[Android] সেরা ১০টি ওপেন ওয়ার্ল্ড অফলাইন গেম সাথে ডাউনলোড লিংক ও মোড [পর্ব-১]

শুরুতেই বলে রাখি যে, এখানে যে লিস্ট আমি প্রদান করবো সেটা একান্তই আমার অপিনিয়নের ভিত্তিতে, তাই কেউ যদি মনে করেন যে আপনার জানা কোনো গেম এখানকার কোনো গেমের থেকে ভালো, সেটা আপনার বিষয়, এখানে কমেন্ট করার প্রয়োজন নেই।
কমেন্ট সেকশন মুলত পোস্ট বিষয়ক সমস্যা বা প্রশ্ন ও সমাধানের জন্য।

ওপেন ওয়ার্ল্ড গেমঃ
ওপেন ওয়ার্ল্ড গেম বলতে সেগুলো কে বুঝায় যেখানে একটি পরিবেশ ও শহর বা কোনো কাল্পনিক পৃথিবী দেয়া হয় এবং যেখানে আপনি যেকোনো সময় যেকোনো জায়গা তে চাইলে যেতে পারবেন। নিজের ইচ্ছামতো নির্দিষ্ট কিছু মুভ ব্যবহার করতে পারবেন এবং সম্পুর্ন চয়েজ বেজড হয়।

কেন অফলাইন গেমের লিস্ট দিলাম শুধু?
– প্রথমত গেমগুলোর মধ্যে অর্ধেকের বেশিই আপনি অনলাইনও খেলতে পারবেন।
– অনেক মানুষ ই আছে যারা বেশি সোশাল না, বন্ধুদের সাথে খেলতে পছন্দ করেন না, একা একা এক্সপ্লোর করতে পছন্দ করে, তাদের জন্যই। আবার অনেক সময় ইন্টারনেট বিহীন পরিবেশে মানুষ সময় কাটানোর জন্য অফলাইন পছন্দ করে, তাই অফলাইন গেমের লিস্ট প্রোভাইড করেছি।

বিশেষ কথাঃ
আমি রেকমেন্ড করবো যে মোড ভার্সন ব্যবহার না করার। মোড ব্যবহার করে খেলার কোনো মানে হয় না, কোনো উদ্দেশ্য থাকে না এতে। বিশ্বাস করুন, মোড ব্যবহার করে খেলে আপনি গেমের এক্সপ্লোরেশন এর মজাই পাবেন না, যেটা অফলাইন ওপেন ওয়ার্ল্ড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
তবুও, অনেকে মোড পছন্দ করেন, তাদের জন্য মোড ভার্সনও দিয়েছি।
আর হ্যা, আমি সবগুলো গেম গত কয়েক সপ্তাহ আগে থেকেই ট্রাই করেছি, সব গুলোই ঠিকঠাক কাজ করে, কোনো প্রকার ক্র‍্যাশ করেনি। খেলা যায়। কয়েকটা খেলি নি, সেগুলোর নামের শেষে (NP) লিখে দিয়েছি। আর আমি মোড গুলা একবারও ইন্সটল করে দেখিনি, সেগুলা যদি ক্র‍্যাশ করে, তাহলে আপনার ডিভাইস এর মডেল সহ জানাবেন, আমি চেস্টা করবো সমাধান করার।

Highly-Compressed গেমঃ
– অনেকেই Highly Compressed গেম ডাউনলোড ফাইল খোজেন, তাদের কে শুধু একটাই কথা “পরিহার করুন”।
হাইলি কম্প্রেসড ফাইল মানুষ বানায় দুইভাবেঃ
গেমের কিছু কিছু ফাইল কেটে দিয়ে। যেমন গুরুত্বপূর্ণ নয় এমন সাউন্ড, ম্যাপ, বিভিন্ন ক্যারেক্টার মডেল ইত্যাদি। এটা মুলত কম্প্রেসের নামে লাইট ভার্সন বানানো। 😅
আর আরেকটি পদ্ধতিতে জিনিউনলি কম্প্রেস করা। এটাতে ফাইল সাইজ বেশী কম হয় না। ২জিবির ফাইল হয়তো ১.৫জিবি হয়। কিন্তু কোনো গেমের ফাইল এমনকি যেকোনো ফাইল অতিরিক্ত লেভেলে কম্প্রেস করলে প্রায়ই গেমের ফাইল করাপ্ট হয়ে যায় (বিশেষ করে যে গেমে ” obb” না দিয়ে “data” ফাইল দেয়া থাকে)। ফলে গেমে বিভিন্ন বাগ দেখা যায় বা গেম ক্র‍্যাশ করে।
আরো এক ভাবে হাইলি কম্প্রেসড হয়। সেটা আপনা-আপ্নিই হয়, আমি জানিনা কীভাবে বা কেন, তবে কিছু কিছু ফাইল নর্মাল কম্প্রেশনেই সাইজ বেশ খানিকটা কমে যায়, সেটাকে হাইলি কম্প্রেসড বলাও ভুল হবে।

আমি নিচে কয়েকটা গেমের ই হাইলি কমপ্রেসড ভার্সন দেয়া আছে, তবে সবগুলো আমি ট্রাই করে দেখেছি, কাজ করে।

ডাউনলোড লিংক বেশিরভাগ ই ডাইরেক্ট লিংক। ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হবে এবং স্পীডও ভালো পাবেন।

যাইহোক,

১. GTA (Grand Theft Auto) সিরিজঃ
ছোটবেলার সবচেয়ে ভালো স্মৃতি গুলোর মধ্যে এটা অন্যতম। আমি যে জেনারেশনের, সে জেনারেশনের ছেলেদের ছোটবেলায় কমপক্ষে একবার এই সিরিজের Vice City খেলেছেই। 😅
অ্যান্ড্রয়েডে GTA সিরিজ এর এ পর্যন্ত মোট ৬টা গেম রিলিজ করেছে- GTA Liberty Stories, GTA Chinatown Wars, GTA VC Stories, GTA Vice City, GTA III এবং GTA San Andreas.
আমি আলাদা আলাদা করে প্লট নিয়ে কথা বলবো না, সবাই জানেন হয়তো। যারা জানেন না, তারা নির্দিধায় খেলা শুরু করেন।

এখন,

Name: GTA San Andreas

Game: Offline

Size: Total 2.5 GB

Apk: ApkV

MOD apk:ApkV (Unlimited money)

Obb: GDrive

Name: GTA Chinatown Wars (NP)(not Recommend)

Game: Offline

Size: Total 900 MB

Apk: ApkV

MOD apk:ApkV (GOD mode)

Obb: ApkV

Name: GTA III

Game: Offline

Size: Total 700 MB

Apk: ApkV

MOD apk:ApkV (Unlimited money)

Obb: ApkV

Name: GTA Liberty Stories (NP)

Game: Offline

Size: Total 1.9 GB

Apk: ApkV

MOD apk:ApkV (Unlimited Money)

Obb: ApkV

Name: GTA Vice City

Game: Offline

Size: Total 1 GB

Apk: ApkV

MOD apk:ApkV
[Mod: saved loads
2nd slot – the game is 100% completed;
3rd slot – start the game with a lot of money;
4th slot – all available side quests have been completed, but the story ones have not been completed;
5th slot – Helicopter mission completed.]

Obb: ApkV

Name: GTA Vice City Stories (NP)

Game: Offline

Size: Total 900 MB

Apk: ApkV

MOD apk: UNAVAILABLE

Obb: ApkV

২. Gangster সিরিজঃ
স্টোরি, প্লট, ক্যারেক্টারিস্টিক সব দিক থেকে GTA এর সাথে মিল আছে। তবে, সাইজ অনুযায়ী গ্রাফিক্স GTA এর থেকে ভালো (GTA IV, V এর সাথে তুলনা করিনি)। এর কারণ, GTA এর যেগুলো দিয়েছি তা Gameloft এর Gangster এর থেকেও অনেক আগে রিলিজ পেয়েছে, তাই সময় ও প্রযুক্তি এর খাতিরে বিবেচনা করলে GTA ই সেরা। তবে, যেহেতু Gameloft এর গেমগুলো নিয়মিত আপডেট হয়, তাই অনলাইনেও খেলতে পারবেন, ইন ফ্যাক্ট অনলাইন খেলে বেশি মজা পাবেন।
কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে অ্যান্ড্রয়েডে GTA ও Gangster সিরিজের মধ্যে কোনটা খেলা ভালো হবে, তাহলে উত্তর দ্বিধাহীনভাবে আমি “Gangster” বলবো।
Gangster সিরিজের এন্ড্রয়েডের জন্য মোট ৭টি রিলিজ করেছে Vegas, Orleans, City of Saints, Miami Vindication, West Coast Custle, Urban Crime ও Gangster City. কিন্তু এগুলোর মধ্যে Orleans (অনলাইন), Urban Crime (সাপর্টেড ভার্সন পাইনি), West Coast Custle (খেলার মতো না, প্লেট বেজড) দিলাম না।

Name: Gangster Miami (bad Graphics)

Game: Offline

Size: Total 250 MB

Link: PDALife

এটার খেলার জন্য আপনার GPU চেক করা লাগবে। আপনার ফোন Andreno, Mali, PowerVR নাকি Tegra জিপিইউ সেটা চেক করে ডাউনলোড করবেন।

Name: Gangster Rio (Highly Recommended)

Game: Offline

Size: Total 900 MB

Apk: ApkV

MOD apk:ApkV(Unlimited money)

Obb: ApkV

Name: Gangster Vegas

Game: Offline/Online

Size: Total 2.2 GB

Apk + Obb: Play Store

MOD apk:ApkV (Unlimited + VIP 10)

MOD obb: ApkV

এ পোস্ট এপর্যন্তই।

ক্রেডিটঃ APKvision [non-sponsored]
এখানে ডাইরেক্ট লিংক পাওয়া যায়, স্পীড ভালো পাওয়া যায় এবং যতোগুলো ঠিক-ঠাক কাজ করে তা আমি এখান থেকেই পেয়েছি বলে এই লিংক ই দিয়েছি।

আমি বিস্তারিত লেখি বলে পোস্ট বড় হয়ে যায়। সেকারণে গেমপ্লে’র স্ক্রীনশট দিতে পারিনি। কারো কাছে এটা আপত্তিকর হলে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙏

আগামী পোস্টে বাকি ৮টা গেম দেয়ার চেস্টা করবো।

ভালো থাকবেন।

The post [Android] সেরা ১০টি ওপেন ওয়ার্ল্ড অফলাইন গেম সাথে ডাউনলোড লিংক ও মোড [পর্ব-১] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/zcLDVOa
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট