গরমকালে মোবাইল ফোন বিস্ফোরণ কেনো ঘটছে জেনে নিন!!

আসসালমুআলাইকুম ট্রিকবিডি এর সকল ভিজিটরগণ। সবাইকে জানাই নতুন পোস্ট এ স্বাগতম।

আমি অভি আছি আপনাদের সাথে নতুন পোস্ট নিয়ে আবারও হাজির হলাম। কোনো ভুল ত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করবেন।

বর্তমান সময় হলো গ্রীষ্মকাল, কিছুদিন আগেই শীত এর বিদায় দিয়ে চলে আসলো আমাদের মাঝে গ্রীষ্মকাল।

এই সময় বিশেষ করে একটা সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো বিভিন্ন জায়গা তে মোবাইল ফোন এর বিস্ফোরণ হচ্ছে।

কারণ এই সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এর তুলনায় বেশি থাকছে এবং মোবাইল ফোন এর বেশি বেশি ব্যাবহার হয়।

গত কিছুদিন আগে প্রথম আলো পত্রিকার সংবাদ অনুযায়ী সিলেটে একটি বাড়িতে কথা বলতে বলতে স্মার্টফোন এর বিস্ফোরন ঘটে।

যা রীতিমত এক বিরাট সমস্যা তে রূপ নিয়েছে,, বিশেষ করে এই গরম এর সময় এই সমস্যা টা বেশি হচ্ছে,

আজকে আমি বলবো কেনো গ্রীষ্মকাল এর সময় ফোন গুলো বিস্ফোরণের শিকার হচ্ছে।

মূলত মোবাইল এর ব্যাটারি যদি খারাপ হয়ে যায় বা ফুলে যাই তখন সেটি বিপদ এর সম্ভাবনা তৈরি করে।

বিশেষ করে কমদামী চিপসেট চাইনিজ মোবাইল গুলো তে এই সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এইসব ফোন গুলো তে অতিরিক্ত পরিমাণ চার্জ খেয়ে নেই

এবং বেশি ইউজ করতে থাকলে ফোন এত বেশি গরম হয় যে হাতে নিয়ে থাকায় যায় না, এবং যেকোনো সময় এইসব ফোন বিস্ফোরণ হতে পারে।

ফোন এ চার্জ দেওয়ার সময় অহেতুক আমরা মোবাইল ফোন ব্যাবহার করি যা আমাদের জন্য সত্যি এক মারাত্বক ভুল।

কারণ চার্জিং অবস্থায় ফোন এর মধ্যে তীব্র রেডিয়েশন নির্গত হয়, তাই এই সময় ফোন গুলো অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরন হতে পারে।

ফোন বার বার পড়ে গিয়ে যদি ভেতরে ব্যাটারি এর লেয়ার এর কোনো অংশ যদি ক্ষতি গ্রস্থ হয় এবং যদি + এবং – টি যদি কোনোভাবে এক হয়ে লেগে যায় মুহুর্তেই বিস্ফোরণ হতে পারে।

ফোন এর ভেতরে যদি পানি বা অন্য কোনো পদার্থ ঢুকে যায় সেটা কে যত দৃত সম্ভব পরিষ্কার করা,, যদি সেটা ফোন এর ভেতরে প্রবেশ করে ফোন এবং ভেতরের যন্ত্রাংশের ক্ষতি করে।

আমাদের মধ্যে অনেকেই আছেন ফোন এর ওপর তীব্র আসক্ত বলা যাই দিনের প্রায় ১৬ বা ১৭ ঘন্টা ফোন একটানা ব্যাবহার করতেই থাকেন।

যার জন্য মোবাইল এর প্রসেসর এবং কার্যক্রম এর ওপর চাপ পড়ে,, ফোন কে কুল হওয়ার মতো সুযোগ দেওয়া হয় না। যার ফলে মুহুর্তেই তীব্র রেডিয়েশন এবং গরমে ফোন বিস্ফোরণ ঘটাতে পারে।

ফোনের আসল চার্জার বাদ দিয়ে অন্য চার্জার দিয়ে চার্জ করলে ফোন চার্জ হতে সময় নেই,, বা ফোন গরম হয়ে পড়ে।

এটা মোটেই ঠিক না কারণ নিম্নমানের চার্জার দিয়ে চার্জ এর ফলে ফোন এর ভেতরে চার্জিং আইসি গরম হয়ে যায়।

এবং পুরো ফোন এর কার্যক্ষম কে কমিয়ে দেই আর ফোন কে গরম করে দেই,, যা বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

মূলত এইসব কারণ গুলো এর জন্য বিশেষ করে গরমকালে বা গ্রীষ্মকালে স্মার্টফোন বিস্ফোরণ ঘটে থাকে বেশি।

তো এইসব দিক সাবধান থাকলে শখের ফোনটি কে বিস্ফোরণ এর হাত থেকে রক্ষা করতে পারবেন।

Trickbd এর সাথেই থাকুন সব সময় সবাইকে ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

The post গরমকালে মোবাইল ফোন বিস্ফোরণ কেনো ঘটছে জেনে নিন!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/SI9xuio
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট