জাভাস্ক্রিপ্ট Regular Expression ফুল টিটোরিয়াল। | Part – 1 | রেগুলার এক্সপ্রেসন (Regular Expression) কী?

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন! তো আজকে থেকে আমি জাভাস্ক্রিপ্ট এর রেগুলার এক্সপ্রেসনের ফুল টিটোরিয়াল শেয়ার করবো। পার্ট বাই পার্ট রেগুলার এক্সপ্রেসন এর টিটোরিয়াল শেয়ার করবো যাতে পুরোপুরি ভাবে রেগুলার এক্সপ্রেসনটি বুঝাতে পারি!

তো রেগুলার এক্সপ্রেসনটা আসলে কি? রেগুলার এক্সপ্রেসনটা কি কাজে ব্যাবহার করা হয় চলুন তা জানা যাক। ধরুন আপনি একটি এইচ টি এম এল ফর্ম তৈরী করলেন ইমেইলের জন্য। তো সাধারনত ইমেইলটি কিরকম হয়ে থাকে adress@email.com এরকম তাইতো। একটা ইউজার যদি এইরকম ইমেইল দিয়ে থাকে তাহলেই ফর্মটি কাজ করবে নয়তো না আবার যদি URL এর ফর্ম তৈরী করলেন সেই ফর্মের ইউজাররা URL দিলেই ফর্মটি কাজ করবে নয়তো না। রেগুলার এক্সপ্রেসনের মাধ্যমে ফোন নাম্বার, লিংক, ইমেইল সহ অনেক প্রোফেশনাল সব কাজ করা যায়।

এছাড়াও আপনার টেক্সট অথবা টেক্সট টাইপ অনুযায়ী কাজ করাতে পারবেন। তো চলুন রেগুলার এক্সপ্রেসন দিয়ে বানানো কিছু ফর্ম দেখে নেয়া যাক।

i

রেগুলার এক্সপ্রেসন দিয়ে ফর্ম ছাড়াও আরো ভিবিন্ন কাজে ব্যাবহার করা যায়।

আজ এই পর্যন্তই কালকে রেগুলার এক্সপ্রেসন দিয়ে প্রেকটিকেল আলোচনা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ!

The post জাভাস্ক্রিপ্ট Regular Expression ফুল টিটোরিয়াল। | Part – 1 | রেগুলার এক্সপ্রেসন (Regular Expression) কী? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/q8r32fL
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট