আমরা যখন কাউকে ইমেইল পাঠাই তখন সাধারণত আমরা বুঝতে পারি না যে যাকে মেইল টা পাঠালাম সে মেইলটি পড়েছে কিনা, বা কখন পড়েছে, কিভাবে পড়েছে, কোন অ্যাপ দিয়ে পড়েছে।
আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কাউকে ইমেইল পাঠালে সেই ইমেইলটা ট্র্যাক করতে পারবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যাকে মেইল টা পাঠালেন সে পড়েছে কিনা, পড়লেও মোবাইল দিয়ে পড়েছে নাকি কম্পিউটার, পড়ার সময়-তারিখ ও আরো অনেক কিছু।
এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে
অ্যাপটি ডাউনলোড করুন
অ্যাপটি ওপেন করে সেটআপ করে নিন,
এবার স্ক্রিনশটে মার্ক করা বাটনে ক্লিক করুন
এবার একটি বক্স পাবেন যেখানে যাকে ইমেইল পাঠাতে চান তার ইমেইলটি লিখুন।
এবার prepare tracked email এ ক্লিক করুন
এবার জিমেইল অ্যাপ ওপেন হয়ে যাবে,সেখানে সাবজেক্ট এবং আপনি যে ইমেইলটি পাঠাতে চান সেটা লিখুন এবং ইমেইলটি পাঠিয়ে দিন।
এবার যাকে কে পাঠিয়েছেন সে যদি ইমেইলটি ওপেন করে,তাহলে সাথে সাথে আপনি একটি ইমেইল পাবেন যেখানে বিস্তারিত দেখা দেখানো হবে যে, সে মেইল ওপেন করেছে কিনা এবং কিভাবে ওপেন করেছে।
এভাবে আপনারা জিমেইল দিয়ে কাউকে ইমেইল পাঠালে সেই ইমেইল টা আপনি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন।
The post Gmail দিয়ে কাউকে মেইল করলে প্রাপক মেইলটি পড়েছে কিনা এবং আরো বিস্তারিত জানুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/zIitSkP
via IFTTT