Domain কি ?
ডোমেন হল ইন্টারনেটে একটি Address যা আপনার বা আমার জন্যে বিভিন্ন Website অ্যাক্সেস করা সহজ করে তোলে। উদাহরণস্বরূপ, “trickbd.com”-এইখানে “trickbd” হল নাম এবং “.com” হল ডোমেনের প্রকার৷
এটি কম্পিউটারের সংখ্যাসূচক ঠিকানাকে মানুষ এর জন্য ইজি করার জন্যে ব্যবহার করা হয় । আশা করি আপনারা বুঝতে পেরেছেন ।
Subdomain কি ?
একটি সাবডোমেইন হল একটি প্রধান ওয়েবসাইটের একটি শাখার মতো, এর সাহায্যে আমরা আমাদের মেইন ডোমেইন এর একটি পৃথক বিভাগ বা পরিষেবা প্রদান করতে পারি । উদাহরণস্বরূপ, “blog.example.com” এ “blog” হল “example.com” এর একটি সাবডোমেন।
এটি একটি বিশাল ওয়েবসাইট বা ডোমেনের কার্যক্রম গুলো কে সহজ এবং স্বতন্ত্র করতে সহায়তা করে থাকে ।
কিভাবে আমারা ফ্রিতে ৩২০০০+ ডোমেইন নিতে পারব !
আসলে বন্ধুরা ডোমেইন কিনতে মুলত আপনাকে টাকা গুনতে হবে । তাই আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনারা ৩২০০০+ ডোমেইন এর সাব ডোমেইন ফ্রি তে এক্সেস করতে পারবেন।
এবং এই ডোমেইন গুলোর DA (Domain Authority) ও অনেক হাই। আপনি চাইলে টেস্টও করতে পারবেন ।
এখন কথা হচ্ছে আমরা এই ডোমেইন গুলো কি কি কাজে লাগাতে পারব !
১। যদি আপনার কোন সাইট কোন দেশ এ ব্লক হয়ে থাকে তাহলে সেই দেশে আপনি চাইলে আপনার সাইট এর এক্সেস এর জন্যে একটি সাবডোমেইন ফ্রিতে দিতে পারবেন । এই ডোমেইন গুলো ব্যবহার করে।
মূলত যাদের কন্টেন্ট কপিরাইটেড থাকে তাদের এইটা অনেক কাজে দিবে । যেমনঃ মুভি ডাউনলোড সাইট ।
২। আপনার একটি ব্লগার সাইট আছে । বা কয়েকদিন আগে যে exblog.JP সাইট বানালাম সেই সাইট এর URL forwarder করতে পারব এই সাইট ব্যবহার করে।
ফ্রি ভার্সনে আপনি শুধু A record এডিট করতে পারবেন , আর ডোমেইন ফরওয়ার্ড করতে পারবেন ।
তাই এই সার্ভিস গুলো দিয়ে যাযা করা যায় তাই করতে পারবেন ।
এবার আমরা মূল পোস্টে চলে আসি ।
এই ডোমেইন গুলো নেওয়ার জন্যে আমাদের নিচের সাইট এ যেতে হবে, এবং Signup করতে হবে । চলুন করে ফেলি ।
Website: https://freedns.afraid.org/
Sign Up এ ক্লিক করে ফর্মটি পুরন করুন ।
এবারে আপনার মেইল চেক করেন , একটি একটিভ করার লিংক পাঠানো হয়েছে ক্লিক করে একটিভ করবেন আপনার একাউন্ট ।
এখন দেখুন আপনাকে Subdomain add করতে বলছে ।
চলুন একটি সাবডোমেইন এড করে দেখা যাক ।
ওকে আমি আপনাদের এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ।
Type: A রাখবেন ফ্রি ভার্সনে A Record ছাড়া অন্য অপশন কাজ করবে না।
Subdomain: আপনার ওয়েব সাইট এর নাম লিখবেন।
Domain: এখান থেকে আপনি লিস্ট পেয়ে যাবেন কোন ডোমেইন এর আন্ডার এ আপনার সাব – ডোমেইন বানাবেন । বিশ্বাস করেন অনেক অনেক ডোমেইন আছে । যেগুলো অনেক জোস ।
এখানে নিচের স্কিনশট এ দেখুন
এখানে অল্প কয়েকটা দেখাচ্ছে আপনি Many many More এ ক্লিক করে বাকি ডোমেইন নাম গুলো দেখতে পারবেন।
Many many More এ ক্লিক করার পরে Shared Domain Registry তে ক্লিক করবেন তাহলে লিস্ট চলে আসবে।
এখান থেকে যেই ডোমেইন এর DA এবং স্প্যাম রেট কম সেটা সিলেক্ট করে নিবেন ।
আর ক্লিক করার সাথে সাথে সেটা আপনার লিস্টে চলে আসবেন ।
এবার আসুন বুঝি Destination কি । এখানে আপনার Hosting এর সি প্যানেল এ একটি IP পাবেন সেটা কপি করে পেস্ট করে দিবেন ।
এবার ক্যাপচা এন্ট্রি করে এড করলেই সার্ভার এ সাব-ডোমেইন এড হয়ে যাবে।
এই জিনিষটা আমি এক্সপ্লেইন করে দিলাম কারণ অনেকেই বুঝবে না ।
এবার আসি http to https করব কিভাবে এই টপিকটাতে ।
http to https redirection: একটি ফাইল create করুন file name: .htaccess
এর মধ্যে নিচের দেওয়া কোড পেস্ট করে দিন ।
RewriteEngine On
RewriteCond %{SERVER_PORT} 80
RewriteRule ^(.*)$ https://yourdomain.com/$1 [R,L]
হয়ে হেলো ।
এবার আমি আপনাদের প্রাক্টিক্যাল ভাবে ডোমেইন Forward করে দেখাচ্ছি।
এর জন্যে আপনাকে Web forward এ ক্লিক করতে হবে।
এর পরে আমরা Add a Web Forward এ ক্লিক করব।
নিচের লাইন গুলো ভালো করে পরবেন এবং বুঝবেন ।
হলুদ কালার করা যায়গায় আপনি আপনার মনমত সাইট নেম দিবেন ।
পিংক কালার করা বক্স থেকে মন মত ডোমেইন সিলেক্ট করে দিবেন , (যেই ডোমেইন এর আন্ডার এ সাব-ডোমেইন বানাতে চান আরকি)
কমলা কালার এর মধ্যে যেই সাইট এর মধ্যে রিডাইরেক্ট করতে চান তার নাম ।
আমি আমার https://ift.tt/yLM6mAx এই সাইট এর জন্যে একটি সুন্দর Forward Domain Add করব।
ওকে আমার কাজ শেষ ।
এখন একটু সময় লাগবে এই জিনিসটা একটিভ হতে তাই অপেক্ষা করছি । আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন আমার Forward কাজ করছে https://ift.tt/vD9sdwr
তো এই ছিল আজকের পোস্ট । আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে । এই জিনিস গুলো সিক্রেট জিনিস অনেকে আপনাদের কাছে এই সব এর জন্য টাকা চাইবে ।
আমার টেলিগ্রাম চ্যানেল: My Telegram Channel
The post নিয়ে নিন 32000+ Domain Free তাও আবার সারাজীবন এর জন্যে ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3DLZt6Y
via IFTTT