Telegram Bot এর মাধ্যমে ইন্টারের আইসিটি বইয়ের Number Chapter এর সংখ্যা রুপান্তর মান নিশ্চিত করুন।

Telegram Bot এর মাধ্যমে ইন্টারের আইসিটি বইয়ের Number Chapter এর সংখ্যা রুপান্তর মান নিশ্চিত করুন। 

আসসালামু আলাইকুম তো আমার পোস্টে লেখা শুরু করার আগে আমি  বিষয়টা ক্লিয়ার করে দেই!

না হলে আবার অনেকে আছেন যে বলবেন পোষ্টের টাইটেল দেখে আসলাম একটা, পরে দেখি অন্যটা সেজন্য আমি শুরুতে এটা বলে নেই!

এটা হচ্ছে  ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই আছে। এখানে যে তৃতীয় অধ্যায় আছে,

অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নামের অধ্যায়টির কথা বলতে চাচ্ছি!

এখানে  হচ্ছে নম্বর সম্পর্কিত বিষয় পড়ানো হয় অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে তো এখানে যে সিস্টেমটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে!

এই অধ্যায়ের মেইন টপিক এবং বিষয়বস্তু গুলো হচ্ছে নাম্বার সম্পর্কে নিচে উল্লেখ করলাম!

1/ ডেসিমাল বা দশমিক সংখ্যা

2/ বাইনারি

3/ অক্টাল

4/ হেক্সা-ডেসিমাল

এখন আছে মূল প্রসঙ্গে যে আমার এই সিস্টেমগুলো কি কাজে লাগবে। মানে আমি যে টেলিগ্রাম বটটা ব্যবহার করব এটা আমার কোন কাজে লাগবে?

যারা হচ্ছে ইন্টারের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছেন অর্থাৎ এই অধ্যায়ের নতুন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে, এই সংখ্যাগুলো রূপান্তর করতে অনেক কঠিন লাগে আবার যখন বাড়িতে প্র্যাকটিস করে তখন দেখা যায়,

যখন দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি অক্টাল বা  হেক্সা ডেসিমাল নাম্বারে কনভার্ট করে উত্তর বের করে! তখন অনেকেই কনফিউজ থাকে যে আমি তো ডেসিমেল সংখ্যা থেকে রূপান্তর করে এই নাম্বারের উত্তরটা বের করলাম এটা কি সঠিক না বেঠিক!

এই কনফিউজ টা যাদের থাকে।

তারা হচ্ছে,  এই টেলিগ্রাম বটের মাধ্যমে ডেসিমাল সংখ্যা থেকে, বাইনারি অক্টাল,  ও হেক্সা-ডেসিমাল সংখ্যা বের করে, আপনার উত্তর মিলিয়ে নিতে পারবেন!

এবং সেটা মাত্র কয়েক সেকেন্ডে,  টেলিগ্রাম বটের মাধ্যমে!  এই ছিলো মুল বিষয়, এখন আসি মুল পোস্টে!

১/ প্রথমে পোস্টের নিচে দেয়া লিংক থেকে টেলিগ্রাম বট টি ওপেন করে নিবেন,

২/ এরপর Start করে নিবেন!

৩/ এরপর উপরে দেখানো CommandList অপশনে ক্লিক করবেন!

তারপর এখানে সব দেখতে পারবেন!

উদাহরণ হিসেবে মনে করেন যে আমি একটি
আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা অংক করছি সেখানে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি নাম্বার এর উত্তর বের করছি তো এখন আমি যেহেতু অধ্যায়ে নতুন তাই আমি কনফিউজ যে আমি যে উত্তরটা বের করছি,

মানে সহজ ভাষায় ডেসিমাল থেকে বাইরের নম্ববরের যে উত্তরটা বের করেছি এটা কি সঠিক না বেঠিক! যেহেতু এটা আমার অজানা এখন হচ্ছে আমি আমার এই উত্তরটা টেলিগ্রাম বটের মাধ্যমে জানবো।

এটার জন্য হচ্ছে আপনি বাইনারি কমেন্ড সেন্ড করার পর আপনাদের ডিসি মাল বা দশমিক সংখ্যা সেটা আপনি লিখে পাঠিয়ে দেবেন টেলিগ্রাম বটে এরপর দেখতে পারবেন যে এই সংখ্যাটিতে বাইনারি রূপ সেটা আপনাকে দিয়ে দিছে!

এখন যদি hexadecimal  কমান্ড দিয়ে দেখাই তাহলে বাকিটা দেখুন কেমন হয়!

/hexadecimal Command এ ক্লিক করার পর নিচের মতন আসবে! 

তো এভাবে বাকি সবগুলো কাজ করে নিতে পারেন আপনারা নিজেরাই!

বট লিংক: @Tools01_bot

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে মন চাইলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

কোথাও ভুল হল ক্ষমা সুন্দর  দৃষ্টিতে দেখবেন, এবং কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি সেটা জানিয়ে দেবো। 

যারা পুরো পোস্ট পড়েছেন সবাইকে ধন্যবাদ!

The post Telegram Bot এর মাধ্যমে ইন্টারের আইসিটি বইয়ের Number Chapter এর সংখ্যা রুপান্তর মান নিশ্চিত করুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/h6eXDRy
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট