9190 টাকায় Xiaomi Redmi A1 মোবাইল ফোন রিভিউ দেখে নিন এক নজর

Xiaomi Redmi A1 মডেলের নতুন স্মার্টফোন বাংলার বাজারে গত সেপ্টেম্বরে এসেছে এটি বিশ্ব বাজারে  বেশ নজর কেরেছে Xiaomi Redmi A1 মোডেলের ফোনটি । মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি,  5mp সেলফি ক্যামেরা, শক্তিশালী র‍্যাম-রম। 

Sort lite:

  • Xiaomi Redmi A1
  • Price 9,190
  • 6.5” Display
  • Back : 8+2MP 
  • Front: 5MP Camera
  • 5000 mAh Li-Polymer
  • MediaTek Helio A22 (12 nm)
  • Octa-core 2.0 GHz
  • Android 12 Go Edition (MIUI 12)
  • RAM 2
  • ROM 32

Display:

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে 6.5”  ইঞ্চি (269 ppi) ৷

 এইচডি প্লাস পর্দার রেজল্যুশন 720 x 1600 পিক্সেল।

 

Bettary: 

৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারি পাবেন। 

Prossesor: Octa-core 2.0 GHz ফোনটিতে পাবেন MediaTek Helio A22 (12 nm) প্রসেসর। !

 ফোনটি অ্যান্ড্রয়েড 12 Go Edition (MIUI 12)

 অপারেটিং সিস্টেম । 

Memory: 

সঙ্গে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম ৷  আলাদা মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট সাপোর্ট করবে না ।

Camera: Back : 8+2 MP 

Front: 5 MP

 

প্রধান ক্যামেরায় 8 মেগাপিক্সেল রয়েছে ৷

♯ নাইট ভার্শনে ভিডিও রেকর্ড করা যায় ৷

♯ আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

 

♯ ফোনটি দিয়ে HD+ 720 x 1600 তে ভিডিও রেকর্ডি করা যাবে। যা এই ফোনের জন্য খুবই ভালো দিক। 

 

Features:

AI, Portrait ,Watermark, Emoji, Night Mode, Anti-flicker, Face beauty, Display Flash, Google Lens, Time Laps, Slow Motion, Professional, Touch shot

 

Special Features

  • Google Translate
  • Parental Control
  • Wellbeing
  • Fingerprint sensor
  • One-handed Mode
  • Dark Theme

 

More:

ফোনটি ৩টি (Light Green, Light Blue, Black) কালারে পাওয়া যাবে ৷

 

 Xiaomi Redmi A1 স্মার্টফোনটিতে ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে,ফিঙ্গারপ্রিন্ট ফোনের পিছনে থাকবে না । পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই। তাছাড়া ফোনটি ফুল এইচডি আইপিএস এলসিডি স্কিন। 

ফোনটির ওজন ১৯২ গ্রাম ৷

 

ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট,ওয়াইফাই স্পিড,ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ,ওয়াইফাই স্পিড,ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো,কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Xiaomi Redmi A1 স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। এমনিতেও Xiaomi  ফোন টাচ ইসুৎ নিয়ে কোনপ্রকার অভিযোগ নেই। 

ক্রেতাদের মনকার মত সমর্থ রাখে ৷

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Xiaomi Redmi A1 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। 

 

Price:  ৳9,190

 

Xiaomi শো রুম থেকে কিনতে পারবেন শো রুম ছাড়াও পাওয়া যায় তবে সেটা রিক্স হতে পারে !

 

আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Xiaomi Redmi A1 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷

The post 9190 টাকায় Xiaomi Redmi A1 মোবাইল ফোন রিভিউ দেখে নিন এক নজর appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/IT8ikqp
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট