Open Source অ্যাপ ডাউনলোড করার জন্য বেস্ট একটি অ্যাপ (Obtanium)

আসসালামু আলাইকুম


Obtainium হল একটি Android অ্যাপ যা থেকে ইচ্ছামত Open-Source ডাউনলোড করা যায়। GitHub, GitLab, Codeberg, F-Droid ইত্যাদি source থেকে অ্যাপ ডাউনলোড করা যায়।

Obtainium এর মূল বৈশিষ্ট্যগুলো হলো:

কোন রেজিস্ট্রেশন এর ঝামেলা এবং ট্র্যাকিং নেই: অ্যাপটি থেকে ওপেন সোর্স অ্যাপ ডাউনলোড করার জন্য কোন রেজিস্ট্রেশনের করার দরকার নেই। আর এই অ্যাপটি সম্পূর্ণ ট্রাস্টেড একটি অ্যাপ। এই অ্যাপে কোন ট্রাকিং নেই।

অনেকগুলো সোর্স থেকে ডাউনলোড এর সুবিধা: এটি GitHub, GitLab, F-Droid, APKMirror সহ বিভিন্ন সোর্স সাপোর্ট করে।

অটোমেটিক আপডেট: গুগল প্লে স্টোর এর মত করে যেকোন অ্যাপ এর আপডেট আসলে সেটি এখানে দেখায় এবং এখানে অটোমেটিক আপডেট এর সুবিধা রয়েছে। এর ফলে বারবার আপডেট চেক করার প্রয়োজন পড়ে না।

ইউজার কন্ট্রোল: নিজের ইচ্ছা মত যে কোন অ্যাপ এড করা, আপডেট প্রেফারেন্স ইত্যাদি কন্ট্রোল করার সুবিধা রয়েছে। এছাড়া থিম চেঞ্জ, মেটারিয়াল ইউ কালার ইত্যাদি ফিচার রয়েছে।
App Download Link (Github)


তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post Open Source অ্যাপ ডাউনলোড করার জন্য বেস্ট একটি অ্যাপ (Obtanium) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/rklRuVM
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট