উইন্ডোজ 10 এর 5 টি সেরা শর্টকাট টিপস

উইন্ডোজ 10 এর 5 টি সেরা শর্টকাট টিপস

হ্যাল্লো প্রো ভাইয়েরা কেমন আছেন সবাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো উইন্ডোজ! নামটা শুনলেই কেমন একটা ভাব আসে, তাই না?  কম্পিউটারের জাদুঘর!  আজকাল ৯০% কম্পিউটার ইউসাররাই এই জাদুঘরটাই অর্থাৎ উইন্ডোস অপারেটিং সিস্টেমটাই ব্যবহার করে।

আজকে আমরা আপনাদের জন্য এই আর্টিকেলের মাধ্যমে নিয়ে এসেছি এমন 6টি দারুণ Windows 10 শর্টকাট টিপস যা আপনাকে Windows 10 ব্যবহার করতে অনেক সাহায্য করবে।

১. উইন্ডোজ 10- স্ক্রিন রেকর্ড উইন্ডোজ 10- কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন?

জানেন কি? আপনার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ভিতরেই একটা স্ক্রিন রেকর্ডার আছে! কীবোর্ড থেকে Windows + Alt + R এই তিনটা কি টিপলেই রেকর্ডিং চালু হয়ে যাবে। এভাবে আপনি যেকোনো সফটওয়্যার, যেমন MS Word, গুগল ক্রোম বা যেকোনো এপ্লিকেশন এর স্ক্রিন রেকর্ডিং করতে পারেন।

উইন্ডোজ 10-এ স্ক্রিন রেকর্ড

কীবোর্ড এ Windows + Alt + R টিপলেই স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে যাবে। আবার এই তিনটা বাটন একসাথে চাপ দিলে, আগের রেকর্ডিং বন্ধ হয়ে নতুন রেকর্ডিং চালু হবে।

ঠিক আছে, রেকর্ডিংটা হয়ে গেলো, কিন্তু এটা কোথায় যায়? মানে রেকর্ডিং করা ফাইলটা কোথায় সেভ হবে। এটা হয়তো আপনার একটু ভাবাচ্ছে।

রেকর্ডিং করা ফাইল তা সাধারণত আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজারের Videos শর্টকাটের ক্যাপচার ফোল্ডার এ থাকে।

২. ভয়েস টাইপিং করুন – উইন্ডোজ ১০ এ কীভাবে ভয়েস টাইপিং করবেন?

আপনি যদি কম্পিউটারে হাতে টাইপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে উইন্ডোজ ১০ আপনার জন্য নিয়ে এসেছে এক চমৎকার সমাধান। যার সাহায্যে আপনাকে আর হাত দিয়ে টাইপ করতে হবে না। এই সুবিধাটিকে বলা হয় – ভয়েস টাইপিং।

উইন্ডোজ ১০ এ কীভাবে ভয়েস টাইপিং করবেন

হ্যাঁ, আপনি হাতে টাইপ না করেই উইন্ডোজ ১০ কম্পিউটারে ভয়েস টাইপ করে আপনার যেকোনো টেক্সট ডকুমেন্ট রেডি করতে পারেন।

উইন্ডোজ ১০ এ ভয়েস টাইপিং করতে প্রথমে আপনার কম্পিউটারে MS Word খুলুন। এর পরে, কীবোর্ডের সাহায্যে একই সাথে Windows + H চাপুন। আপনি এটি করার সাথে সাথে আপনার সামনে একটি ছোট বার উপস্থিত হবে। যার মধ্যে একটি মাইক আইকন দেখতে পাবেন। এই মাইকটির আইকনে ক্লিক করে আপনি ভয়েস টাইপিং মোড চালু করুন।  এবং তারপর কথা বলে টাইপ করা শুরু করুন।

ধাপ ১:

  • Start মেনুতে ক্লিক করুন।
  • Settings
  • Time & Language অপশনে ক্লিক  করুন।
  • Language & Region এ যান।

ধাপ ২:

  • Preferred languages তালিকায় আপনার পছন্দের ভাষা খুঁজুন।
  • Add a language বোতামে ক্লিক করুন।

ধাপ ৩:

  • আপনি যে ভাষাটি ইনস্টল করতে চান সেটি সার্চ করুন।
  • Next বোতামে ক্লিক করুন।

ধাপ ৪:

  • আপনি যে  ভাষা ব্যবহার করতে চান সেগুলি ইনস্টল করে নিন।
  • টাস্কবারেরকোণায় থাকা language switche ক্লিক করুন।
  • Windows logo key + Spacebar টিপুন।
  • আপনার ল্যাঙ্গুয়েজে সুইচ হয়ে যান।

. স্ক্রিনশট নিন উইন্ডোজ ১০ এ কীভাবে স্ক্রিনশট নেওয়া যায়?

শুধু মোবাইলেই নয়, আপনার কম্পিউটার এবং ল্যাপটপেও ছবি তোলা সম্ভব। এখানে পার্থক্য শুধু এই যে, কম্পিউটার শুধুমাত্র তার নিজের ছবি তুলবে, আপনার নয়। তাহলে আসুন জেনে নিই কিভাবে আপনি আপনার কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন এবং এটি ব্যবহার করতে পারেন।

Screenshot Windows 10

আপনি যদি পুরো স্ক্রিনের একটি ছবি তুলতে চান, কীবোর্ডের প্রিন্ট স্ক্রিন বোতামটিপেএটিকরতেপারেন।

যদি আপনি কেবল স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশের ছবি নিতে চান, তাহলে

  • কীবোর্ডে Windows + Shift + S টিপুন।
  • এটি উইন্ডোজ স্নিপ টুলবার খুলবে।
  • আপনি যে অংশের স্ক্রিনশট নিতে চান সেটি সিলেক্ট করার জন্য আপনার মাউসের কার্সার ব্যবহার করুন।
  • “Snip Saved to Clipboard” ক্লিক করুন।
  • স্ক্রিনশটটি আপনার ক্লিপবোর্ডে কপি করা হবে।
  • এছাড়া আপনি স্ক্রিনশটটি আপনার ফেলেও সেভ করতে পারবেন।

৪. শর্টকাট দিয়ে উইন্ডোজ এক্সপ্লোরার খুলুন

উইন্ডোজ এক্সপ্লোরার আমাদের কম্পিউটারের ফাইল ম্যানেজার, যা আমরা বারবার ব্যবহার করি। তাই শর্টকাট ব্যবহার করে এটি খোলা অনেক সহজ।

Windows + E: এটি সবচেয়ে সহজ এবং দ্রুততম শর্টকাট। Windows 10-, কীবোর্ডে Windows + E টিপলেই ফাইল এক্সপ্লোরার খুলে যাবে।

৫. উইন্ডোজ সেটিংস খোলার শর্টকাট

Windows + I: এটি সবচেয়ে সহজ এবং দ্রুততম শর্টকাট। Windows 10-এ, কীবোর্ডে Windows + I টিপলেই উইন্ডোজ সেটিংস খুলে যাবে।

৬. Snap ব্যবহার করে উইন্ডো সাজান

Snap ব্যবহার করে আপনি সহজেই আপনার উইন্ডোগুলি সাজাতে পারেন। এটি করার জন্য, Win + Left/Right Arrow চাপুন। এটি আপনার উইন্ডোটিকে স্ক্রিনের অর্ধেক অংশে স্থাপন করবে। আপনি Win + Up/Down Arrow চেপে উইন্ডোগুলি উপরে বা নীচে সাজাতে পারেন।

তাহলে, এই ৫টা টিপসের সাহায্যে আপনার উইন্ডোজ ১০ এর কাজ আরও মজার আর সহজ হয়ে যাবে! বন্ধুদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন, যাতে সবাই লাভবান হতে পারে।

আমার এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই সম্পর্কে জানান। TrickBD-তে আরও অনেক কম্পিউটার ট্রিক এবং SEO টিপস সম্পর্কে জানতে পারবেন, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে।

The post উইন্ডোজ 10 এর 5 টি সেরা শর্টকাট টিপস appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Rkq5idT
via IFTTT

Android ডিভাইসে যেকোনো Operating System ব্যবহার করুন (Virtual Machine on Android)

Android ডিভাইসে যেকোনো Operating System ব্যবহার করুন (Virtual Machine on Android)

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

আজকে এমন একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি আপনার Android ডিভাইসে যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন Virtual Machine এর মতো।

এই অ্যাপটি ব্যবহার করতে আপনার Android ডিভাইসে 3GB RAM (1GB of free RAM) থাকতে হবে।

অ্যাপটি download করুন। Vectras VM

অ্যাপ টি ইন্সটল করার পর নিচের লিঙ্ক এ গিয়ে আপনার পছন্দের অপারেটিং সিস্টেম এর ROM ফাইল download করে নিন।

Roms

তারপর অ্যাপ টি ওপেন করলে এমন ইন্টারফেস আসবে এখন আপনার download করা ROM ফাইলটি ইন্সটল করুন এবং import করুন। Import হতে বেস কিছুক্ষণ সময় লাগবে, প্রায় ১০ মিনিট।

তারপর এই ইন্টারফেস এ নিচের Play বাটন এ ক্লিক করুন এবং আপনার ইন্সটল করা ROM টি সিলেক্ট করুন।

কোনো কিছু বুঝতে অসবিধা হলে কমেন্ট করুন।

Edit: অ্যাপটির old ভার্সন নিয়ে পোস্টটি করলাম, এই old ভার্সন এ বেশি ফিচারস নেই।
Latest ভার্সন এখনও unstable তাই অ্যাপটির latest ভার্সন stable হলে সব ধরনের ফিচারস নিয়ে বিস্তারিত লিখবো।

The post Android ডিভাইসে যেকোনো Operating System ব্যবহার করুন (Virtual Machine on Android) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ONVCMiU
via IFTTT

এবার স্টক রম কে সরিয়ে GSI ইন্সটল করুন সুপার পার্টিশন এ ।

এবার স্টক রম কে সরিয়ে GSI ইন্সটল করুন সুপার পার্টিশন এ ।

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই , আশা করি সকলেই অনেক ভালো আছেন । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাই , আমি চঞ্চল।

আজকে যে বিষয় টি নিয়ে কথা বলব সেটি হলো যে কিভাবে আপনি Super Partition এ GSI ইন্সটল করবেন ।

Gsi এর বিষয় আগের পোস্ট এ কিছু টা বলেছিলাম । এবং Dynamic Partition এ ইন্সটল করা দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে Super Partition এ করবেন ।

 

Super Partiton কি?

সুপার পার্টিশন হলো যেখানে মোবাইল এর মূল সিস্টেম ফাইল টা এবং কিছু প্রয়োজনীয় ফাইল থাকে।

Super Partition এ কেনো ইন্সটল করবো?

ডাইনামিক পার্টিশন এ ইন্সটল করলে সেটা আপনার স্টোরেজ এর মধ্যে একটা জায়গা নিয়ে সেখানে ইন্ডটল হয় এবং মূল সিস্টেম তো থেকেই যায়। নোটিফিকেশন থেকে রিস্টার্ট করে আবার ওই রম এ যাইতে হয় , ফোন রিস্টার্ট করলে আবার মূল এ সিস্টেম এ ফিরে আসে ।
আর যদি সুপার পার্টিশন এ ইন্সটল করা যায় তাহলে সেটা পার্মানেন্টলি ইন্সটল হবে । মূল সিস্টেম ফাইল টা ডিলেট করে মূলত ওই gsi রম টি ইন্সটল করা হয় ।

কি কি লাগবে ইন্সটল করতে :-

১। একটি gsi রম
২। ট্রেবল সাপোর্টেড মোবাইল
৩। একটা কম্পিউটার
৪। Adb
৫। Unlocked Bootloader
৬। স্টক রম এর vbmeta.img ফাইল অথবা কোনো empty vbmeta ফাইল (গুগল এ পেয়ে যাবেন)

আর ইন্সটল করার আগে কিছু কথা :-

অবশ্যই আগে dynamic partition এ ইন্সটল করে দেখে নিবেন ঠিক ভাবে gsi টা কাজ করে নাকি বুট হয় নাকি , আর ফোন এর ডাটা ব্যাকআপ রেখে নিবেন । আর ফ্ল্যাশ ফাইল টা ডাউনলোড করে রাখবেন যেন যদিও কোনো সমস্যা হয় আবার ফ্ল্যাশ করতে পারেন ।

কিভাবে ইন্সটল করবো :

প্রথমে ডেভেলপার অপশন থেকে usb debugging টা অন করে নিন । আর বুট লোডের আনলক না থাকলে আনলক করে ফেলুন ।

এবার প্রথমে gsi রম টা এবং মূল রম এর vbmeta ফাইল টা একটা ফোল্ডার এ রাখুন । রম টার নাম system.img করুন । উইন্ডোজ ব্যবহার করলে ফাইল দুইটা adb এর ফোল্ডার এ রাখবেন ।

এবার মোবাইল টা কম্পিউটার এর সাথে কানেক্ট করে নিন । তারপর tarminal ওপেন করুন , উইন্ডোজ ব্যবহার করলে আপনার Adb এর ফোল্ডার এ cmd ওপেন করুন ।

লিনাক্স ইউজ করলে আর adb, fastboot ইন্সটল করা না থাকলে ইন্সটল করে নিবেন আর উইন্ডোজ হলে ডাউনলোড করে নিবেন ।

sudo apt-get install adb
sudo aot-get install fastboot

এবার কমান্ড দিন adb reboot bootloader
অথবা adb reboot fastboot

তারপর দিবেন

fastboot flash –disable-verity –disable-verification vbmeta vbmeta.img

আর যদি ফাঁকা vbmeta ফাইল ইউজ করেন তাহলে দিবেন fastboot flash vbmeta vbmeta.img

তারপর দিবেন fastboot erase system

আবার দিবেন fastboot flash system system.img

হয়ে গেলে এরকম টা দেখতে পারবেন ।

এরপর ফোন টা recovery টা boot করে factory reset/userdata wipe করে নিবেন । নাহলে bootloop হবে। এরপর ও যদি অন না হয় তাহলে ফোন এর অরজিনাল vbmeta ফাইল টা flash করে নিবেন adb দিয়েই একই ভাবে ।

আর যেকোনো সমস্যায় আমাকে মেসেজ দিতে পারেন । যতটুকু পারবো সাহায্য করবো ইনশাআল্লাহ ।
Facebook

Telegram

 

The post এবার স্টক রম কে সরিয়ে GSI ইন্সটল করুন সুপার পার্টিশন এ । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/n1DEbAW
via IFTTT

International Virtual Debit Card নিয়ে নিন সম্পূর্ণ ফ্রিতে। (শর্ত প্রযোজ্য) [Redotpay app]

International Virtual Debit Card নিয়ে নিন সম্পূর্ণ ফ্রিতে। (শর্ত প্রযোজ্য) [Redotpay app]
∆ International Virtual Debit Card- এর সুবিধা:
আমাদের দেশের Bank-এর কার্ডগুলোতে ইন্টারন্যাশনাল
Payment করা যায় না, করতে হলেও Dual-Currency
করে নেওয়া লাগে, যা একটু ব্যয়বহুল. সেই সাথে বাৎসরিক চার্জ ও আছে.
কিন্তু আমরা সহজেই এই Virtual Card দিয়ে,
• Facebook Boost.
• Youtube boost.
• Fiverr & Upwork -এর Payment Received.
• যেকোনো Game-এ in game purchase.
• Play Store থেকে যেকোন Apps Purchase.
• মোবাইল রিচার্জ
• যেকোনো ইন্টারন্যাশনাল online market place-এ
Payment করা যাবে.
যেমন: AliExpress, Alibaba, Amazon, Daraz etc.
রমজান মাস উপলক্ষে 60% Discount এ Card-টি মাত্র 4 ডলার
এ নেওয়া যাচ্ছে, তবে Account খুললেই $5 ডলার ফ্রী পাওয়া যাবে।
তবে এই $5 ডলার দিয়ে কার্ডটি Claim করা যাবে না,
আমাদেরকে $5 ডলার Deposit করতে হবে।
তবে একটা ট্রিক্স এর মাধ্যমে এই $5 ডলার আবার
ফেরত নিয়ে আসবো, আমাদের bKash, Nagad, Rocket
অথবা যে কোন অ্যাকাউন্ট-এ.
• প্রথমেই প্লে স্টোর থেকে Redotpay অ্যাপটি নামিয়ে নিন.
• তারপর যেকোনো একটা Gmail দিয়ে একাউন্ট খুলে নিন.
• Account খোলার পর $5 dollar বোনাস দিবে, তবে সেটা দিয়ে Card নেওয়া যাবে না.
• Binance অথবা যে কোন Wallet থেকে $5 ডলার Deposit করতে হবে।
★ পরবর্তীতে আমরা আবার এই $5 ডলার ফেরত নিয়ে আসবো.
• Deposit করার জন্য Screenshot-এ দেখানো জায়গায় ক্লিক করেন.

…..×…..

• তারপর Usdt সিলেট করেন.


……×…..

• তারপর Binance Pay-তে Click করে, 5 লিখে Top-up now-এ Click করেন।
আপনি চাইলে অন্য কোন Wallet থেকেও Deposit করতে পারেন।
সেক্ষেত্রে Tron[trc20] / BNB Smart Chain[BP20] Select করে, Address টি Copy করে যে কোন Wallet থেকে Deposit করতে পারবেন.
Deposit করার সময় হালকা Gass Fee কাটবে.



…..×…..

• Deposit হয়ে গেলে, Home থেকে Ramadan Offers-এ ক্লিক করেন.

……×…..

• তারপর Verify now-তে ক্লিক করতে হবে।
* এখন আপনার যেকোনো একটি,
Nid
Passport অথবা
Driving licence
-এর তথ্য সঠিকভাবে দিয়ে Verification করতে হবে.
* Face Verification-এর ও প্রয়োজন হতে পারে.



…..×…..

• Verification সম্পন্ন হয়ে গেলে,  Virtual Card-এ ক্লিক করবেন,
একটি পেজ আসবে আর সেখানে আপনার
বর্তমান ঠিকানা এবং বাকি তথ্য গুলো সঠিকভাবে দিবেন
তারপর Pay te ক্লিক করবেন। ২ মিনিটের
মধ্যেই Card পেয়ে যাবেন.
* আমার এখানে $10 Dollar দেখাচ্ছে, কারন আমি ইতিমধ্যেই Card-টি Purchase করে ফেলেছি.
আপনাদের $4 Dollar দেখাবে, আর অবশ্যই Ramadan Offers থেকে ঢুকতে হবে.



……×……

• Card Active হয়ে খেলে এরকম দেখাবে, Card-এর অপর পাশে
CVV নাম্বার সহ অন্যান্য তথ্য রয়েছে.

…………….×…………….

 এখন আসি আমরা যে $5 ডলার Deposit করেছিলাম সেটা কিভাবে ফেরত জানা যায়।
* Card Active করার পরেও, একাউন্টে আরো $6 Dollar থাকবে।
*এখন Daraz অ্যাপে যাবেন, ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে যেকোন জিনিস কিনবেন।
* এই মাত্র যে Card টি Purchase করলেন, সেটা দিয়ে Payment করবেন।
* এবং সাথে সাথে Cancel ❌  করে দিবেন যে কোন একটা কারণ দেখিয়ে।
* তারপর Refund হিসেবে যে কোন একাউন্ট দিতে পারেন, bKash, Nagad Rocket অথবা যেকোনো Bank Account.
* এক সপ্তাহের মধ্যেই আপনার টাকাটা আপনার নির্ধারিত একাউন্টে চলে আসবে.

The post International Virtual Debit Card নিয়ে নিন সম্পূর্ণ ফ্রিতে। (শর্ত প্রযোজ্য) [Redotpay app] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/0FgLAxj
via IFTTT

এবার বাংলাদেশ থেকেই পাবেন ইউটিউব প্রিমিয়াম ১০০% ফ্রি তাও বাংলাদেশী BIN দিয়ে এই প্রথম

এবার বাংলাদেশ থেকেই পাবেন ইউটিউব প্রিমিয়াম ১০০% ফ্রি তাও বাংলাদেশী BIN দিয়ে এই প্রথম

আমরা সবাইই কম বেশি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেছি। অনেকে Youtube Vanced আবার অনেকে ফ্রি ট্রায়াল নিয়ে।
Vanced এর সমস্যা হচ্ছে অ্যাপ কিছুদিন পর পর ক্রেশ করে যায় আপডেট করাও ঝামেলা। আবার Bin ব্যবহারের ও ঝামেলা আছে একে ত বাংলাদেশের Bin পাওয়া যায় না তার উপর ২ মাস পর শেষ হয়ে যায়।

যদিও সময়ের ঝামেলা ফিক্স করা সম্ভব না। তবে আজকে আপনাদের সাথে সেয়ার করব বাংলাদেশী Bin যা দিয়ে বাংলাদেশের ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন এতে করে বাংলাদেশী সকল কনটেন্ট, ইউটিউব মিউজিক সব আরামছে দেখতে পারবেন।

ইউটিউব বাংলাদেশি বিন :

BIN: 546775820740xxXX
DATE: 11 | 2029
CVV: RANDOM
IP: Bangladesh

Street Address: Zakir Hossain Rd
Citiy/Town/Village: চট্টগ্রাম
State/Province/Region: চট্টগ্রাম বিভাগ
Postal Code: 4225

https://namso-gen.com এই সাইট থেকে যেয়ে উপরের বিন এবং এক্সপায়ারি ডেট দিয়ে কিছু কার্ড জেনারেট করে নিবেন

Premium Trial

কার্ড জেনারেট হলে চলে যাবেন ইউটিউব এর সেটিংস এ এবং ইউটিউব প্রিমিয়াম অপশনে ট্রায়াল নেওয়ার জন্য ক্লিক করবেন।

এবার ১ মাসের ট্রায়ালের জন্য ক্লিক করবেন

এবার আপনাকে কার্ড এবং আপনার ঠিকানা এড করতে বলবে।

জেনারেট করা কার্ড থেকে কার্ড যুক্ত করবেন এবং উপরের ঠিকানা সুন্দর মতো কপি পেস্ট মেরে দিবেন। সঠিক ভাবে ঠিকানা যুক্ত করলে আপনার কার্ড এড হয়ে যাবে আপিনার একাউন্টে।

কার্ড যুক্ত হলে আপনি Buy অপশন পেয়ে যাবেন। Buy করলে সাথে সাথে আপনার জিমেইলে পেয়ে যাবেন বাংলাদেশের ইউটিউব প্রিমিয়াম একদম ফ্রি। তাও আবার বাংলাদেশি কার্ড ঠিকানা দিয়ে। এবার ধুমায়া আপনি আপনার পরিচিত জনকে সেয়ার করতে পারেন এবং সবাই ইচ্ছামত ব্যবহার করতে পারবেন।

যদি কোথাও কোনো স্টেজে বুঝতে বা এরোর খান কমেন্টে জানাতে পারেন। আর হ্যা, এই বিন আমার আবিষ্কার না। এইটা আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে সেয়ার করলাম।

