উপায়ে ২৫০০ টাকা বা তার বেশি ক্যাশ আউট করলেই আপনি উপভোগ করতে পারবেন ১০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ রিওয়ার্ড।

 স্বাগতম!

শুরু করছি আজকের পোস্ট।

আজকের পোস্ট টা হচ্ছে উপায় এর অফার নিয়ে ।

উপায় কিঃ উপায় হলো বিকাশ/রকেট/নগদ এর মতো একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সার্ভিস প্রদানকারি সংস্থা বা সার্ভিস।

অফারঃ উপায়ে ২৫০০ টাকা বা তার বেশি ক্যাশ আউট করলে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন।

এই অফার এ নির্দিষ্ট করে বলা নেই যে আপনি কত টাকা পাবেন। কিন্তু আপনি ২৫০০ টাকার বেশি এজেন্ট থেকে ক্যাশআউট করলে ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
ট্রিকবিডিতে আমরা অনেকে স্টুডেন্ট আছি যারা পড়াশুনার কাজে বাইরে থাকি, মাঝে মধ্যেই বাড়ি/বাসা থেকে টাকা নেওয়া হয়। অথবা বিভিনন্ন কাজে টাকার প্রয়জন পরে এবং আমরা তখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর সহায়তা নেই। তবে টাকা সবাই প্রায়/বেশিরভাগ বিকাশ/ রকেট/নগদ এ নেই। যেখানে ক্যাশআউট চার্জ ১৫-১৮.৫০/১৬/১২  টাকা পর্যন্ত।
এখন প্রায় সব যায়গাতেই উপায় এর এজেন্ট আছে। নির্দিধায় ক্যাশআউট করতে পারবেন। আপনি টাকাটা উপায়ে নিতে পারেন এবং ক্যাশআউট এর সময় অফারটি উপভোগ করতে পারেন।
উপায় এর ক্যাশআউট চার্জ হলো ১৪ টাকা।

অফার বিস্তারিতঃ

  • পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফারটি চলবে।
  • এই অফারটি ক্যামপেইন চলাকালিন সময় একাধিকবার নিতে পারবেন ।


শর্তাবলী 

  •  ক্যাশ রিওয়ার্ড উপভোগ করার জন্য গ্রাহককে যেকোন উপায় এজেন্ট থেকে ক্যাশ আউট করতে হবে ।
  • অফারটি সব উপায় গ্রাহকদের জন্য প্রযোজ্য ।
  • অফারটি অ্যাপ এবং USSD এর জন্য প্রযোজ্য ।
  •  গ্রাহক ক্যাশ রিওয়ার্ড সাথে সাথেই পেয়ে যাবে ।
  • ক্যাম্পাইন চলাকালীন সময়ে অফারটি একাধিকবার উপভোগ করা যাবে ।
  • উপায় ক্যাম্পেইনের সকল ধরনের শর্ত যেকোনো সময় পরিবর্তন/পরিবর্ধন করতে পারে। অথবা ক্যাশ রিওয়ার্ড বাতিল করতে পারে যদি কোনো নির্দিষ্ট লেনদেন সন্দেহজনক মনে হয় বা গ্রাহক যদি কোনো সুবিধার অপব্যবহার করে।


ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আর হ্যা, পোস্টটি কারো অপছন্দ হলে অযাথা গালিগালাস করবেন না, এতে ট্রিকবিডি কমিউনিটি খারাপ হতে পারে। নতুন ইউজার রা ব্যাড রিভিউ করতে পারে। তাই আসুন সবাই সংযত ভাষায় কথা বলি।
একান্ত অপছন্দ হলে রিপর্ট করতে পারেন।

সৌজন্যেঃ Today Result







The post উপায়ে ২৫০০ টাকা বা তার বেশি ক্যাশ আউট করলেই আপনি উপভোগ করতে পারবেন ১০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ রিওয়ার্ড। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Vvgt8WH
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট