#পোস্ট 6
আসসালামু আলাইকুম, সবাইকে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন কিছু কাজের ক্রোম এক্সটেনশনের যেগুলা আপনাদের অবশ্যই কাজে আসবে।
এই ক্রোম এক্সটেনশন গুলা যেকোনো যে শুধু Google Chrome ব্রাউজারে ব্যবহার করতে পারবেন এমন না। এগুলা আপনারা যেকোনো পিসি ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। যেমনঃ আমি Microsoft Edge -এ ব্যবহার করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি পোস্ট শুরু করি।
(বিদ্রঃ লিংক প্রতিটা এক্সটেনশনের টাইটেলে দেওয়া আছে।)
Save image as Type
এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা যেকোনো ফরম্যাটে ওয়েবসাইট থেকে ইমেইজ ডাউনলোড করতে পারবেন। অনেকসময় দেখা যায় ইমেইজ সেইভ করতে গেলে webp ফরম্যাটে সেইভ হয়। যেটা কারোই কাম্য নয়। সেক্ষেত্রে এই এক্সটেনশন ব্যবহার করে সহজেই যেকোনো ফরম্যাটে সেইভ করতে পারবেন।
এটি ব্যবহার করার জন্য যে ইমেজটি সেইভ করতে চাচ্ছেন সেটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করলে “সেইভ ইমেইজ এজ” অপশন পাবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ফরম্যাটে সেইভ করতে পারবেন।
Buster: Captcha Solver
নাম দেখেই বুঝতে পেরেছেন এটির কী কাজ। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই এক্সটেনশন ব্যবহার করলে আপনাদের যেকোনো সাইটের ক্যাপচা। তবে এটি যে সবসময় সলভ করতে পারবে এমন না। কিছু সময় এটি সলভ করতে ব্যর্থ হতেই পারে। তবে চাইলে এড করে রাখতে পারেন।
এটি ব্যবহারে জন্য ক্যাপচা আসলে অডিওতে ক্লিক করবেন এরপরে এক্সটেনশনটি নিজে নিজেই সলভ করে দিবে।
Email Tracker for Gmail
এই এক্সটেনশনটি কাজে আসবে যারা খুব বেশি মেইল ব্যবহার করেন। এটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের মেইল রিসিভার সিন করেছেন কি না।
সিম্পলি এটি এড করে জিমেইল কানেক্ট করে রাখলে আপনাদের জিমেইলে মার্কের মাধ্যমে দেখিয়ে দিবে মেইলটি পড়া হয়েছে কি না। মজার ব্যাপার হলো, কতবার পড়া হয়েছে সেটিও দেখিয়ে দিবে।
চাইলে ইন্সটল করতে পারেন।
FastForward
এটি আমার সব থেকে পছন্দের এক্সটেনশন। এটির মাধ্যমে বেশিরভাগ শর্ট লিংক বাইপাস করতে পারবেন। তবে সব শর্ট লিংক বাইপাস হবে না। তবে যেগুলা বেশি পপুলার লিংক যেমনঃ linkvertise টাইপের সাইটগুলা খুব সহজেই বাইপাস করে কাঙ্খিত লিংকে পৌছে দিবে। চাইলে এটি ইন্সটল করে রাখতে পারেন।
এটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু এড করে রাখতে হবে। বাকি কাজ নিজে নিজেই করবে। শর্ট লিংক ওপেন করলে এটি নিজে নিজেই বাইপাস করে দিবে যদি সম্ভব হয়।
Image downloader
নাম শুনে মনে করতে পারেন ইমেইজ ডাউনলোড করতে আবার এক্সটেনশন লাগে না কি?
আসলে এটি সাধারণ কোনো এক্সটেনশন না। এটির মাধ্যমে একটি ওয়েব পেইজে থাকা সকল ইমেইজ ডাউনলোড করতে পারবেন এক ক্লিকে।
এটি এড করার পর যেই ওয়েব পেইজ থেকে ইমেইজ ডাউনলোড করতে চাচ্ছেন সেই ওয়েব পেইজে গিয়ে এক্সটেনশনটিতে ক্লিক করলেই সকল ইমেইজ লোড হয়ে চলে আসবে। আপনি চাইলে পছন্দমত অথবা সবগুলা একসাথে ডাউনলোড করতে পারবেন।
আশা করছি উপরের কোনো না কোনো এক্সটেনশন আপনার অবশ্যই কাজে লেগেছে। আপনি কোন এক্সটেনশটি ইন্সটল করলেন সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনার জানা আরো ইন্টারেস্টিং ক্রোম এক্সটেনশন সাজেস্ট করতে পারেন। আমি সেগুলা ট্রাই করে দেখবো।
আমি এমন প্রায় ২০ টির অধিক ব্রাউজার এক্সটেনশন আমি ব্যবহার করি। এত সকল এক্সটেইনশন এক পোস্টে লেখা সম্ভব নয়। তাই যদি আপনাদের এগুলার একটিও কাজে এসে থাকে তবে আমাকে জানাতে পারেন। উৎসাহ পেলে বাকিগুলাও পোস্ট করবো।
আজকের পোস্ট এখানেই শেষ করছি। উইন্ডোজ রিলেটেড এমন ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3
Contact me
|Discussion| |Channel|
আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। আমার ব্লগ সাইট
The post ৫ টি দারুণ কাজের Chrome Extension । যা অবশ্যই আপনার কাজে আসবে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/pNc8adY
via IFTTT