আপনারা লাইভ খেলা বা যেকোনো লাইভ সিরিজ দেখতে Live TV Server এ সরাসরি দেখতে পারবেন।

The post এবার বাংলাদেশ থেকেই পাবেন ইউটিউব প্রিমিয়াম ১০০% ফ্রি তাও বাংলাদেশী BIN দিয়ে এই প্রথম appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/yqv7KgJ
via IFTTT

প্রিমিয়াম করে নিন SuperVPN Fast VPN Client (android app)

প্রিমিয়াম করে নিন SuperVPN Fast VPN Client (android app)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। SuperVPN Fast VPN Client অনেকেই আমার কাছ থেকে VPN Premium চেয়ে থাকেন আজ একটি দিয়ে দিলাম।

আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি

[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]

  • প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন এবং অ্যাপটি MT Manager দিয়ে Extract করে নিন। যদি একটি APKS ফাইল আসে তাহলে ওটা কনভার্ট করে Apk বানিয়ে নিন, আর যদি সরাসরি Apk ফাইল আসে তাহলে Kill signature verification করে নিন। Kill ‍Signature করার জন্য আপনারা NP Manager ব্যবহার করতে পারেন, আমি MT Manager দিয়ে Kill ‍Signature করেছি।
  • নিচে প্রিমিয়াম করার জন্য দুটি জায়গা আছে। উপরে যে প্রিমিয়াম আইকন আছে ওটাতে ক্লিক করলে আপনাকে এ্যাড রিমুভ ও VIP করতে বলবে যার জন্য আপনাকে পে করতে হবে। নিচে লিখা আছে Free আপনি যদি Free টাকে VIP বানিয়ে নেন তাহলে একই কাজ হবে, তাই আমরা শুধু Free কে VIP বানাবো

  • আমি ধরে নিলাম আপনি Kill ‍Signature করেছেন। এখন Kill ‍Signature কৃত এ্যাপটিতে ক্লিক করে View করুন।

  • নিচে দেখুন resources.arsc ওটাতে ক্লিক করুন।

  • এখন নিচ থেকে Arsc Editor ক্লিক করুন।

  • এখানে নিচে দেখানো কোডটিতে ক্লিক করুন।

  • নিচে Strings লিখা আছে ওটাতে ক্লিক করুন।

  • এবার উপরে Strings লিখা আছে ওটাতে ক্লিক করুন।

  • এখন ডান পাশে একটি থ্রি লাইন আইকন পাবেন ওখানে ক্লিক করে Filter ক্লিক করুন।

  • নিচে vip লিখে ওকে করুন।

  • নিচে দেখানো কোডটিতে চেপে ধরে ID কপি করুন।

  • ID করে করা হয়ে গেলে একদন বাহিরে চলে যান, গিয়ে Classes.dex এর যেকোন একটিতে ক্লিক করুন।

  • এরপর dex editor plus সিলেক্ট করুন।

  • তারপর Select all & ok করুন।

  • নিচে Search ওপশনে গিয়ে আপনার কপিকৃত ID টি পেস্ট করে দিন এবং সেটিং গুলো দিয়ে ওকে করুন।

  • নিচে দুটি কোড আসছে আপনি ওপরের কোডটিতে ক্লিক করুন।

  • এখন z method টি চেপে ধরে goto করুন।

  • নিচের স্থান আপনার প্রিমিয়াম কোডটি দিয়ে দিন। Premium code is: const/4 v0, 0x1 দিয়ে সেভ করুন।

  • নিচে দেখুন VIP হয়ে গিয়েছে।

 

(যদি কেউ মুড এ্যাপ নিতে চান তাহলে কিছুদিন অপেক্ষা করুন আমি পোস্ট করবো)

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post প্রিমিয়াম করে নিন SuperVPN Fast VPN Client (android app) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/YFgjZdt
via IFTTT

ওয়েবসাইট ডেভেলপ করার জন্য সেরা একটি কালার প্যালেট ওয়েবসাইট

ওয়েবসাইট ডেভেলপ করার জন্য সেরা একটি কালার প্যালেট ওয়েবসাইট


ওয়েবসাইটের ui,ফন্ট ইত্যাদি কাস্টমাইজ করার জন্য ওয়েব ডেভেলপার এর বিকল্প নেই।একজন ভালো ওয়েব ডেভেলপার একটি ওয়েবসাইটকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। এতে ট্রাফিক ভিজিটরদের মনে ইতিবাচক মনোভাব তৈরি হয়।

একটি ওয়েবসাইটকে ভালো করে সাজাতে এজন্য color palette এর CSS কোড বেশ জরুরি।এটি দিয়েই সাধারনত ওয়েবসাইটকে কাস্টমাইজ করা হয়।যারা বেগিনার লেভেলের তারা অনেকেই এই পয়েন্টটিকে মিস করে যান।অনেকে সাধারনত ওয়েবসাইটে কন্টেন্ট এর উপর‌ই জোর দেয়। কিন্তু সেই সাথে ওয়েবসাইটটি একটু কালারফুল হ‌ওয়াও চাই।

এই রঙিন কালারের জন্য অনেকে হয়তো জানেন কোথায় থেকে জেনারেট করতে হয়।তবে যারা একদম নতুন ওয়েবসাইটে কাজ শুরু করেছেন অনেকে হয়তো জানেন না। মূলত তাদের জন্য‌ই এই পোস্ট। কারন নতুন নতুন অনেকে ওয়েবসাইট তৈরির দিকে ঝুঁকছেন।


ওয়েবসাইটটির নাম COOLOR


ওয়েবসাইটের লিংক এখানেপ্রথমে আসা যাক ওয়েবসাইটটির মেইন কয়েকটি ফিচার নিয়ে। প্রথমত এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট।সুতরাং এখানে কালার জেনারেশন করে এক্সপোর্ট বা ডাউনলোড করা বেশ সহজ। দ্বিতীয়ত এখানে কয়েকটি ফরম্যাটে ডাউনলোড এর অপশন আছে।এখানে RGB,HSL হিসেবে আউটপুট পাবেন।

এবার আসা যাক যেভাবে‌ ব্যবহার করবেন।

প্রথমে হোমপেইজে লগ‌ইন করবেন।‌এরপর একটি একাউন্ট তৈরি করে নিবেন।এজন্য জিমেইল ব্যবহার‌ করা সহজ।


এবার‌ আপনি জনপ্রিয় বা‌ ট্রেন্ডিং প্যালেটগুলো ব্রাউজ করতছ পারেন। এজন্য অ্যারো‌ দেওয়া অপশনে ক্লিক‌ করুন।


এখানে আপনারা টপ ফিচার করা প্যালেটগুলো‌ দেখতে পাবেন। এবার যেটি পছন্দ হয় সেখানে ক্লিক করে নিন।


এবার নিচের গুলো‌ খেয়াল করুন। সেখান থেকে পছন্দস‌ই প্যালেটটি সিলেক্ট করুন। সেখানে RGB,HSL এগুলো দেখতে পাবেন। তবে আমাদের প্রয়োজন CSS কোড। এজন্য উপরের‌ ৩ ডট‌এ ক্লিক করে‌‌ নিন।

এরপর উপরের ছবির মতো এক্সপোর্ট করে নিন।


এখানে অপশনগুলো পাবেন। সেখানে যেকোন একটি ফরম‌্যাট সিলেক্ট করে নিলেই কপি বা‌ ডাউনলোড এর অপশন‌ পাবেন।

দেখুন এখানে ফলাফল‌‌ শো‌ করছে।

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। ধন্যবাদ‌ সবাইকে।

The post ওয়েবসাইট ডেভেলপ করার জন্য সেরা একটি কালার প্যালেট ওয়েবসাইট appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/qTje1hZ
via IFTTT