আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ।
যেহেতু আজকের পোস্টটি এ্যাপ মুডিং তাই পোস্ট একটু বড় হতে চলেছে ধর্য্য ধরে পুরোটা দেখুন আপনাদের কাজে দিবে।
প্রথমে Play Store যান লিখুন Parallel Space তারপর সেটা আপনার মোবাইলে ইন্সটল করুন সাধারণ এ্যাপের মত করেই।
এখানে ব্যবহৃত মুডিং এ্যাপ গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে ওখান থেকে ডাউনলোড করুন।
[বিঃদ্রঃ Play Store এ্যাপটি ডাউনলোড করার পর ইন্টারনেট কানেকশন বন্ধ করে মুড করবেন ]
এরপর MT Manager এ্যাপটি ইন্সটল করুন ও ওপেন করুন এবং উপরে দেখানো বাম পাশে থ্রিলাইন ওপশনে ক্লিক করুন।
এরপর ক্লিক করুন Extract APK তে।
এখন ক্লিক করুন আপনার কাংখিত এ্যাপটিতে।
এইবার Locate এ ক্লিক করুন।
এবার NP Manager ওপেন করুন ও MT2 নামে Folder এ ক্লিক করুন
এখন Parallel Space এ্যাপটি চেপে ধরুন এবং Function এ ক্লিক করুন
এখন ক্লিক করুন Injection Signature Verification ওপশনে
Injection Signature Verification হয়ে গেলে Confirm করুন।
আবোর MT Manager এ ফিরে যান এবং আপনার Inject কৃত এ্যাপটিতে ক্লিক করে View করুন।
এখন Classes.dex এর যে কোন একটিতে ক্লিক করুন।
এখন Select all করে ওকে করুন।
এখন Dex Editor Plus সিলেক্ট করে ওকে করুন।
উপরে Search ওপশনটি সিলেক্ট করুন।
এখন নিচের স্ক্রিনশটটি ভালভাবে দেখে ওকে করুন।
নিচে const/4 v0, ox0 লিখে আছে ওখানে const/4 v0, ox1 দিয়ে সেভ করুন। আশার অন্যান্য কাজ পারবেন। আগের পোস্টে আমি সকল কিছু দেখিয়েছি।
কোড বসিয়ে এ্যাটি ওপেন করলে দেখতে পারবেন মুড হয়ে গেছে।
যদি আপনারা পোস্ট দেখে মুড করতে না পারেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও পিন করে দেওয়া আছে সেটা দেখতে পারেন।
এখন ব্যবহার করুন নিজের মুডকৃত এ্যাপ কোন প্রকার সন্দেহ ছাড়াই। আসলে নিজে কোন এ্যাপ মুড করে ব্যবহার করলে কোন প্রকার রিক্স থাকে না।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
The post Mod করে নিন Parallel Space App appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/qvPE1RF
via IFTTT