আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি এর সকল মেম্বারগন।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আজকে আপনাদের মাঝে চলে আসলাম শিক্ষামূলক
জিনিস নিয়ে।
2021 সালে অনেকেই এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে উত্তীর্ণ হয়েছে।
এবং দেখা যাচ্ছে এখনো অনেকে ভালোমতো পড়াশোনা শুরু করেনি।
কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর জন্য অনেকটা সময় চলে গিয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য।
তাই যতটুকু সময় রয়েছে এই সময়টুকু মধ্যে নিজেকে তৈরি করতে হবে।
এসএসসি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি এর অনেক তফাৎ রয়েছে।
আজকে আমি আপনাদের ইন্টারমিডিয়েটের
“Flow chart”
সম্পর্কে জানাবো।
Flow chart
এটি মূলত সিন প্যাসেজ থেকে আসে।
এবং এটার জন্য পরীক্ষার্থীরা 10 মার্ক পেয়ে থাকে।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় লেখার ধরন এবং কিছু পার্থক্যের জন্য
শিক্ষার্থী পুরোপুরি মার্ক পায়না।
আজকে আমি শিক্ষার্থীদের জন্য কিছু সিক্রেট শেয়ার করব
যার মাধ্যমে Flow chart করলে 10 মার্কের মধ্যে পুরা 10 মার্ক দিতে বাধ্য থাকবে শিক্ষক।
Flow chart
করতে হলে চারটি step ফলো করতে হবে।
Read and understand the passage
প্রথমত Flow chart এ যেই প্যাসেজটি দেওয়া থাকবে
সেটি আগে ভালোমতো পড়ে নিতে হবে, এবং শিক্ষার্থীকে বুঝতে হবে
এই paasege এর মধ্যে থেকে কি কি লিখতে হবে।
Read and understand the question
Passage টি ভালোমতো পড়ে নিতে হবে বুঝতে হবে এখানে
কি বোঝানো হচ্ছে বা কি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
দেখা যায় অনেক শিক্ষার্থী পুরো প্যাসেজ না পড়ে
লিখতে শুরু করে এর ফলে লেখাটি পরিপূর্ণ হয় না।
এর জন্য শিক্ষক নাম্বার দিতে চান না, এবং পরীক্ষার্থী
সঠিক নাম্বার পায় না।
Mark or identify the sentence
প্যাসেজটি থেকে প্রথমে খুঁজতে হবে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় গুলো কি কি।
এবং কোনগুলো লেখা যুক্তিসম্পন্ন হবে।
এবং সঠিক senteces খুঁজতে হবে।
Follow some rules and regulation
Flow chart করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
প্যাসেজ এর পূর্বে লেখা থাকবে কি বিষয়ে flow chart করতে হবে।
এজন্য flow chart করার পূর্বে উপরের লেখাটি পড়ে নিতে হবে
যেমন এইরকম লেখা থাকবে এবং সেই গুলোর উপর ভিত্তি করে লিখতে হবে।
যেমনঃ
i) Activities
Ii) achievement
এইসব প্যাসেজ এর উপরে লেখা থাকবে।
এই দুইটি যদি লেখা থাকে এই দুইটি এর মধ্যে লিখতে হবে।
দেখা যায় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধুমাত্র Activities
গুলো লিখে আসে এর ফলে সঠিক লেখার ফলেও
পূর্ণ নাম্বার পায়না।
এজন্যে achievement এবং activities
এগুলোর সমন্বয় করে সবগুলো লেখার চেষ্টা করতে হবে
তাহলেই দশের মধ্যে দশ মার্ক পাওয়া সম্ভব।
এই পোষ্টে যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি
Flow chart এর basic রুল গুলো সম্পর্কে বিস্তারিত পোস্ট করব।
ধন্যবাদ, সবাইকে পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
আরো কিছু বিস্তারিত জানতে চাইলে আমাকে ফেসবুক এ নক করতে পারেন।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকেThe post Flow chart করার নিয়ম!! পার্ট ১ Hsc English class appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/sdIkY35
via IFTTT