অসাধারণ সব Premium Free 3D Background Model, সাথে 3D Model এর Javascript Code.

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের সাথে একটি 3D Js ওয়েবসাইট শেয়ার করবো

তবে এর আগে একটা কথা বলে নেই যে এই ওয়েবসাইটে কিসের জন্য?

 

পরে আবার যারা বোঝেন না তারা আবার উল্টাপাল্টা কমেন্ট এ কথা বলবেন,

যারা সাধারণ পাবলিক আছে এটা তাদের জন্য না কারণ তারা এখানে কিছুই বুঝবে না।

শুধুমাত্র যারা কোডিং করে অর্থাৎ জাভাস্ক্রিপ html css এগুলো সম্বন্ধে তাদের ধারণা আছে বা প্র্যাকটিস প্রজেক্ট এর জন্য করতে চায়,

তারা আজকের এই পোস্টটি ফলো করতে পারেন কারণ আজকের এই পোস্টটি ডিজাইনমূলক কোডিং হিসেবে আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি,

কারণ আপনারা যারা জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে থ্রিডি আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড এ দিতে চান,

তাদের জন্য এটি অনেক ভালো হবে এবং এটি ইউজার ফ্রেন্ডলি যারা প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস এর জন্য এটি ব্যবহার করতে পারেন, তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আসি মেইন পোস্টে।

প্রথমে আপনারা আমার পোষ্টের নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটি ওপেন করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে

 

এটা হচ্ছে এই ওয়েবসাইটের মেইন ইন্টারফেস এখন দেখাবো যে এখানে আপনারা কিভাবে কোড গুলো সংগ্রহ করবেন,

এটা কিন্তু থ্রিডি এনিমেশন এখানে হইতেছে কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখায়ছি যে কারণে আপনারা সেটির এনিমেশন টা দেখতে পারছেন না।

যখন আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন তখন আপনারা এটি দেখতে পারবেন।

 

আপনারা যারা প্র্যাকটিস করার জন্য অথবা এই অ্যানিমেশন এর কোড দেখার জন্য, খোঁজাখুঁজি করবেন তারা এগুলো না করে উপরে আমি যে অপশনটি দেখিয়েছি সেখানে ক্লিক করবেন তাহলে সেই এনিমেশনের কোডগুলো আপনার সামনে দেখাবে,

তো উদাহরণস্বরূপ ধরুন আমি এই এনিমেশনটি সিলেক্ট করে নিলাম এখন আমি এটার কোড দেখব তার জন্য উপরে দেখানো অপশনে ক্লিক করলাম,

 

দেখুন আমার এখানে এই এনিমেশন এর কোড শো করেছে,

এখন আমি চাইলে এই কোডগুলো রান করে এনিমেশন দেখতে পারবো এটার জন্য আপনারা এই এইচটিএমএল কোড করে তার ভেতর দেবেন, তাহলে আপনারা খুব সহজেই সিস্টেম টা দেখে বুঝতে পারবেন।

শুধু তাই নয় এখন আপনারা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ কালার পরিবর্তন করতে পারবেন, তার জন্য আপনারা উপরে দেখানো অর্থাৎ উপরের স্ক্রিনশটে দেখানো যে অপশনটি আছে সেখানে ক্লিক করে আপনারা কালার ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারেন.

অথবা আপনারা এখানে আপনার পছন্দের কালার কোড লিখে আপনার এনিমেশনের Bg কালার পরিবর্তন করতে পারেন.

এখানে আরো থ্রিডি এনিমেশন দেখার জন্য আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন এবং এর নিচে আরো অনেক অনেক থ্রিডি এনিমেশন দেখতে পারবেন,  যেগুলো আপনারা চাইলে কোডগুলে এখান থেকে নিয়ে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন।

 

তো দেখুন এখানে আমি নিচে স্ক্রল ডাউন করলাম এবং এখানে কতগুলো এনিমেশন শো করেছে এভাবে আপনারা যত নিচে যাবেন, বা স্ক্রল ডাউন  করবেন তত এনিমেশন দেখতে পারবেন।

 

ওয়েবসাইট লিংকঃ https://www.vantajs.com/

কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হলে বা কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে ঠিক করে দেব।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

আজকের পোস্ট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

 

The post অসাধারণ সব Premium Free 3D Background Model, সাথে 3D Model এর Javascript Code. appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/D4P7gkK
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট