Heart বা হৃৎপিন্ড কিভাবে কাজ করে আসলে? 🤔

🤔Heart বা হৃৎপিন্ড আসলে কি??
Heart বা হৃৎপিন্ড হলো একটি Muscular (পেশীবহুল) Pumping Organ(সংকোচন প্রসারণ করতে সক্ষম এরকম অঙ্গ) যা রক্ত সারা শরীরে পাম্প করতে পারে।
.
🤔Heart এর গঠন কেমন?
Heart 4 টি প্রকোষ্ঠে(chamber) এ গঠিত একটি অঙ্গ। উপরের দুটি chamber কে বলা হয় Right Atrium বা ডান অলিন্দ এবং Left Atrium বা বাম অলিন্দ।নিচের দুটি প্রকোষ্ঠকে বলা হয় Right Ventricle বা ডান নিলয় এবং Left Vehicle বা বাম নিলয়।Chamber গুলো Valve বা কপাটিকা দিয়ে পৃথক থাকে।
🤔Heart কিভাবে কাজ করে?
হার্টের Right Atrium এ Co2 যুক্ত অর্থাৎ দূষিত রক্ত আসে সমস্ত শরীর থেকে এবং valve open হওয়ার মাধ্যমে Right vehicle এ প্রবেশ করে।এরপর এই Co2 যুক্ত রক্ত pulmonary artery (ফুসফুসীয় ধমনি) এর মাধ্যমে Lung (ফুসফুস) এ প্রবেশ করে এবং Lung এই দূষিত রক্ত বিশুদ্ধ O2 যুক্ত রক্তে রূপান্তরিত হয়।এই O2 যুক্ত এরপর Pulmomary Vein(ফুসফুসীয় শিরা) এর মাধ্যমে Left Atrium এ প্রবেশ করে৷।এরপর valve এর
opening এর মাধ্যমে Left Atrium থেকে Left Ventricle এ প্রবেশ করে।এরপর Left ventricle থেকে এই O2 যুক্ত রক্ত আবার সমস্ত শরীরে চলে যায়।পুরো শরীর থেকে রক্ত মাত্র ১ মিনিটে হার্টে আসে এবং হার্ট থেকে সমস্ত শরীরে আবার চলে যায়।
আমাদের প্রতি মুহূর্তে শরীরে বিভিন্ন বিক্রিয়ার ফলে রক্ত যখন CO2 যুক্ত(দূষিত) রক্তে পরিণত হয়, তখন আমাদের O2 যুক্ত(বিশুদ্ধ) রক্তের দরকার হয়।এজন্য দূষিত রক্ত হার্টে ফেরত আসে এবং হার্ট সেটা বিশুদ্ধ করার জন্য Lung এ পাঠায়। আমরা যে শ্বাস-প্রশ্বাস নিই এর ফলে Co2 বের হয়ে যায় Lung থেকে এবং O2 প্রবেশ করে Lung এ।এই O2 রক্তে মিশে রক্তকে O2 যুক্ত রক্তে পরিণত করে।এরপর এই বিশুদ্ধ রক্ত হার্ট হয়ে সমস্ত শরীরে আবার চলে যায়।
.
এভাবে হার্ট সারাজীবন ধরে রক্ত পাম্প করতে থাকে।কোনো কারণে হার্টের এই কার্যক্রমে ব্যাঘাত ঘটলে হার্টের বিভিন্ন রোগ দেখা যায়।
“ধন্যবাদ”

The post Heart বা হৃৎপিন্ড কিভাবে কাজ করে আসলে? 🤔 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/dlEs7aL
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট