আপনার ফোনের Touch Keyboard টিকে আপনার পিসির স্ক্রিনে নিয়ে আসুন আর টাইপ করুন মাউস দিয়ে Android Keyboard এর মতো!

Hello World!

কি অবস্থা সবার ? বহুদিন পর আবারো হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে। এই ট্রিকটি একটু ভিন্ন রকমের হবে কারন এই ট্রিকটির মাধ্যমে আপনি আপনার ফোনের যে আসল কীবোর্ড রয়েছে সেটা আপনার পিসিতে নিয়ে আসতে পারবেন এবং মাউস দিয়েই টাচ প্যানেলের মতো কীবোর্ড কন্ট্রোল করতে পারবেন সবকিছু।

এর জন্যে আমাদের যা যা লাগবেঃ

১. একটি পিসি
২. একটি এপ্লিকেশন যার নামঃ Free Virtual Keyboard

App LINK :

1. Microsoft Store
2. Official Website

এপটির ফিচারগুলো নিচে উল্লেখ করে দিচ্ছিঃ

১. যে কীবোর্ডটি আপনি এখানে পাচ্ছেন অনেক compact একটি কীবোর্ড।
আপনি ইচ্ছামতো এর সাইজ পাল্টাতে পারবেন।

২. আপনি ইচ্ছামতো এর রঙ পাল্টাতে পারবেন। এখানে বহু Stylish Colour এর অপশন আপনি পেয়ে যাবেন।

৩. আপনি ইচ্ছামতো কীবোর্ড টির টাইপ পাল্টাতে পারবেন। এখানে কয়েক রকমের আলাদা আলাদা keyboard layout রয়েছে আপনার সুবিধামতো ব্যবহার করার মতো।

৪. ইচ্ছামতো window size পাল্টাতে এবং তা lock করে রাখতে পারবেন।

৫. keyboard transparancy change করতে পাওরবেন ইচ্ছামতো। অনেকগুলো window একসাথে খুলে রাখলেও কোনো সমস্যা হবে না। কারন keyboard টিকে যত ইচ্ছা ছোট বড় করতে পারবেন।

এবার আসি কাদের জন্যে এই এপ্লিকেশনটি বেশি সুবিধার হবেঃ

১. আপনার keyboard না থাকলে।

২. আপনার keyboard নষ্ট হয়ে গেলে।

৩. আপনি অলস হলে।

৪. আপনার keyboard টি অনেক বড় হলে।

৫. আপনার keyboard টি হাত থেকে দূরে হলে

৬. Touch Screen Display যুক্ত মনিটর বা ল্যাপটপ হলে।

৭. এছাড়াও আরো বিভিন্ন রকমের কাজে লাগবে এই keyboard টি যা আপনি কল্পনাও করতে পারবেন না।

নিচে কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছি এপলিকেশনটির দেখে নিবেন।

তো এই ছিল আজকের পোস্টটি। ভালো লাগলে জানাবেন। ততক্ষনের মতো ট্রিকবিডির সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো পোস্টে।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…

The post আপনার ফোনের Touch Keyboard টিকে আপনার পিসির স্ক্রিনে নিয়ে আসুন আর টাইপ করুন মাউস দিয়ে Android Keyboard এর মতো! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/MpaLlFr
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট