আসসালামু আলাইকুম
প্রাণপ্রিয় ট্রিকবিদের ডিজিটাল অথর এবং কন্ট্রিবিউটর ভাইয়েরা।
আশা করি সবাই ভালো আছি।
আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আজকে যে বিষয়ে পোস্ট করব তা ইতিমধ্যে পোস্টের থাম্বানাইলে কি বুঝে গেছেন।
যারা জানেন অথবা ভালো না লাগে তারা পোস্টটি এড়িয়ে চলবেন।
হুম আজকের পোস্ট কিভাবে ব্লগার সাইটে ট্রান্সলেট বার যুক্ত করবেন।
তার আগে বলি কেন আপনার ব্লগার চাইতে ট্রান্সলেট বার যুক্ত করবেন?
প্রথমত আপনার সাইটটি যেহেতু গুগলে সার্চ দিলেই খুঁজে পাওয়া যাবে।
অর্থাৎ যেকোনো দেশ থেকে আপনার সাইটটি তে ভিজিট করা যাবে।
আর বিদেশীরা যখন আপনার সাইটে ভিজিট করবে তখন তারা বাংলা ভাষা বুঝবে না তাই তারা ট্রান্সলেট করতে চাইবে।
তারা আপনার সাইটকে তখনই ট্রান্সলেট করতে পারবে যখন আপনি আপনার চাইতে ট্রান্সলেট বার যুক্ত করবেন।
যদি ও ভালো ভালো ব্রাউজার গুলোতে ট্রান্সলেট সিস্টেম থাকে।
তারপরও আপনার সাইটের ট্রান্সলেট বার যুক্ত করলে সকল ভিজিটর সহজেই আপনার সাইটে পোস্ট নিজের ভাষায় পড়তে পারবে।
যাই হোক আশা করি এই ব্যাপারে আর বলার প্রয়োজন পারবে না।
স্ক্রিনশটের সহ দেখিয়ে দেওয়া হবে।
ব্লগার সাইটের ট্রান্সলেট বার যুক্ত করতে নিচের স্ক্রিনশট গুলা ফলো করুন।
প্রথমে আপনার ব্লগার সাইটের এডমিন প্যানেলে যান।
তারপর Layout এ ক্লিক করুন
তারপর নিচের স্ক্রিনশটের মত ক্লিক করুন
তারপর নিজের স্ক্রিনশট এর মত থাকবে না থাকলে এরকম কাজ করুন
ব্যাস আপনার সাইটে এখন ট্রান্সলেট বার যুক্ত হয়ে গেছে।
আশাকরি বুঝতে পেরেছেন ।
না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। এখন আপনার ব্লগার সাইডে translate খুজে বের করুন।
নিচের র স্ক্রিনশটের মত।
দেখুন ট্রান্সলেট বার যুক্ত করা হয়ে গেছে।
এখন থেকে আপনার সাইটে যে কেউ পোস্ট পড়তে পারবে যে কোন ভাষায়।
ভয়েস টাইপিং হয়েছে তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দের ক্ষেত্রে দেখবেন।
আর একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
আশাকরি বুঝতে পেরেছেন।
আজ এই পর্যন্ত।
নিত্য নতুন টেকনোলজি বিষয় ক ট্রিক এবং টিপস পেতে পেতে ভিজিট করুন।
BanglaTricks2.Blogspot.com
The post How to Add Translate Bar to Your Blogger Site appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Uz5Dr6I
via IFTTT