কিভাবে WordPress/Blogger ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার বাটন যুক্ত করা যায়?

কিভাবে WordPress/Blogger ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার বাটন যুক্ত করা যায়?

হ্যালো বন্ধুরা, আমি রাহুল, এবং আজ আমি আপনাকে দেখাব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের পোস্টে একটি Countdown Timer বাটন যুক্ত করতে পারেন।

তার আগে চলুন জেনে নেই ডাউনলোড টাইমার বোতাম কেন ব্যবহার করবেন?

ডাউনলোড টাইমার বোতাম হলো একটি স্পেশাল টাইপের বাটন যা আপনার ওয়েবসাইটের ইউজারদের অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। ফলে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমে। এবং ডাউনলোড বাটন এর ওপর ও নিচে Ads বসলে আপনার আর্নিং কিছুটা হলেও বাড়বে।

যখন কেউ আপনার ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার উদ্দেশে আসে, তখন সেই ইউসার আপনার ওয়েবসাইটে আসে এবং তাড়াতড়ি তার প্রয়োজনীয় জিনিস ডাউনলোড করে, আপনার ওয়েবপেজ কেটে অন্য কোথাও চলে যাই। ফলে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাই এবং Ads Impression কমে যাই, তাই আপনার ওয়েবসাইটের আর্নিং ও কমে যাই। কিন্তু চিন্তা নেই আপনি আমার এই ট্রিক দেখার পর আপনি আপনার ওয়েবসাইট এ ইউসারকে অনেক্ষন ধরে রাখতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমাতে পারবেন।

তাহলে যখন একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসবে ও এই বাটনে ক্লিক করবে, তখন সেই ইউজারকে বাটনের লিংকে যেতে হলে ৩০ সেকেন্ড (যেটা আপনি পরিবর্তন করতে পারবেন) অপেক্ষা করতে হবে, ফলে আপনার ওয়েবসাইট কমবে ইমপ্রেসন বাড়বে যা আপনার ওয়েবসাইটের ইনকাম কিছুটা বৃদ্ধি করবে।

চলুন দেখেনেই কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্টে টাইমার বাটন যুক্ত করবেন।

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ডাস্টবোর্ডটি ওপেন করবেন।

WORDPRESS DASHBOARD

২. আপনি যে পোস্টে ডাউনলোড বাটন অ্যাড করতে চান সেটা ওপেন করবেন।

Wordpress Post

এবং আপনি আপনার পোষ্টের যে অংশে ডাউনলোড টাইমার বাটন এড করতে চান সেই জায়গা টি খুঁজে নেবেন।

৩. এরপর নিচে দেওয়া এই ফাইলটি ডাউনলোড করুন – Timer Button। 

৪. টেক্সট ফাইলটি ডাউনলোড করার পর টেক্সট ফাইলটি ওপেন করবেন।

Dowwnload Timer Text

টেস্ট ফাইলটি ওপেন করার পর তার কোডের মধ্যে থাকা এই লিংকে (যেটা উপরের ছবিতে মার্ক করা আছে) সেটি পরিবর্তন করে নিজের লিংকটি বসিয়ে দিন। তার কিছু ওপরে অংশে দেখুন “var countdown = 30” আছে। এই ৩০ এর জায়গায় আপনি যত লিখবেন ইউজারকে আপনার ওয়েবসাইটে বাটনের লিংক পেতে ঠিক ততক্ষণই অপেক্ষা করতে হবে।

৫. এবার পুনরায় আপনার সেই ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডের পোস্টে ফিরে আসুন এবং একটি Custom HTML Block নিয়ে নিন।

cutom html block.png

তারপর আপনার সেই Modify করা কোডটি এই Custom HTML Block এর মধ্যে পেস্ট করুন। তারপর সেভ বাটনে ক্লিক করে পোস্ট প্রিভিউ করলে আপনি আপনার টাইমার বাটন দেখতে পাবেন।

timer

দেখুন আমাদের WordPress Post এ সুন্দর ও আকর্ষণীয় টাইমার বাটন তৈরি হয়ে গেছে।

চলুন এবার ব্লগার ভাইয়েদের জন্য Blogger এ কিভাবে এই ডাউনলোড বাটন ব্যবহার করব সেটা দেখে নিন।

How to Add Timer Button in Blogger

১. প্রথমে আপনার ব্লগারের পোস্টটি ওপেন করে নিতে হবে।

blogger

2. তারপর আপনি ব্লগার পোস্টে যে জায়গায় টাইমার বাটন যুক্ত করবেন সেই জায়গাটি ঠিক করুন।

Timer Button Blogger

টাইমার বাটনে জায়গা ঠিক করার পর তার নিচে থাকার কোন হেডিং বা অন্য কোন টেক্সট কপি করুন।

Dwnload Timer Button

ব্লগার পোস্টটি কে HTML Mode করে, আপনি যেটি কপি করেছিলেন সেটি (Ctrl+F দিয়ে) ফাইন্ড করুন। তারপর দেখুন সেই code এর শুরু কোথায়। সেই কোড শুরু হওয়ার আগে আপনাকে টাইমার বাটনের কোডটি যুক্ত করতে হবে।

Timer Button Blogger

দেখো আমাদের টাইমার বাটন বসানো কমপ্লিট এবার পোস্টটিকে সেভ করে পাবলিশ করলে আপনারা টাইমার বাটন দেখতে পাবে। (মনে রাখবে প্রিভিউ মোডে আমাদের টাইমার বাটন দেখাবে না)

এই পোস্টে আমরা দেখেছি কিভাবে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার ওয়েবসাইটে একটি Countdown Timer বাটন যুক্ত করা যায়। এই বাটনটি আপনার ওয়েবসাইটের ইউজারদের অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে। ফলে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমে এবং Ads Impression বাড়ে।

এই বাটনটি যুক্ত করতে আপনার খুব বেশি কিছু জানার প্রয়োজন নেই। আপনি উপরের নির্দেশাবলী অনুসরণ করে খুব সহজেই এই বাটনটি যুক্ত করতে পারবেন।

আশা করি এই পোস্টটি আপনার জন্য দরকারী ছিল। যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান।

The post কিভাবে WordPress/Blogger ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার বাটন যুক্ত করা যায়? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/FHA25nQ
via IFTTT

নিয়ে নিন 32000+ Domain Free তাও আবার সারাজীবন এর জন্যে !

নিয়ে নিন 32000+ Domain Free তাও আবার সারাজীবন এর জন্যে !

Domain কি ?

ডোমেন হল ইন্টারনেটে একটি Address যা আপনার বা আমার জন্যে  বিভিন্ন Website অ্যাক্সেস করা সহজ করে তোলে। উদাহরণস্বরূপ, “trickbd.com”-এইখানে “trickbd” হল নাম এবং “.com” হল ডোমেনের প্রকার৷

এটি কম্পিউটারের সংখ্যাসূচক ঠিকানাকে মানুষ এর জন্য ইজি করার জন্যে ব্যবহার করা হয় । আশা করি আপনারা বুঝতে পেরেছেন ।

Subdomain কি ?

একটি সাবডোমেইন হল একটি প্রধান ওয়েবসাইটের একটি শাখার মতো, এর সাহায্যে আমরা আমাদের মেইন ডোমেইন এর একটি  পৃথক বিভাগ বা পরিষেবা প্রদান করতে পারি । উদাহরণস্বরূপ, “blog.example.com” এ “blog” হল “example.com” এর একটি সাবডোমেন।

এটি একটি বিশাল ওয়েবসাইট বা ডোমেনের কার্যক্রম গুলো কে সহজ এবং স্বতন্ত্র করতে সহায়তা করে থাকে ।

কিভাবে আমারা ফ্রিতে ৩২০০০+ ডোমেইন নিতে পারব !

আসলে বন্ধুরা ডোমেইন কিনতে মুলত আপনাকে টাকা গুনতে হবে । তাই আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনারা ৩২০০০+ ডোমেইন এর সাব ডোমেইন ফ্রি তে এক্সেস করতে পারবেন।

এবং এই ডোমেইন গুলোর DA (Domain Authority) ও অনেক হাই। আপনি চাইলে টেস্টও করতে পারবেন ।

এখন কথা হচ্ছে আমরা এই ডোমেইন গুলো কি কি কাজে লাগাতে পারব !

১। যদি আপনার কোন সাইট কোন দেশ এ ব্লক হয়ে থাকে তাহলে সেই দেশে আপনি চাইলে আপনার সাইট এর এক্সেস এর জন্যে একটি সাবডোমেইন ফ্রিতে দিতে পারবেন । এই ডোমেইন গুলো ব্যবহার করে।

মূলত যাদের কন্টেন্ট কপিরাইটেড থাকে তাদের এইটা অনেক কাজে দিবে । যেমনঃ মুভি ডাউনলোড সাইট ।

২। আপনার একটি ব্লগার সাইট আছে । বা কয়েকদিন আগে যে exblog.JP সাইট বানালাম সেই সাইট এর URL forwarder করতে পারব এই সাইট ব্যবহার করে।

ফ্রি ভার্সনে আপনি শুধু A record এডিট করতে পারবেন , আর ডোমেইন ফরওয়ার্ড করতে পারবেন ।

তাই এই সার্ভিস গুলো দিয়ে যাযা করা যায় তাই করতে পারবেন ।

এবার আমরা মূল পোস্টে চলে আসি ।

এই ডোমেইন গুলো নেওয়ার জন্যে আমাদের নিচের সাইট এ যেতে হবে, এবং Signup করতে হবে । চলুন করে ফেলি ।

Website: https://freedns.afraid.org/

Sign Up এ ক্লিক করে ফর্মটি পুরন করুন ।

এবারে আপনার মেইল চেক করেন , একটি একটিভ করার লিংক পাঠানো হয়েছে ক্লিক করে একটিভ করবেন আপনার একাউন্ট ।

এখন দেখুন আপনাকে Subdomain add করতে বলছে ।

চলুন একটি সাবডোমেইন এড করে দেখা যাক ।

ওকে আমি আপনাদের এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ।

Type: A রাখবেন ফ্রি ভার্সনে A Record ছাড়া অন্য অপশন কাজ করবে না।

Subdomain: আপনার ওয়েব সাইট এর নাম লিখবেন।

Domain: এখান থেকে আপনি লিস্ট পেয়ে যাবেন কোন ডোমেইন এর আন্ডার এ আপনার সাব – ডোমেইন বানাবেন । বিশ্বাস করেন অনেক অনেক ডোমেইন আছে । যেগুলো অনেক জোস ।

এখানে নিচের স্কিনশট এ দেখুন

এখানে অল্প কয়েকটা দেখাচ্ছে আপনি Many many More এ ক্লিক করে বাকি ডোমেইন নাম গুলো দেখতে পারবেন।

Many many More এ ক্লিক করার পরে Shared Domain Registry তে ক্লিক করবেন তাহলে লিস্ট চলে আসবে।

এখান থেকে যেই ডোমেইন এর DA এবং স্প্যাম রেট কম সেটা সিলেক্ট করে নিবেন ।

আর ক্লিক করার সাথে সাথে সেটা আপনার লিস্টে চলে আসবেন ।

এবার আসুন বুঝি Destination কি । এখানে আপনার Hosting এর সি প্যানেল এ একটি IP পাবেন সেটা কপি করে পেস্ট করে দিবেন ।

এবার ক্যাপচা এন্ট্রি করে এড করলেই সার্ভার এ সাব-ডোমেইন এড হয়ে যাবে।

এই জিনিষটা আমি এক্সপ্লেইন করে দিলাম কারণ অনেকেই বুঝবে না ।

এবার আসি http to https করব কিভাবে এই টপিকটাতে ।

http to https redirection: একটি ফাইল create করুন file name: .htaccess   এর মধ্যে নিচের দেওয়া কোড পেস্ট করে দিন ।

RewriteEngine On
RewriteCond %{SERVER_PORT} 80
RewriteRule ^(.*)$ https://yourdomain.com/$1 [R,L]

হয়ে হেলো ।

এবার আমি আপনাদের প্রাক্টিক্যাল ভাবে ডোমেইন Forward করে দেখাচ্ছি।

এর জন্যে আপনাকে Web forward এ ক্লিক করতে হবে।

এর পরে আমরা Add a Web Forward এ ক্লিক করব।

নিচের লাইন গুলো ভালো করে পরবেন এবং বুঝবেন ।

হলুদ কালার করা যায়গায় আপনি আপনার মনমত সাইট নেম দিবেন ।

পিংক কালার করা বক্স থেকে মন মত ডোমেইন সিলেক্ট করে দিবেন , (যেই ডোমেইন এর আন্ডার এ সাব-ডোমেইন বানাতে চান আরকি)

কমলা কালার এর মধ্যে যেই সাইট এর মধ্যে রিডাইরেক্ট করতে চান তার নাম ।

আমি আমার https://ift.tt/yLM6mAx এই সাইট এর জন্যে একটি সুন্দর Forward Domain Add করব।

ওকে আমার কাজ শেষ ।

এখন একটু সময় লাগবে এই জিনিসটা একটিভ হতে তাই অপেক্ষা করছি । আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন আমার Forward কাজ করছে  https://ift.tt/vD9sdwr

তো এই ছিল আজকের পোস্ট । আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে । এই জিনিস গুলো সিক্রেট জিনিস অনেকে আপনাদের কাছে এই সব  এর জন্য টাকা চাইবে  ।

 

আমার টেলিগ্রাম চ্যানেল:  My Telegram Channel 

The post নিয়ে নিন 32000+ Domain Free তাও আবার সারাজীবন এর জন্যে ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3DLZt6Y
via IFTTT

Bangla Dictionary premium tutorial – নিজেই মোড করে ফেলুন অ্যাপটি

Bangla Dictionary premium tutorial – নিজেই মোড করে ফেলুন অ্যাপটি

আসসালামুআলাইকুম … আশা করি ভালোই আছেন… কেউ ভালো না থাকলে trickbd ভিসিট করে না
তো আজকের পোস্টে দেখাবো কিভাবে Bangla Dictionary অ্যাপ টিকে প্রিমিয়াম বানানো যাই। তো শুরু করা যাক:
:
অ্যাপটি মোড করার জন্যে mt manager এবং np manager প্রয়োজন। এই দুইটা অ্যাপ গুগল থেকে ডাউনলোড করে নিন

তো প্রথমে প্লেস্টোর এ গিয়ে Bangla Dictionary অ্যাপটিকে ডাউনলোড করে নিন । তার পর অ্যাপ টি ওপেন করেন।

অ্যাপটি ওপেন করলে দেখবেন যে অনেক ads নিচে এবং ads রিমুভ করতে প্রায় 190 টাকা দিতে হবে ১ বছরের জন্য।


তো অ্যাপটিকে প্রিমিয়াম করার জন্যে প্রথমে mt manager ওপেন করুন। তারপর স্ক্রিনশটের মত মার্ক করা জায়গায় ক্লিক করুন।

তারপর extarct app এ ক্লিক করুন।

Bangla Dictionary অ্যাপটির উপর ক্লিক করুন । তারপর extract APK তে ক্লিক করুন।


তারপর locate এ ক্লিক করুন

এরপর এরকম আসবে।

তো এখন np manager এ ক্লিক করুন। Mt 2 ফোল্ডারে ক্লিক করুন। তারপর apk ফোল্ডার এ ক্লিক করুন। Bangla Dictionary.apks ফাইলটাতে ক্লিক করুন|Convert apk তে ক্লিক করো। অ্যাপটি apk পরিণত হওয়া শুরু হবে এবং কিছু সময় নিবে।

তো অ্যাপটি apk তে পরিণত হলে। তার উপর ক্লিক করে function a ক্লিক । তারপর sign APK তে ক্লিক করেন।


Confim এ ক্লিক করেন

এখন আবার mt manager ওপেন করুন এবং kill signature করা Bangla Dictionary singed. APK তে ক্লিক করে view তে ক্লিক করুন। Dex editor plus চাপুন,তারপর যেকোনো একটা classes ফাইলে ক্লিক করুন। তারপর select all করে দেন।ok তে ক্লিক করুন।



Search এ ক্লিক করে। Start new Search এ ক্লিক করে । Text to find বক্সে dictionaryactivity লিখে। Search type এ class name এ ক্লিক করুন। তারপর ok তে ক্লিক করুন

তারপর স্ক্রিনশটের মত জায়গায় ক্লিক করুন

তারপর ৩ডট বাটনে ক্লিক। করুন। Search এ চাপুন। তারপর সেখানে isPurchased লিখে নেক্সট এ ক্লিক করুন।



তারপর ispurchased লেখায় ক্লিক করে। Go to বাটনে ক্লিক করুন।


তারপর move-result p0 এর জায়গায় cost/4 p 0, 0x1 লিখে দেন।

ব্যাক বাটনে ক্লিক করার পর save &exit এ ক্লিক করুন ।

তারপর auto signed এ টিক চিহ্ন দিন এবং ok তে ক্লিক করুন

তারপর ব্যাক বাটনে ক্লিক করুন
তারপর এখন যে অ্যাপটি মোড করলেন তাঁর উপর ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করুন।

এখন অ্যাপটি ওপেন করে দেখুন কোন ads নেই। অ্যাপটিতে যতগুলি প্রিমিয়াম আছে সবগুলা এখণ আপনি ব্যাবহার করতে পারবেন।

সতর্কবার্তা: এই পোস্ট গুলো শুধু educational purpose এর জন্য করা । আইনি কোনো কিছু হলে আমি অথবা trickbd কর্তৃপক্ষ দায়ী থাকবেনা

যারা অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে চান লিংক : click here

তো আজকের পোষ্টটি এখানেই শেষ। ভালো থাকবেন।

যেকোন প্রকার হেল্প লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জইন হন। Telegram Channel


The post Bangla Dictionary premium tutorial – নিজেই মোড করে ফেলুন অ্যাপটি appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/qzErn3I
via IFTTT