২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ১২/০২/২০২৪ হতে ২৬/০২/২০২৪ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে। ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তো আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই গুচ্ছ পরীক্ষার আবেদন করবেন।
চলুন তাহলে শুরু করা যাক,
প্রথমেই আবেদন করার জন্যই আমাদের GST এর ওয়েবসাইটে যেতে হবে GSTadmission।
এরপর Start Application এ যেতে হবে।
তারপর New Application
এখানে আপনার HSC এবং SSC এর রোল, বোর্ড এবং পাসের সন দিতে হবে
দেখুন আমার সব ডিটেইলস চলে এসেছে, এবার নাম্বার ভেরিফিকেশন করতে হবে।
এখানে আপনার নাম্বার দিয়ে কোড দিয়ে ভেরিফাই করে নিবেন। ভেরিফাই করার সাথে সাথেই আপনাকে এসএমএস এর মাধ্যমে ইউজারনেম পাসওয়ার্ড পাঠানো হবে। অবশ্যই এটা যত্ন করে রেখে দিবেন। পরবর্তীতে লগিন করতে কাজে লাগবে।
এখানে আপনি কোন ইউনিটে আবেদন করতে পারবেন সেটা দেখাবে। তারপর Apply এ ক্লিক করবেন।
ফটো আপলোড এর ক্ষেত্রে অবশ্যই ৩০০x৩০০ এবং ১০০ কিলোবাইটের নিচে রাখবেন। এজন্য PicResize.com ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে আপনার পছন্দ মতো পিক্সেল এবং সাইজ সিলেক্ট করে ফটো ইডিট করতে পারবেন।
তারপর আপনার সেলফি আপলোড করতে হবে। আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে অন্য ডিভাইসও ব্যবহার করতে পারবেন। এজন্য QR Code অথবা লিংক ব্যবহার করে ছবি সাবমিট করলেই হয়ে যাবে। ছবি তোলার পর পছন্দ না হলে Retake অপশন থেকে আবার তুলতে পারবেন। তাছাড়াও আপনি তাইলে পরিবর্তিতেও চেঞ্জ করার সুযোগ পাবেন।
আপনি যেখানে পরীক্ষা দিবেন সেটা সিলেক্ট করুন।
সব ঠিক থাকলে আবার Submit Application এ যান।
Make Payment এ ক্লিক করুন। তারপর আপনার জন্য গেটওয়ে ওপেন হবে। এখান থেকে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, কার্ড ইত্যাদিতে পে করা যাবে। ১৫০০ টাকা পে করতে হবে। [৩০ টাকা চার্জ কাটবে।]
ব্যস আপনার আবেদন কম্পলিট।
পরবর্তীতে এডমিট কার্ড এখান থেকেই ডাউনলোড করতে পারবেন।
আজ এপর্যন্তই। সবাই ভালো থাকবেন।
সময় পেলে আমার ওয়েবসাইট ভিজিট করুন, ওয়েব সিরিজ কি? ওয়েব সিরিজ কিভাবে দেখা যায়? Best 3 Series Review
The post ঘরে বসেই গুচ্ছ (GST) পরীক্ষার আবেদন করুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/V6cPMBK
via IFTTT