২ মিনিটে তৈরি করুন Professional Passport Size Photo সাথে Professional Tools

আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


আপনি যদি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান, কোনো ফটো স্টুডিও তে না গিয়েই তাহলে – মাত্র ২ মিনিটে তৈরি করুন প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি সহজেই‌।

বেশি কথা বলবো না আমি সরাসরি মূল বিষয়ে আসা যাক !

প্রফেশনাল টুলস এর সাথে ১ ক্লিকেই প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি বানাতে প্রথমে আপনার ফোনের Chrome browser এর Desktop Mode চালু করে নিন। চালু না করলেও হবে ভালো এক্সপেরিয়েন্স এর জন্য ডেস্কটপ মোড চালু করুন। তারপর আপনি cutout.pro এই ওয়েবসাইটে যাবেন।

এরপর যে ছবি প্রফেশনাল পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন সেটা Upload Image এ ক্লিক করে আপলোড করুন। এক্ষেত্রে সোজা ছবি হলে ভালো হবে।

আপলোড হয়ে গেলে বেশ কিছু অপশন পাবেন। আপনি আপনার প্রয়োজন মতো ফটোর সাইজ ঠিক করে নিন।

এরপর আপনার ফটোর ব্যাকগ্ৰাউন্ড কালার সেট করে নিন আপনার পছন্দমতো।

এরপর আপনি চাইলে পোশাক পরিবর্তন করতে পারবেন। শার্ট, কোর্ট, টাই ইত্যাদি। মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য Women’s Children’s এ আলাদা অপশন পাবেন।

আপনার পছন্দমতো পোশাক বাছাই করার পর সেটায় ক্লিক করলে AI সেটা ফটোর পজিশন ঠিক করে সেট করে দিবে।

এছাড়াও আপনি Face Cutout, Cartoon Selfie অপশন পেয়ে যাবেন। সব ঠিক করা হয়ে গেলে Done এ ক্লিক করে ফটো HD Quality তে ডাউনলোড করে নিন।


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




The post ২ মিনিটে তৈরি করুন Professional Passport Size Photo সাথে Professional Tools appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Es6tdPj
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট