তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত পোস্টে দেখিয়েছি আমাদের কি কি প্রয়োজন হবে। এবং কোনটা ভালো আর কোনটা খারাপ হবে। আজকে শেখাবো কিভাবে পান্ডা এক্টিভ করবেন।
আমরা আজকে “panda Muse pro” এই অ্যাপসটা একটিভ করব এবং এটা দিয়ে কিবোর্ড এবং যুক্ত করে গেম খেলব। আমরা এটা দুটি নিয়মে কানেক্ট করতে পারি। আজকে দেখাবো তাতেই পোস্ট অনেক বড় হয়ে যাবে। আগেই বলে রাখা ভালো , এই নিয়মে সবার কাজ নাও হতে পারে। অন্তত আমার ফোনে কাজ করেনি। কিন্তু আমি যাদের কি করে দিয়েছি সবারই কাজ করেছে .. যাইহোক তাহলে চলুন আজকের পোস্ট শুরু করি শুরু করি।
যেহেতু আমি এটি পার্ট বাই পার্ট দিব। তাই নিচে একটি কিওয়ার্ড দিচ্ছি। এটা দিয়ে গুগলে সার্চ করলে এই পার্ট গুলো সব পেয়ে যাবেন। “কিবোর্ড এবং মাউস দিয়ে গেম খেলার নিয়ম/Trickbd/LimoN”
আপনাদের তিনটা অ্যাপস এর প্রয়োজন হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন:
Panda Muse pro (mod, premium) : click (telegram)
Panda pacher : click
Ladb : click
…
প্রথমে উপরের লিংক থেকে সব অ্যাপস ডাউনলোড করে নিন। তারপর আপনি পান্ডা মাউস প্রো তে ঢুকুন দেখুন নিচের মতো আসবে।এখানে আমাকে একটিভ করতে হবে। একটিভ করার জন্য আপনাকে আপনার ফোনে কোড রান করাতে হবে।
এখন আপনি পান্ডা প্যাঁচারে ঢুকুন এবং প্যাচ করে নিন। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশট ফলো করুন :
এখন আপনি উপরের স্ক্রিনশটের দেখানো জায়গায় ক্লিক করে কপি করে নিন।
এবার আপনি আপনার সেটিং এগিয়ে ডেভলপার অপশন চালু করুন। যেভাবে চালু করবেন,
- আপনি সেটিং এ গিয়ে অ্যাবাউট ফোনে ঢুকুন।
- তারপর build number অপশনে ক্লিক করতে থাকুন।
- কিছুক্ষণ পর দেখবেন আপনার পাসওয়ার্ড চাইতেছে, আপনি যে পাসওয়ার্ড দিয়ে স্ক্রিন আনলক করেন সেটা দিয়ে দিন।
এবার আপনি আপনার ফোনের সেটিং এ গিয়ে সার্চ করুন “developer” তারপরে সেখানে ঢুকে। তারপরে নিচের দেখানো লিস্ট এর অপশন গুলো চালু করুন :
- 1.USB debugging
- 2. Allow screen overlays on sittings
- 3. যদি আপনার মোবাইলে “moniroring” অপশন থাকে তাহলে সেটা ডিজেবল করুন।
নিচেরটা যদি থাকে তাহলে চালু করে দিবেন।
এবার আপনি যদি ওয়াইফাই ইউজার হন তাহলে ভালো। আর না হলে অন্য কোন এন্ড্রয়েড ফোন থেকে হটস্পট চালু করুন। এবং আপনার ওয়াইফাই চালু করে সেখানে কানেক্ট করুন। (ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজন নেই) এবং হয়ে গেলে আবার সেটিং এ আগের জায়গায় চলে যান , এবং “wireless debugging” চালু করুন।
(যেখান থেকে হটস্পট নিবেন যদি সেখানে এমবি না থাকে তাহলে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিবেন।)
বন্ধুরা আজকে এ পর্যন্তই। বাকিটা পরবর্তী পোস্টে দেখাবো। সে পর্যন্ত ভারত এখন সুস্থ থাকুন ট্রিকবিডি এর সাথেই থাকুন।
The post অ্যান্ড্রয়েডে কীবোর্ড ও মাউস দিয়ে গেম খেলার নিয়ম।[ পার্ট 3 ] : “panda mouse pro” appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/0pmf3R9
via IFTTT