রাত পোহালেই শুরু হয়ে যাবে! রোমাঞ্চকর কাতার বিশ্বকাপ ২০২২


সময় যেন একদমই ঘুমিয়ে এসেছে আর মাত্র কয়েক ঘণ্টা আজকে রাত পোহালেই আগামীকাল কাতার বিশ্বকাপ শুরুর দিন।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের ২২ তম আসর! ঝম কালো উদ্বোধনী অনুষ্ঠানের অংশ নিবে- নামিদামি সব সংগীতশিল্পীরা।

বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান- শাকিরা, নুরা ফাতেহি ও জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর পারফর্ম করার কথা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কাতারের আল জানুব স্টেডিয়ামে দোহার কেন্দ্র থেকে চল্লিশ কিলোমিটার দূরে আল খরে সেই স্টেডিয়াম টি, ৬০০০০ দর্শক খেলা দেখতে পারবেন একসঙ্গে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগামীকাল কাতারের আলজানুব স্টেডিয়ামে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডারে।

…………………..…….…..….……………………..
ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয় বিশ্বকাপের সবচাইতে দামি দল হল ইংল্যান্ড ইংলিশদের বাজার মূল্য ১৩ হাজার কোটি টাকারও বেশি ফ্রিল্যান্সের একাধিক প্লেয়ার রয়েছে যাদের মূল্য ৮০ মিলিয়ন ইউরোর বেশি।

ব্রাজিল আছে দ্বিতীয় অবস্থানে তাদের মূল ১.১৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১১ হাজার কোটি টাকারও বেশি তাদের দলে রয়েছে নেইমারের মত দামি সব প্লেয়ার।

এদিকে আর্জেন্টিনার অবস্থান ৭ নাম্বারে তারকায় ঠাসা আর্জেন্টিনার মূল্য ৬৫২ মিলিয়ন ইউরো, মেসিকে একপাশে রাখলে এই মূল্য অর্ধেকে নেমে আসবে।

খেলোয়ারদের বাজার দর বিশ্লেষণ করে স্পেনের সংবাদমাধ্যম মার্কা প্রকাশ করেছে মূল্যবান দল এর এই তালিকা।

আরো পড়ুন!
কাতার বিশ্বকাপে কে কত টাকা পাবে জিতলে? জেনে নিন!

এই জ্যাকেটগুলো শীতকালে আপনাকে স্টাইলিশ ও হ্যান্ডসাম বানাবে

আপনি কোন দল সাপোর্ট করেন নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন , আমি তো এনি-ডে ব্রাজিল😍 ব্রাজিল ছাড়া কোন কথা হবে না! কারণ ব্রাজিল মানেই আগুন 🔥

The post রাত পোহালেই শুরু হয়ে যাবে! রোমাঞ্চকর কাতার বিশ্বকাপ ২০২২ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/bOmqtuG
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট