.
প্রথমেই জেনে নিব JustDice GMBH কি?
জাস্টডাইস জিএমবিএইচ হচ্ছে একটি অ্যাপস্টেশন, যে কিনা আপনাকে তাদের লিস্টেড গেমসগুলো খেলার জন্য রিওয়ার্ড দিবে। এই জাস্টডাইস জিএমবিএইচ এর অধীনে আছে ১৪টি ক্যাশ রিওয়ার্ডস অ্যাপ। যেগুলো থেকে আপনি ধাপে ধাপে earn করতে পারবেন। আসুন জেনে নেই কী সেই মাধ্যম।
.
কীভাবে আর্ন করবেন এটির মাধ্যমে? (Step by Step)
•এখানে যে ১৪টি অ্যাপ এর লিংক দেয়া আছে, তার প্রতিটি অ্যাপ ইন্সটল করে Signup করলেই আপনি পাচ্ছেন ১৮০০ পয়েন্টস বা ০.১৮ ডলার ওয়েলকাম বোনাস। (Signup এর জন্য আপনার গুগল/ফেইসবুক একাউন্ট ব্যবহার করতে পারবেন)
•খুশির খবর হচ্ছে আপনি প্রতিটি অ্যাপ থেকে মাত্র ০.২০ ডলার হলেই ডিরেক্ট পেপাল থেকে উইথড্র নিতে পারবেন। এত কম Progress এ খুব কম অ্যাপই পে করে আমার জানামতে।
•০.২০ ডলারের জন্য আপনার প্রয়োজন মোট ২০০০ কয়েন্স। ১৮০০পয়েন্টস তো বোনাসই পেলেন। অর্থাৎ আরও ২০০ পয়েন্টস জমিয়ে নিলেই পেমেন্ট নিতে পারবেন।
•বাদবাকি ২০০ কয়েন্স খুব সিম্পলি আর্ন করে নিতে পারবেন। কয়েন্স এর জন্য প্রতিটি ক্যাশ রিওয়ার্ডস অ্যাপ এ লক্ষ্য করবেন বিভিন্ন প্রাইস রিওয়ার্ডস অনুপাতে গেমস Available থাকবে। যেমনঃ কিছু গেমস খেললে আপনি প্রতিটি লেভেল শেষে উক্ত ক্যাশ রিওয়ার্ড অ্যাপ থেকে ৬টি করে কয়েন্স পাবেন, কোনওটিতে পাবেন ১০ কয়েন্স কিংবা কিছু গেমস এ এর থেকে অনেক কম কয়েন্স এর অফার দেয়া থাকবে।
•প্রতিটি গেমস এই যে আপনি লেবেলওয়াইস রিওয়ার্ড পাবেন এমন নয়, কিছু কিছু গেমস থেকে আপনি মিনিট প্রতি কয়েন্স আর্ন করতে পারবেন। প্রতি মিনিটের জন্য ৫/৬ কিংবা এর চেয়ে কম/বেশি কয়েন্স এর অফার পাবেন এখানে।।
•সর্বোপরি এই ২০০ কয়েন্স জমাতে আপনার ১ঘন্টার বেশি সময় লাগার কথা না।
•ধাপে ধাপে প্রতিটি ক্যাশ রিওয়ার্ড অ্যাপ ইন্সটল করলেন ১৮০০ কয়েন্স ফ্রি পাইলেন। ১ঘন্টা গেমস খেলে আরও ২০০কয়েন্স অ্যাড করলেন। ১৮০০+২০০ বা ২০০০ কয়েন্স হয়ে গেলেই পেপাল থেকে উইথড্র করতে পারবেন ০.২০ ডলার।।
•JustDice GMBH এর এরকম ক্যাশ রিওয়ার্ডস অ্যাপ আছে ১৬টি (আমার কালেকশন অনুযায়ী! খুঁজলে হয়ত আরও পেতে পারেন।)
•প্রতিটি অ্যাপই আপনাকে ১৮০০=$০.১৮ বোনাস দিবে। $০.২০ হলেই পেমেন্ট নিতে পারবেন। ১৪টি অ্যাপ! এখন হিসাব করি $0.20 x 14 কত হয়? অনায়াসেই আপনি পেয়ে যাচ্ছেন ২.৮ ডলার। যা আপনার পেপাল এ একটি অ্যাসেট হয়ে থাকবে।
.
এখন আসুন চলে যাই অ্যাপ লিস্টে (প্রতিটি অ্যাপ এর প্লে স্টোর লিংক সংযোজন করে দেওয়া হলো।)
1. Cashyy
2. Cash’em All
7. Money Well
8. Money Rawr
9. AppStation
10. Cash Alarm
১১. FitPlay
12. AppFlame
13. CoinPop
14. Greedy Dragon
.
পেমেন্ট প্রুফ
আমার ১ম পেমেন্টটি Cash’em All এবং ২য় পেমেন্টটি Cashyy অ্যাপ থেকে খেলে পেয়েছি। এবং ২টি পেমেন্টই justDice GmbH অ্যাপ থেকে রিসিভ করেছি।
অ্যাপ টি পেমেন্ট করে তাই পোস্ট দিলাম। প্রয়োজনের গুগলে, ইউটিউবে এর রিভিউগুলো দেখে কনফার্ম হয়ে তারপর কাজ করবেন।
পোস্টটি বিন্দুমাত্র আপনার কাজে লেগে থাকলে ঘুরে আসবেন
The post justDice GmbH এর ১৪টি ক্যাশ রিওয়ার্ডস অ্যাপস থেকে $২.৮ ডলার বুঝে নিন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/XmsSid3
via IFTTT