আমি প্রবাসী এপ্স থেকে আপনার RPL পরিক্ষার সার্টিফিকেটটি ডাউনলোড করুন খুব সহজেই

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো যারা কারিগরি শিক্ষালয় থেকে যারা ৩/৭ দিন বা ৩/৮/৬ মাসের কোর্স করে RPL পরিক্ষা দিয়েছেন কিন্তু পরিক্ষায় উত্তির্ন হওয়ার পরেও কোন প্রকার সার্টিফিকেট পাননি তাদের জন্য আজকে আমার এই পোস্ট।

কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে। কারিগরি শিক্ষা নিলে কখনই বেকার থাকতে হয় না। কারিগরি শিক্ষা গ্রহন করলে নিজের পাশাপাশি আরো লোকজনের কর্মসংস্থান তৈরি করা যায়। এই বিষয়ে পড়লে চাকরি খুঁজতে হবে না।এ জন্য আমি গত কয়েক মাস আগে  সিলেট কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে ৪ মাসের (SEIP) সরকারি ভাবে ইলেকট্রিকালের কাজ শিখেছি ।সেই সাথে RPL পরিক্ষায় নিজ দক্ষতার সহিত উত্তির্ন হয়েছি।
পরিক্ষার উত্তির্ন হওয়ার গত কয়েক মাস যাওয়ার পরেও BTEB এর ওয়েবসাইটে আমার রেজিস্ট্রেশন অনুযায়ী কোন সার্টিফিকেট পায়নি।সেই সাথে প্রশিক্ষন কেন্দ্রেও অনেক যোগাযোগ করেও সার্টিফিকেটের কোন সন্ধান মিলেনি কারণ হলো এখনো আমাদের সার্টিফিকেটে অনলাইনে BTEB /NTVQF ওয়েবসাইটে এখনো আপলোড করেনি।
তবে তারপরেও আমি আমার কারিগরি শিক্ষার সার্টিফিকেটটি উত্তোলন করতে পেরেছি।
কিভাবে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং আপনার কি কি লাগবে বিস্তারিত থাকছে আজকের এই পোস্টে।

বি:দ্র: অব্যশই আপনাকে আমি প্রবাসী এপ্স ও পাসপোর্ট থাকতে হবে।

পাসপোর্ট ব্যাতিত আমি প্রবাসী এপ্সে লগিন করতে পারবেন না।আমি প্রবাসী এপ্সটি আপনার পাসপোর্টের ও নিজ্বস তথ্য দিয়ে রেজিস্টেশন করে নিবেন।
এরপর আপনার আমি প্রবাসী এপ্সটি ওপেন করুন।এরপর প্রোফাইলে ক্লিক করুন

এরপর সার্টিফিকেট এ ক্লিক করুন

দেখুন আমার সার্টিফিকেট এইখানে শো করছে।
এখন আমার সার্টিফিকেটটি ডাউনলোড করতে তাদেরকে পেমেন্ট করতে হবে।
এজন্য পেমেন্টে ক্লিক করুন

এরপর পরবর্তীতে ক্লিক করুন

এরপর আপনার পেমেন্ট মেথড অনুযায়ী পেমেন্ট করুন আমি বিকাশ অপশনে ক্লিক করলাম

এরপর আপনার বিকাশ নম্বর দিয়ে Confirm এ ক্লিক করুন

এরপর আপনার বিকাশ নম্বরের পিন দিয়ে Confirm এ ক্লিক করুন

এরপর আপনার তথ্যটি নেওয়ার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে

দেখুন আমার সার্টিফিকেটটি এইখানে ডাউনলোড করার অপশনটি এসেছে। আমি সার্টিফিকেট ডাউনলোড করুন এই লেখাতে ক্লিক করলাম

এরপর ডাউনলোড আইকনে ক্লিক করুন

ব্যাস আামার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে।

অনেকেই মনে করেন আমি প্রবাসীতে কিভাবে আমার সার্টিফিকেটটি আসলো ।কারিগরি শিক্ষা প্রদান করা হয় আপনি জেনো দক্ষ হয়ে দেশে অথবা দেশের বাহিরে নিজের কর্ম অনুযায়ী কাজ করতে পারেন ।
সেই লক্ষ্যে আপনার সকল নথী পত্র ও কাগজ পাতির সাথে এই সার্টিফিকেটটি আপনার জাতীয় পত্রের সাথে সিস্টেম করে সার্টিফিকেট প্রদান করা হয়।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post আমি প্রবাসী এপ্স থেকে আপনার RPL পরিক্ষার সার্টিফিকেটটি ডাউনলোড করুন খুব সহজেই appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/HaYTPjo
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট