আসসালামু আলাইকুম !
প্রিয় বন্ধুরা !
আমি আজ এমন একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটা 24000 টাকার ভিতরে ভালো একটি ফোন ৷
TCL Stylus ফোনটি বিশাল ডিসপ্লের সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফির জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ৷
যারা গেম প্রেমিক তাদের জন্য বেশ ভালো মানের ফোন TCL Stylus ৷
TCL Stylus ফোনটি 5জি নেটওয়ার্কের সাথে HSPA 42.2/5.76 Mbps, LTE, 5G স্পিড রয়েছে ৷
TCL Stylus ওজন ২১৩ গ্রাম প্লাস্টিক ফ্রেম ৷
দ্রুত কাজ করতে পারবেন ৷ ফোনের সাথে একটি Stylus Pen থাকবে যা দিয়ে ড্রয়িং, সাক্ষার, ইত্যাদী কাজ করতে পারবেন ৷
চলুন জেনে নিন টিসিএল স্টাইলস স্পেসিফিকেশন
TCL Stylus Specifications:
মোবাইলটি তৈরী হয়েছে Glass Front, Plastic Frame, Plastic Back এবং দুইটি ন্যানো সিম ব্যাবহার করা যাবে ৷
Display:
IPS LCD, ৬.৮-ইঞ্চির (ডিসপ্লে Resolution 1080 x 2460 পিক্সেল)
Camera:
৪টি ক্যামেরা রয়েছে ৷ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডিপ ক্যামেরা । আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা । মোট কথা ক্যামেরা অনেক ভালো ৷
Bettary:
৪০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারির সাথে Fast charging 18w, রয়েছে ৷ মাত্র ২ঘন্টায় চার্জ (100%) ফুল হবে ৷ ব্যাটারি কম মনে হলেও ১৬ ঘন্টা চার্জ থাকবে ৷
Storage:
১২৮ জিবির স্টোরেজ এর সাথে ৪ জিবি র্যাম ৷ আলাদা 2TB মেমোরি ব্যবহার করা যাবে ৷
Prossesor:
Octa-core 2.0 GHz ফোনটিতে পাবেন MediaTek MT6833 Dimensity 700 (7 nm) ফোনটি অ্যান্ড্রয়েড 12, TCL UI 4.0 অপারেটিং সিস্টেম ।
EASY FUNCTIONALITY:
স্ক্রীন ম্যাগনিফিকেশন, ইমেজ নোট করা বা ড্রয়িং করা বা ই-স্বাক্ষর তৈরি করতে পারবেন এবং দ্রুত অ্যাক্সেসের জন্য শর্টকাট মেনু ব্যাবহার করতে পারবেন ৷
Color:
- Lunar Black
More: একটি কালারে পাওয়া যাবে ৷
Features:
AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot, Fingerprint.
Special Features:
- Google Translate
- Parental Control
- Wellbeing
- Fingerprint (side-mounted)
- One-handed Mode
- Dark Theme
- Fast charging 18W
- OTG
দামঃ অফিশিয়াল প্রাইজ ৳24,990.00 টাকা মাত্র ৷ টিসিএল শোরুমে কিনতে পারবেন
অথবা অনলাইনে কিনতে ⇄ TCL Stylus
বক্সের সাথে যাযা থাকবে: একটি ১৮w চার্জার, ওয়ারেন্টি কার্ড, পোনের সর্টকার্ট গাইড বুক, এবং একটি পেন থাকবে ৷
পরিশেষে, বলি TCL Stylus ফোনটি আমার কাছে ভালো লেগেছে ৷ আপনার ভালো লাগলে কমেন্টস করে বলুন ৷
আজ এই প্রযুন্ত পরের পোস্টে আরো একটি ফোন রিভিউ নিয়ে হাজির হবো ৷ ততক্ষন ট্রিকবিডির সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ৷ চোক রাখুন ট্রিকবিডির হোম পেজে ৷৷৷
ধন্যবাদ !
The post TCL Stylus মোবাইল ফোন কেমন এক নজর দেখে নিন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5UfEIBv
via IFTTT