অসাধারণ একটি অফিস সফটওয়্যার মোবাইলের জন্যে [AndrOpen Office]

বর্তমানের বিশ্বায়নের যুগে আমরা যারা শিক্ষার্থী (বিশেষ করে অনার্স) আছি, তাদের দৈনন্দিন শিক্ষাজীবনে বিভিন্ন কাজেই অফিস সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়ে।
আমাদের মধ্যে অনেকেই আছি যাদের ঘরে কোনো কম্পিউটার থাকেনা, তারা সাধারণত অফিস সফটওয়্যার গুলোর মোবাইল ভার্সন ব্যবহার করে থাকি।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এপ্লিকেশন

মোবাইল ভার্সন গুলোর মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে থাকবে Microsoft Office, Google Doc, Officesuite, WPS office ইত্যাদি। তবে এই সফটওয়্যার গুলোর ফ্রী ভার্সনে প্রায় সীমাবদ্ধ রয়েছে।
ব্যক্তিগতভাবে আমি এই সফটওয়্যার গুলো প্রায় ব্যবহার করে থাকি, বিশেষ করে Officesuite, কারণ আমার কাছে এটি অন্য গুলোর চেয়ে User-Friendly মনে হয়।

সীমাবদ্ধতা

যাই হোক, এই সব সফটওয়্যার গুলোতেই কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন Officesuite এ Math Equation টাইপ করা যায় না,
Microsoft Word এ বিভিন্ন অপশন গুলো পেইড ভার্সনে রেখে দেয়, মোড ভার্সন গুলোতেও কাজ করেনা।
Google Doc তো আমার কাছে মোটেও ফ্রেন্ডলি UI মনে হয়না। WPS office এর প্রায় ফিচার পেইড ভার্সন।

AndrOpen Office

আমাদের অনেক সময় ইচ্ছা হয়, যদি কম্পিউটার এর User Interface এর মতই Doc ফাইল এডিট & ক্রিয়েট করতে পারতাম!!!
তো এই কাজটি করার জন্যে আপনার দরকার একটি এপ্লিকেশন,

Application Name : AndrOpen Office
App Size : 83MB (approx.)
Download Link :

Click Here

কেন এই সফটওয়্যার টি ব্যবহার করবো?

১) এই এপ্লিকেশন টির প্রায় সব ফিচারই ফ্রীতে ব্যবহার করা যাবে।
২) এপ্লিকেশন টি তে ডকুমেন্ট, স্প্রেডশীট, প্রেজেন্টেশন, ড্রয়িং তৈরি করা যাবে।

৩) এপ্লিকেশন টিতে রয়েছে, Mobile UI এবং Desktop UI, যাদের Physical Keyboard এবং Mouse রয়েছে তারা Desktop UI ব্যবহার আপনার কাজে Efficiency বাড়াতে পারবেন।
৪) Desktop UI ব্যবহার করে কাজ করলে পরবর্তীতে PC Software ব্যবহার সহজতর মনে হবে।
৫) এপ্লিকেশন টিতে রয়েছে Built-In মাউস পয়েন্টার যার মাধ্যমে কাজ করতে অনেক সহজ হবে।
৬) এটাতে Math Equation ও Insert করতে পারবেন সহজে।

Application Interface Screenshots






আরও পড়ুন,

The post অসাধারণ একটি অফিস সফটওয়্যার মোবাইলের জন্যে [AndrOpen Office] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/aRycOr1
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট