আপনার এন্ড্রয়েড ফোনে ইনস্টল করা এপ্সটি ক্ষতিকর কিনা দেখে নিন।

  • আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
বর্তমান যুগে স্মার্টফোন আমরা সবাই কম-বেশি ব্যাবহার করে থাকি। স্মার্টফোন ছাড়া আমাদের প্রায় আমাদের জীবনই অচল। আমরা এন্ড্রয়েডে এপ্স সকলে ব্যাবহার করে থাকি। আমরা কিন্তু অনেকে জানি না আমাদের ফোনের কোনটি ক্ষতিকর এপ্স এবং কোনটি ক্ষতিকর নয়।
আমরা জানি বর্তমানে প্লে স্টোরে কোনো ক্ষতিকর এপ্স নেই, স্ক্যান করার সিস্টেম থাকায় প্লে স্টোরে ক্ষতিকর এপ্স নেই। আগে স্ক্যান করার অপশন না থাকার অনেক ক্ষতিকর এপ্স আমরা ইন্সটল করেছি, এবং পরে আমাদের ফোনের ক্ষতি হয়েছে।
আমরা প্লে স্টোর ছাড়াও অন্যান্য সাইট থেকে এপ্স ইনস্টল করে থাকি৷ আমরা অনেক সময় বুঝি না এপ্সটি ক্ষতিকর কিনা।
আজকে আপনাদের দেখাব,আপনার স্মার্টফোনে থাকা এপ্সগুলো ক্ষতিকর কিনা। ক্ষতিকর এপ্সগুলো আমাদের স্মার্টফোনে ইনস্টল করে ব্যাবহার করলে আমাদের স্মার্টফোনটির অনেক ধরনের সমস্যা দেখা দেয়। 
কথা না বাড়িয়ে শুরু করা যাক, 
আপনার এন্ড্রয়েড ফোনে ইনস্টল করা এপ্সটি ক্ষতিকর কিনা যেভাবে দেখবেনঃ-
প্রথমে আপনার স্মার্টফোনের প্লে-স্টোর ওপেন করবেন,
তার পর নিচের দেখানো যায়গায় ক্লিক করবেন,
তার পর Play Protect এ ক্লিক করবেন
তার পর Scan এ ক্লিক করুন,
তার পর অটোমেটিক স্ক্যান নিবে এবং ক্ষতিকর এপ্সগুলো থাকলে স্ক্যান হয়ে দেখাবে
এবং ক্ষতিকর এপ্স না থাকলে এরকম দেখাবে
ক্ষতিকর কোনো এপ্স এখানে সো করলে সে এপ্স আনইন্সটল করে দিবেন।
ব্যাস! কাজ শেষ।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
  • যেকোন প্রয়োজনে,
  • ফেসবুকে আমিঃ-
  • ধন্যবাদ। 

The post আপনার এন্ড্রয়েড ফোনে ইনস্টল করা এপ্সটি ক্ষতিকর কিনা দেখে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/kcgd0t8
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট