রবি এয়ারটেল ঘরে বসে ২ মিনিটেই চালু করুন রোমিং সার্ভিস বাংলাদেশী কার্ড দিয়ে

আসসালামু আলাইকুম ট্রিকবিডি বাসি। কেমন আছেন সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে বাংলাদেশী কার্ড দিয়ে ১০$ খরচ করে রোমিং সার্ভিস একটিভ করবেন। আপনারা সকলেই জানেন রোমিং সার্ভিস চালু করলে বিদেশেও বাংলাদেশী সিম কার্ডটি চালানো যায়। যদিও ইন্টারন্যাশনাল ডেবিট/ক্রেডিট কার্ড লাগতো। কিন্তু আমি দেখাবো কিভাবে বাংলাদেশী কার্ড ব্যবহার করেই রোমিং একটিভ করবেন।

প্রথমেই বলে রাখি এটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে সবসময় কাজ করে। কিন্তুু বর্তমানে গেটওয়ের মধ্যে বাগ থাকার কারণে শুধু Islami bank Bangladesh Limited এর ইসলামি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট এর কার্ড দিয়ে কাজ হলো আমার, IBBL এর VISA ইন্সটেন্ড কার্ড দিয়ে কাজ করে। পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি করার প্রয়োজন নেই। আপনারা অন্য ব্যাংকের কার্ড দিয়ে দেখতে পারেন। সবসময় বাংলাদেশী কার্ড দিয়ে কাজ করতে নাও পারে। তাই যতদ্রুত পারেন রোমিং সেবা চালু করে নিবেন। একবার না হলে ৫/১০ মিনিট পর আবার ট্রাই করবেন। আমি শুধু IBBL এর কার্ড দিয়েই সাকসেসফুল হইছি। আপনার VISA কার্ড দিয়ে ট্রাই করে দেখুন সময় থাকতে এখনি।

প্রথম আপনার মাই রবি / মাই এয়াটেল অ্যাপের মধ্যে চলে যান। তারপরে অ্যাপের নিচের 3 ডট More ক্লিক করুন। পরে একটু নিচে দেখুন Roaming লিখা আছে। এখানে ক্লিক করুন।

পরে দেখেন একটা পেজ আসছে এখানে Go to activation ক্লিক করুন।

তারপরে এই পেইজে এসে প্রথম ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিন। দ্বিতীয় ঘরে আপনার পাসপোর্টের এর মেয়াদ যেদিন শেষ হবে সেই তারিখটা দিন। পরে Nationality বাংলাদেশী দিন। তারপরে আপনার একটি ইমেইল দিয়ে Next বাটনে ক্লিক করুন।

রোমিং, রবি এয়ারটেল সিম, Visa

তারপরে পেমেন্ট করার অপশন আসবে ঐখানে আপনার Visa / MasterCard এর তথ্য দিন। কার্ড নাম্বার – এক্সপায়ারডেট – CVV/CCN এবং কার্ড হোল্ডার নাম, সব তথ্য দেওয়া শেষে পেমেন্ট করুন। যদি পেমেন্ট হয় তাহলে আপনার ফোনে আপনার ব্যাংক থেকে কোড আসবে সেই কোড দিয়ে কিছু সময় অপেক্ষা করুন। যদি দেখেন পেমেন্ট হবে না অন্য কিছু লিখা থাকে বা অন্য কার্ড ব্যবহার করতে বলে তাহলে অ্যাপ টা থেকে বের হয়ে আবার ৫/১০ মিনিট পরে ট্রাই করুন। আশাকরি আপনি IBBL এর কার্ড দিয়ে রোমিং করতে সাকসেস হবেন। নিচে কিছু প্রুভ দেওয়া হলো।

রোমিং একটিভ 

Success roaming sim

দেখুন রোমিং একটিভ, ১০$ আছে বাংলাদেশী ১০৩৯ টাকা গেছে খরচ। পুরো টাকাটাই ওয়ালেটে আছে দেখুন। এটা দিয়ে আপনি ডাটা কিনে ব্যবহার করতে পারবেন বিদেশে। ফ্রী OTP মেসেজ পাবেন বিদেশে। একটি কার্ড দিয়ে না হলে অন্য ব্যাংকের কার্ড দিয়েও চেস্টা করতে পারেন। Cellfin কার্ড দিয়েও চেস্টা করে দেখতে পারেন।

আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কিছু শিখার জন্য ট্রিকবিডির সাথেই থাকুন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ফেসবুক পেইজে।

আল্লাহ হাফেজ।

The post রবি এয়ারটেল ঘরে বসে ২ মিনিটেই চালু করুন রোমিং সার্ভিস বাংলাদেশী কার্ড দিয়ে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Eyp97Vt
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট