(Root) এন্ড্রয়েড এও চেক করুন ব্যাটারি হেলথ – আপনার ব্যাটারি হেলথ কতটুকু আছে

আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

আমরা সকলেই জানি iPhone এ ব্যাটারি হেলথ কতটুকু আছে তা সেটিংস থেকে দেখে নেয়া যায় । কিন্তু এন্ড্রয়েড এ সেটা দেখা ততোটা সহজ নয় । কিন্তু আজ আমরা এন্ড্রয়েড এই সেই ব্যাটারি হেলথ বের করা শিখবো !

তার জন্য সবার প্রথমে আমাকে প্লে স্টোর থেকে “Termux” এপ টি ইন্সটল করবো !

ইনস্টল করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবো

তো এখানে লিখবো su

su লিখলেই রুট পার্মিশন চাইবে , গ্র্যান্ট করে দিন

Grant করে দিলে এরকম আসবে !

এখানে আমরা লিখবো cat /sys/class/power_supply/bms/charge_full

এটা লিখলেই এমন দেখাবে , এখানে আমরা নিচে একটি সংখ্যা দেখতে পাচ্ছি “3084000”

তো উক্ত সংখ্যা থেকে আমরা শেষের ৩ ডিজিট বাদ দিয়ে দিবো । এবং প্রথম ৩ ডিজিট নিবো !

অর্থাৎ আমার ব্যাটারি হেলথ হলো 3084 mAh ।

 

 

এখন কথা হচ্ছে এটাকে পার্সেন্ট এ প্রকাশ করবো কীভাবে ?!

তার জন্য একটু গাণিতিক দিক এ যেতে হবে । অর্থাৎ আপনার সবার প্রথমে জানতে হবে আপনার মোবাইলে ব্যাটারি কতো mAh এর দেওয়া আছে । আমার মোবাইলের ব্যাটারি 4000mAh এর ।

তো আমাকে প্রথমে ১০০ কে ৪০০০ দিয়ে ভাগ করে সেটার সাথে বর্তমান ব্যাটারি হেলথ গুণ করতে হবে । ঠিক এভাবে

এবার যেটা উত্তর এসেছে তাই আমার ব্যাটারি হেলথ !

অর্থাৎ , আমার ব্যাটারি হেলথ 77% ।

 

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

The post (Root) এন্ড্রয়েড এও চেক করুন ব্যাটারি হেলথ – আপনার ব্যাটারি হেলথ কতটুকু আছে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/WQNRovh
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট