Infinix Zero Ultra ফোন রিভিউ দেখে নিন একবার

Infinix Zero Ultra মডেলের নতুন স্মার্টফোন বিশ্ব বাজারে বেশ নজর কেরেছে এই Infinix Zero Ultra মোডেলের ফোনটি । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, 200MP ক্যামেরা, শক্তিশালী র‍্যাম-রম। ১২ মিনিটে চার্জ ফুল করার সুবিধা ৷

 

Sort lite:

  • Infinix Zero Ultra
  • Price BD N/A
  • 6.8” Display
  • Back : 200+13+2MP 
  • Front: 16MP Camera
  • 4500 mAh Li-Polymer
  • MediaTek Dimensity 920 (6 nm)
  • Octa-core (2×2.5 GHz Cortex-A78 & 6×2.0 GHz Cortex-A55)
  • Android 12, XOS 12
  • RAM 8 GB
  • ROM 256 GB

 

Display:

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.8”  ইঞ্চি ৷ 20:9 ratio (~387 ppi density ৷

 এইচডি প্লাস পর্দার রেজল্যুশন 1080 x 2400 পিক্সেল।

  AMOLED capacitive touchscreen, 16M colors ৷

 

Bettary: 

৪৫০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারি পাবেন। এছাড়াও বড় চমক

180W Fast Charging, 100% in 12 min (advertised) রয়েছে ৷

Prossesor: Octa-core (2×2.5 GHz Cortex-A78 & 6×2.0 GHz Cortex-A55) ফোনটিতে পাবেন MediaTek Dimensity 920 (6 nm) প্রসেসর। !

 ফোনটি অ্যান্ড্রয়েড 12 ও XOS 12 অপারেটিং সিস্টেম । 

Memory: 

সঙ্গে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম ৷ রম ২৫৬ জিবি এর পাশাপাশি ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট সাপোর্ট করবে ।

 

Camera: Back : 200+13+2 MP 

Front: 16 MP

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার–সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ৫পি লেন্সযুক্ত অটোফোকাস  ক্যামেরা। 

এর 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ৷

♯ নাইট ভার্শনে ভিডিও রেকর্ড করা যায় ৷

♯ আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

 

♯ ফোনটি দিয়ে 4K@30fps, 1080p@30/60fps

1080p@30fps তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক। ফোনটিতে এক্সট্রা সুবিধা হিসেবে গুগল এসিস্টেন কি থাকছে।

 

Features:

AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot

 

Special Features

  • Google Translate
  • Parental Control
  • Wellbeing
  • Fingerprint sensor
  • One-handed Mode
  • Dark Theme
  • 12 min full charge

 

More:

 Infinix Zero Ultra স্মার্টফোনটিতে ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে,ফিঙ্গারপ্রিন্ট ফোনের পিছনে থাকবে না । পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়া ফোনটি ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। 

ফোনটির ওজন ২১৩গ্রাম

 

ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Infinix Zero Ultra স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। এমনিতেও Infinix  ফোন জনপ্রিয় একটা ব্রান্ড ৷

ক্রেতাদের মনকার মত সমর্থ রাখে ৷

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Infinix Zero Ultra মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। 

 

Price:  N/A আনুমানিক ৳50,000

 

Infinix শো রুম থেকে কিনতে পারবেন শো রুম ছাড়াও পাওয়া যায় !

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Infinix Zero Ultra মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷

The post Infinix Zero Ultra ফোন রিভিউ দেখে নিন একবার appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ixrlWG8
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট