যেভাবে আপনার Infinix Hot11s এর Bootloader Unlock করবেন

আসসালামুয়ালাইকুম,

যেভাবে Infinix Hot11s এর বুটলোডার আনলক করবেন কম্পিউটারের সাহায্যে।

প্রথমে সেটিং এ ঢুকে My Phone অপশনে গিয়ে Build Number এ কয়েকবার ক্লিক করে Developer options Menu Enable করবেন।

 

 

 

 

তারপর Back করে স্ক্রল করে নিচে গিয়ে System এ ক্লিক করবেন।

 

তারপর একবারে নিচের অপশন Developer options এ ক্লিক করবেন।

 

OEM Unlocking Enable করবেন।

একটু নিচের Usb Debugging Enable করবেন।

ফোন কম্পিউটারে ইউএসবি ক্যাবলের মাধ্যমে কানেক্ট করবেন।

ফোনের কাজ আপাতত শেষ।

এখন কম্পিউটারে Platform tools ডাউনলোড করে Desktop এ Extract করবেন।

Platform tools ফোল্ডারে ঢুকে, ফোল্ডারের সার্চ বারে cmd লিখে Enter দিলে Platform tools ফোল্ডারে Command terminal window ওপেন হবে।

 

 

 

Command terminal window open হওয়ার পর টাইপ করবেন “adb devices”

daemon চালু হলে ফোনে পারমিশন চাইবে।

Allow করবেন।

Phone Authorized হলে “adb reboot bootloader” টাইপ করবেন.

ফোন বুটলোডারে বুট হবে।

এখন টাইপ করবেন “fastboot devices”

আপনার ফোন ডিটেক্ট করলে টাইপ করবেন “fastboot flashing unlock”

ফোনে অপশন আসবে, Volume up+ button এর সাহায্যে Yes করবেন।

তারপর টাইপ করবেন, “fastboot flashing unlock_critical”

ফোনে অপশন আসবে, Volume up+ button এর সাহায্যে Yes করবেন।

 

 

 

 

Success হলে আপনার ফোনের bootloader unlock হয়ে গেছে।

এখন “fastboot reboot” কমান্ড দিয়ে ফোন চালু করবেন

Bootloader Unlock হলেও এমন দেখাতে পারে। এটা Bug

 

 

 

 

Infinix এর সাপোর্ট গ্রুপ ঃ https://ift.tt/4mseWoM

Symphony Z60 Z60 Plus support group: https://t.me/z60z60plus

 

The post যেভাবে আপনার Infinix Hot11s এর Bootloader Unlock করবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/fkltWHj
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট