আসসালামু আলাইকুম । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি চঞ্চল ।
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ তায়ালা আপনাদের সবাই কে অনেক অনেক ভালো রাখছে । ইনশাল্লাহ আমিও ভালো আছি।
দীর্ঘ সময় পরে আবার আজকে পোস্ট লিখতে বসলাম নতুন একটা টপিক নিয়ে । আশা করি অনেকের কাজে দেবে । আর কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আজকে যে বিষয় টি আলোচনা করবো তা হলো যে কিভাবে আপনি আপনার পিসি থেকে USB এর মাধ্যমে মোবাইল এ ইন্টারনেট চালাবেন , মোবাইল এ ডাটা চালু করতে হবেনা , ওয়াইফাই ও না, যাকে বলে রিভার্স ইউএসবি টেথারিং ।
অনেকেই হয়তো জানেন , কিন্তু আমি জানতাম না , ভাবলাম অনেকেই হয়তো নাও জানতে পারে , আগে জানতাম মোবাইল থেকে USB দিয়ে পিসি তে নেট চালানো যায় ।
তো চলুন এসব কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।
প্রথমে নিচের ফাইল ২ ডাউনলোড করে নিন ।
1. First
2. Second
এবার ফাইল দুইটা এক্সট্র্যাক্ট করে নিন ।
তারপর উইন্ডোজ এর C ড্রাইভ এ একটা ac নামে নতুন ফোল্ডার তৈরি করে নিন ।
তারপর ২ টা ফোল্ডার এর সব ফাইল এই ac ফোল্ডার এ কপি করে দেন ।
এবার অ্যাড্রেস বারে cmd লিখে এন্টার চাপুন ।
এখন আসুন মোবাইল এ ,
মোবাইল এ Developer Option এ চলে যান , যাদের এই অপশন নেই তারা ফোন এর About অপশন এ গিয়ে build number এ ৭-৮ বার ক্লিক করুন এটা এনাবল হয়ে যাবে।
একটু নিচে গিয়ে Usb Debugging অপশন টা অন করে দিন ।
হয়ে গেলে পিসির সাথে মোবাইল টা Usb দিয়ে কানেক্ট করে নিন ।
এবার আসুন পিসি তে ,
Cmd তে টাইপ করুন gnirehtet install . তারপর এন্টার চাপুন ।
তারপর Usb debugging এর পপ আপ আসবে allow করে দিবেন ।
পরবর্তীতে টাইপ করুন gnirehtet run .
তারপর মোবাইল এ লক্ষ করুন একটা VPN অপশন আসবে Allow করে দিবেন ।
সব কাজ শেষ , এখন প্রমাণ :-
নিচের স্ক্রিন শট দেখুন , ওয়াইফাই অফ , ডাটা অফ, YouTube চলতেসে .
আজকে এ পর্যন্তই , সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , আর ট্রিকবিডির সাথেই থাকবেন । আল্লাহ হাফেজ ।
আর কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন :- TUNTUNI HAXOR
The post পিসি থেকে Usb এর মাধ্যমে মোবাইল এ ইন্টারনেট শেয়ার করুন , মোবাইল এ Data বা Wi-Fi চালু করতে হবেনা । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/j0roilU
via IFTTT