ত্বকের যত্নে যেসব ফল ব্যবহার করবেন । ফল দিয়ে ত্বকের যত।

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ………….………..……….…………………………………………………….…………………..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ ত্বকের যত্নে যেসব ফল ব্যবহার করবেন । ফল দিয়ে ত্বকের
যত্ন।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

ত্বকের যত্নে সাধারণত আমরা ফল খেয়ে থাকি। কিন্তু কিছু ফল
রয়েছে যা সরাসরি ত্বকে লাগানো যায়। এসব ফল আপনার
তারুণ্য ধরে রাখবে। এগুলোর মাস্ক বানানোর তেমন প্রয়োজন
পড়ে না।
আসুন জেনে নেই এমন কিছু ফলের নাম যা সরাসরি ত্বকে
লাগানো যায়। যা আপনার তারুণ্য ধরে রাখবে।

কলাঃ

কলা সরাসরি ত্বকে লাগানো যায়। ত্বকের পোড়াভাব কমাতে
কলা ব্যবহার করতে পারেন।
যেভাবে লাগাবেনঃ
একটি ছোট কলা নিন। একে হাত দিয়ে চটকে নিন। এবার এই কলা মুখের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

তরমুজঃ

তরমুজ ত্বকের টোনার ও অ্যান্টি এইজিং উপাদান হিসেবে
ব্যবহার করতে পারেন। এটি ত্বকের বাড়তি তেল উৎপাদন
কমাবে এবং ত্বক উজ্জ্বল করবে।
যেভাবে লাগাবেনঃ
কয়েকটি তরমুজের টুকরো নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন।
এই তরমুজের জুসকে তুলার বলের মধ্য দিয়ে মুখের মধ্যে মাখুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

স্ট্রবেরিঃ

স্ট্রবেরির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি।
স্ট্রবেরি ত্বকের জন্য উপকারী।
যেভাবে ব্যবহার করবেনঃ
কয়েকটি স্ট্রবেরি ব্ল্যান্ড করে নিন। একে মুখে মাখুন। ২০
মিনিট পর হালকা গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

আপেলঃ

ত্বকের টেক্সচার ভালো করার জন্য নিয়মিত আপেল ব্যবহার
করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেনঃ
আপেল কেটে টুকরো করুন।টুকরোগুলো ব্ল্যান্ড করে নিন। তবে এর মধ্যে পানি মেশাবেন না। এই মিশ্রণ দিয়ে ত্বকে ম্যাসাজ
করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
আপেল কেটে টুকরো করুন।টুকরোগুলো ব্ল্যান্ড করে নিন। তবে এর মধ্যে পানি মেশাবেন না। এই মিশ্রণ দিয়ে ত্বকে ম্যাসাজ
করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
……..….………….…….…………………….………………..…….……………….…………………..…….………………..…...……….………….
তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা


The post ত্বকের যত্নে যেসব ফল ব্যবহার করবেন । ফল দিয়ে ত্বকের যত। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/vqx0YtC
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট