি “I Love Trickbd” লিখছি । আপনারা আপনাদের ইচ্ছামতো লিখতে পারেন । তারপর ওকে চাপ দিয়ে পুনরায় ইন্টারফেসটিতে ফিরে আসুন নিচের মতো ।

এখন এই পেজটির সর্ব উপরে থাকে “Post” লেখাতে চাপ দিলেই আপনার পেজে করা পোষ্টটি পাবলিশ হয়ে যাবে ।

এরপর নিচের মতো আসলে বুজবেন , আপনার পোষ্ট পাবলিশ হয়েছে ।

তো এই ছিলো আজকের পোষ্টে ।
বন্ধুরা অবশ্যই পোষ্টটিতে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানান ।

ধন্যবাদ

যেকোনো প্রয়োজনে ফেসবুকে

Shawon Ahmed Shan আমি ।

The post [ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Vi7f2uk
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট