যভব বঝবন আপনর হত থক এনআইড করডট ভযলড নক ইনভযলড!

আসসালামু আলাইকুম

 

 

আপনারা অনেকেই হয়তো এনআইডি বিষয়ক কাজ করে থাকেন আর এইজন্যই আজকের এই আর্টিকেলটি পড়তেছেন।

 

অনেকেই অনেক রকম সাইট বা বাই-সেল গ্রুপ পরিচালনা করে থাকেন যার জন্য আপনারা KYC হিসেবে এনআইডি কার্ড জমা নেন। আর জমা নেয়ার পর কার্ডটি ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা চেক করা খুব জরুরি হয়ে পরে কারন অনেকেই এখন নিখুঁত ফেইক এনআইড মেক করে সাবমিট করে।

 

আর চেক করার বেলায় এসে অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে চেক করবেন, তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি। তবুও এটা আরও অনেকেরই কাজে আসবে আশা করি।

 

তো এই আর্টিকেলে আমি আপনাদের শেখাবো, কীভাবে আপনারা যেকোনো কারো এনআইডি কার্ড নিয়ে সেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড তা চেক করবেন।

 

শুরুতেই নিচের দেয়া ওয়েবসাইটটি ভিজিট করুন।

 

ভিজিট করতে ক্লিক করুনঃ- Visit Now

 

 

লিংকে ক্লিক করার পর আপনাকে ঠিক এই পেইজটিতে নিয়ে আসবে। এখন এখানে আপনার হাতে থাকা কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটির ইনফরমেশন সাবমিট করতে হবে।

 

তো প্রথমেই মোবাইল নম্বরের বক্সে যেকোনো একটি মোবাইল নম্নর লিখুন। একইভাবে নিচের বক্সে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখুন।

 

এখন এনআইডি অনুযায়ী সঠিক জন্ম তারিখটি সিলেক্ট করুন। তারপর নিচের দিকে লক্ষ করলে দেখবেন “পরবর্তী পদক্ষেপ” নামে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করুন।

 

 

ক্লিক করলেই আপনাকে উপরের স্ক্রিনশটে দেখানো ঠিক ওইরকম একটি পেইজে নিয়ে আসবে আর সেখানেই আপনি আপনার সাবমিট করা এনআইডিটির ডিটেইলস চেক করতে পারবেন।

 

কিন্তু যদি এই পেইজে আপনাকে না নিয়ে আসে বা এখানে কোনো ডিটেইলস শো না করে তাহলে বুঝবেন যে আপনার ওই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি নকল বা ফেইক।

 

মূলত এইভাবেই আপনি একটি এনআইডি কার্ড ভ্যালিড কিনা তা চেক করতে পারবেন। তাও আবার সরকারি একটি সাইটের ডাটাবেইজ থেকে।

 

কোনো ভুলত্রুটি থাকলে মাফ করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন দয়া করে।

 

এরকম আরও ইন্টারেস্টিং কনটেন্ট পেতে ভিজিট করুন আমাদের ব্লগ ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেল, ধন্যবাদ!

 

SABBiRTUNE – Bangla Tech Forum

Telegram Channel

 

The post যেভাবে বুঝবেন আপনার হাতে থাকা এনআইডি কার্ডটি ভ্যালিড নাকি ইনভ্যালিড! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/LeAIDOv
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট