Whatsapp এর একটি নতুন ট্রিক ।দেখুন কিভাবে অটোমেটিকে নিয়ে মেসেজ ডিলিট হয়ে যাবে ছোট্ট একটি সেটিংস এর মাধ্যমে।

আসসালামু আলাইকুম সবাইকেl আমার এই আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম l আজকে আমি আপনাদেরকে আমাদের বহুল ব্যবহৃত whatsapp এর একটা নতুন আপডেট সম্পর্কে জানাবো lতো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা পোস্টে চলে যাই l




আজকের পোস্টে আমি আপনাদেরকে যে ট্রিক্স টি দেখাবো সেটি মূলত হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট l সুতরাং এই ট্রিক্স টি খাটাতে হলে হলে আপনার হোয়াটসঅ্যাপ অবশ্যই লেটেস্ট ভার্সনের হতে হবে l তাই আপনি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ ডিপ প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন

তো চলুন দেখে নেয়া যাক এই নতুন ফিচারে কি কি রয়েছে l

হোয়াটসঅ্যাপের নতুন পিকচারটির মাধ্যমে আপনি আপনার কাউকে দেওয়া মেসেজগুলো একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি ডিলিট করে দিতে পারবেন l হোয়াটসঅ্যাপে এমনিতেও একটা একটা করে মেসেজ ডিলিট করার অপশন রয়েছে তবে আপনার প্রাইভেসির খাতিরে আপনি যদি চান যে ,কাউকে দেয়া আপনার মেসেজগুলো একটা নির্দিষ্ট সময় যেমন ২৪ ঘন্টা ৭ দিন বা একমাস পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তাহলে সেটা এই অপশনের মাধ্যমে করা যাবে l

আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অপশনের কাজটা কি l তাহলে চলুন এবার আমরা অপশনটি কিভাবে চালু করবো সেটি জেনে নিন l অনেকেই হয়তো এই ট্রিক্স টি সম্পর্কে জানেন যারা জানেন না পোস্টটি তাদের জন্য চলুন তাহলে আমরা মূল পোস্টে চলে যাই

অপশনটা চালু করতে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ এ প্রবেশ করুন l এরপর উপরে ডান দিকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন l

এখান থেকে সেটিংস অপশনটি সিলেক্ট করুন

এখান থেকে একাউন্ট অপশনটি সিলেক্ট করুন


এখন প্রাইভেসি অপশনে ক্লিক করুন

এবার এই অপশনটিতে ক্লিক করুন


এখান থেকে আপনি কতক্ষণ পর আপনার মেসেজগুলো গায়েব হয়ে যাবেন সেটা নির্ধারণ করতে পারবেন l এখানে আমি ২৪ ঘন্টা সেট করে দিলাম

এতক্ষণ আপনাদেরকে যে সেটিংস টা দেখালাম এই সেটিংস এর মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার সাথে কথা বলুন না কেন সবার মেসেজে ২৪ ঘন্টা পর ডিলিট হয়ে যাবেl  তবে হোয়াটসঅ্যাপ এ এরকম সিস্টেম রয়েছে যাতে আপনি কোন একটা নির্দিষ্ট কন্ট্রাক্ট এর মেসেজগুলো ২৪ ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি ডিলিট করতে পারবেন l

চলুন দেখে নেয়া যাক এবার সেই সেটিং

আপনি যার সাথে করা চ্যাট গুলো ডিলিট করতে যান, প্রথমে তার নামের উপর ক্লিক করে তার ইনবক্সে চলে যান

এবার থ্রি ডট অপশনে ক্লিক করে দেখুন ডিজেপেয়ারিং মেসেজ নামে একটি অপশন রয়েছে l আপনি এই অপশনটিতে ক্লিক করুন

আমার এখান থেকে আবার আগের মত একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিন l ব্যাস আপনার কাজ শেষ l এবার আপনার করা মেসেজগুলো ২৪ ঘন্টা পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে l আপনি চাইলে অন্য অপশনগুলোও বেছে নিতে পারেন l

—> টেন মিনিট স্কুলের যেকোন কোর্স এর প্রোমো কোডের জন্য আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন l

আজকে এ পর্যন্তই আশা করি আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে l এত বড় আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ l কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন কেমন লাগলো আমার লেখাটি l আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন এবং কমেন্ট বক্সে সেটা ধরিয়ে দিয়ে আমাকে শুধরানোর সুযোগ করে দেবেন lধন্যবাদ সবাইকে l

The post Whatsapp এর একটি নতুন ট্রিক ।দেখুন কিভাবে অটোমেটিকে নিয়ে মেসেজ ডিলিট হয়ে যাবে ছোট্ট একটি সেটিংস এর মাধ্যমে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Kwn5OCs
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট